Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন 2

 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন WBPSI, WBPSC, WBP Constable, WBCS, ও কলকাতা পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সময়ে প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সংগ্রহ করা অত্যন্ত কাজের কথা। একজন প্রার্থীর যত্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যায়বৃত্তি সম্পন্ন থাকতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান ইত্যাদি।


আমরা এই পরীক্ষার জন্য প্রার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে তাদের উত্তীর্ণতা বাড়াতে সাহায্য করছি। আমাদের প্রশ্নপত্রে অন্যত্র প্রচলিত জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যা প্রার্থীদের পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আমরা WBPSI, WBPSC, WBP Constable, WBCS, এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন প্রদান করছি যা প্রার্থীদের প্রস্তুত করার সাহায্য করবে। আমাদের প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে পরীক্ষার সময়ের সাথে মিলানে, যাতে প্রার্থীদের সঠিক প্রশ্ন কেন্দ্রিক বিষয়ে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।

_*🎉🎉HISTORY👇🏾👇🏾* 


1. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় ?

➟ অশোক


2. কে বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' আখ্যা দেন ?

➟ মহত্মা গান্ধী


3. কে পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ?

➟ উদয়ন


4. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল ?

➟ ব্রাহ্মী


5. বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন ?

➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত


6. আনন্দমঠ এর রচয়িতা কে ?

➟ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


7. পথের দাবী কে রচনা করেন ?

➟ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়


8. বর্তমান ভারত কে রচনা করেন ?

➟ স্বামী বিবেকানন্দ


9. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ?

➟ উমেশচন্দ্র বন্দোপাধ্যায়


10. কে লোকনায়ক হিসাবে পরিচিত ?

➟ জয়প্রকাশ নারায়ন


11. 'সত্যমেব জয়তে' কথাটির উৎস ?

➟ মুন্ডক উপনিষদ


12. কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

➟ 1835 সালে


13. কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ?

➟ 1911 সালে


14. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় ?

➟ 1911 সালে


15. গদর দল কে প্রতিষ্ঠা করেন ?

➟ লালা হরদয়াল


16. 'পাকিস্তান' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

➟ রহমত আলি


17. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?

➟ 1906 সালে


18. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

➟ 1945 সালে


19. মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

➟ 1938 সালে


20. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে ?

➟ 1919 সালে


21. আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন ?

➟ শহিদ দ্বীপ


22. ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?

➟ তিনটি


23. ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে ?

➟ রবীন্দ্রনাথ ঠাকুর


24. ভারতের জাতীয় গান কে রচনা করেন ?

➟ বঙ্কিনচন্দ্র চট্টোপাধ্যায়


25. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে 'শের ই পাঞ্জাব' নামে পরিচিত ?

➟ লালা লাজপত রাই


26. কোন সালে মহত্মা গান্ধিকে হত্যা করা হয়েছিল ?

➟ 1948 সালে


27. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

➟ 1802 সালে


28. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

➟ রণজিত সিং ও লর্ড মিন্টো (1809)


29. কবে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে

➟ 1772 সালে


30. রেগুলেটিং আইন কবে পাস হয় ?

➟ 1773 সালে


31. স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

➟ লর্ড ডালহৌসি


32. কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?

➟ 1784 সালে


33. কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ?

➟ 1793 সালে


34. কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় ?

➟ 1857 সালে


35. বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয় ?

➟ 1856 সালে


36. বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?

➟ যতিন্দ্রনাথ মুখার্জি


37. কে ভারতের প্রথম ভাইসরয় ছিল ?

➟ লর্ড ক্যানিং


38. কে ভারতের শেষ ভাইসরয় ছিল ?

➟ লর্ড মাউন্টব্যাটেন


39. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন ?

➟ লর্ড ডালহৌসী


40. ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে ?

➟ লর্ড ক্যানিং


41. কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় ?

➟ হল্যান্ড


42. ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় কখন ?

➟ 1773 সালে


43. আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক ?

➟ লর্ড বেন্টিঙ্ক


44. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?

➟ লর্ড বেন্টিঙ্ক


45. কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় ?

➟ 1829 সালে


46. উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তণ করেন কে ?

➟ লর্ড বেন্টিঙ্ক


47. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় ?

➟ মায়ানমারে


48. উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর কে ছিলেন ?

➟ লর্ড মাউন্ট ব্যাটন


49. উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক ?

➟ ওয়ারেন হেস্টিংস


50. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন ?

➟ সারনাথ


51. কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন ?

➟ বুদ্ধ


52. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ?

➟ যশোধরা


53. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ?

➟ 1600 সালে


54. গান্ধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ?

➟ সবরমতী আশ্রম


55. হর্ষবর্ধন রচিত একটি নাটক হল

➟ কাদম্বরী


56. হর্ষচরিত কার রচনা ?

➟ বানভট্ট


57. রামচরিত কার রচনা ?

➟ সন্ধ্যাকর নন্দী


58. বুদ্ধচরিত কে রচনা করেন ?

➟ অশ্বঘোষ


59. শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কী ?

➟ মোহর


60. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল ?

➟ শাহজাহান


61. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?

➟ 1914 সালে


62. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?

➟ 1939 সালে

আমাদের প্রশ্নপত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে, দয়া করে আমাদের ওয়েবসাইট দেখুন এবং প্রযুক্তিগত প্রশ্নপত্র প্রস্তুতির জন্য আমাদের পরামর্শ নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area