Ads Area

GK GS by Mousumi part 1

 🎓GK GS by Mousumi 📚

🎒 আত্মজীবনী


👽Golden Girl - পি টি উষা

👽My life and game - বিয়ন বর্গ

👽Goal - ধ্যানচাঁদ

👽My Side - ডেভিড বেকহ্যাম

👽Life is a Game - মিশেল প্লাতিনী

👽An Autobiography - জওহরলাল নেহেরু

👽Autobiography of an unknown Indian - নিরোধ সি চৌধুরী

👽My Presidential years - আর ভেঙ্কটরমন

👽The insider - পি ভি নরসিমা রাও

👽Path of Power - মার্গারেট থ্যাচার

👽Living History - হিলারী ক্লিন্টন

👽Chronicles - বব ডিলান

👽My music My life - রবিশংকর

👽Helen's Journal - হেলেন কেলার

👽Mein Kamph - অ্যাডলফ হিটলার

👽My Autobiography - চার্লি চ্যাপলিন

👽My Early Years - ফিডেল কাস্ত্রো

👽Tiger of the snow - তেনজিং নোরগে

👽Greatest of all Time - মহঃ আলী

👽Freedom of Exile - দলাই লামা

👽My Experiments with Truth - মহাত্মা গান্ধী

👽Daughter of the East - বেনজীর ভুট্টো

👽Legend - নেপোলিয়ন বোনাপার্ট

👽Nothing Venture Nothing Win - অ্যাডমন্ড হিলারী

👽My Illustrated Career - শেন ওয়ার্ন

👽Cutting Edge - জাভেদ মিয়াদাদ

👽Living for Cricket - ক্লাইভ লয়েড

💥Join Telegram👉


🙏Please Share & Support Us


সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোন্ বিখ্যাত বিখ্যাত কবির কবিতা থেকে চয়ন করা হয়েছে?= লর্ড বায়রনের চাইল্ড হেরাল্ড থেকে।

সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?= ৫ জন।

সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?= ট্রিগভিলি।

সম্মিলিত জাতিপুঞ্জের বরর্তমান মহাসচিবের নাম কী?= বান- কি- মুন।

স্যাডলার কমিশনে ভারতীয় সদস্য কে ছিলেন?=স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও ড. গিয়াসউদ্দিন আহমেদ।

স্যার চার্লস উড কে ছিলেন?= লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।

সুয়েজ খাল জাতীয়করণে কোন্ দেশের নেতার নেতার উল্লেখ যোগ্য ভূমিকা ছিল?=মিশর।

সুর্যসেনের ফাঁসি কত খ্রিষ্টাব্দে হ্য?=১৯৩৪ খ্রি ১২ জানুয়ারি।

সুরাট কংগ্রেসের অধিবেশন কবে হয়?= ১৯০৭ খ্রিঃ।

সুরেন্দ্রনাথ কবে জাতীয় কংগ্রেসে যোগ দেন?= ১৮৮৬ খ্রিঃ।

সাইমন কমিশন কবে ভারতে আসে?=১৯২৭ খ্রিঃ।

সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?= র্যামসে ম্যাকডনাল্ড, ১৯৩২ খ্রিঃ।

সাম্প্রদায়িক ভাটোয়ার নীতি কে প্রবর্তন করেন?= ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড।

সাম্রাজ্যবাদের যুগ কোন্ সময়কালকে বলা হয়?=১৮৭০-১৯১৪ খ্রিঃ।

সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?= স্যার সৈয়দ আহমদ খান।

সার্বজনিক সভা কে স্থাপন করেন?=

সারা ভারত কিষান সভা কবে গঠিত হয়?=১৯৩৬ খ্রিঃ।

সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে?=স্বামী দয়ানন্দ সরস্বতী ।

সি.আর.মার্টিন কার ছদ্মনাম?=মানবেন্দ্রনাথ রায়।

সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল?= ডি.এস. সেনাপতি।

সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে করেন?= রাসবিহারী বসু।

সিডিশন আইন কে ভঙ্গ করেন?=

সিবাজি ও গণপতি উৎসবের উদ্যোক্তা কে?= বাল্গঙ্গাধর তিলক।

সীমান্ত গান্ধি কাকে বলা হয়?= খান আব্দুল গফর খান।

সীমান্তগান্ধীর অনুগামীদের কী বলা হয়?= খুদা-ই-খিদ্মদ্গার।

সেডানের যুদ্ধ কবে সংগঠিত হয়?= ১৮৭০খ্রিঃ।

সেফটিভাল্ব তত্ত্ব প্রথম কে উত্থাপন করেন”= এলান অক্টোভিয়ান হিউম।

সের-ই-বাঙ্গাল কাকে বলা হয়?= ফজলুল হক।

সেরাজেভো হত্যা কান্ড কবে সংঘটিত হয়?= ১৯১৪ খ্রিঃ ২৮ শে জুন।

সেরাজেভোর হত্যাকাণ্ডে অস্ট্রিয়ার কোন্ যুবরাজ নিহত হয়েছিল?=ফার্দিনান্দ।

সৈয়দ আহমদ কে ছিলেন?= মুসলিম সমাজের নবজাগরণের নেতা।

হ্যারি ট্রুম্যান কে ছিলেন? তিনি কবে তাঁর নীতি(ট্রুম্যান ডক ট্রিন) ঘোষণা করেন?=

হরিজন পত্রিকার সম্পাদক কে?= মহাত্মা গান্ধি।

হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন?= মহাত্মা গান্ধি।

হান্টার কমিশন কবে গঠিত হয়?=১৮৮২ খ্রিঃ।

হান্টার কমিশন কবে গঠিত হয়?=১৮৮২ খ্রিঃ।

হিটলার কখন, কার সাহায্যে রাশিয়া আক্রমণ করেন?=

হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন?=১৯৩৮-১৪ মার্চ।

হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?= ১৯৩৯ খ্রিঃ ৩রা সেপ্টেম্বর।

হিটলারের আত্মজীবনী মূলক গ্রন্থটির নাম কী?= মেইন ক্যাম্ফ।

হিটলারের নেতৃত্বে গঠিত দলটির নাম কি?=

হিটলারের প্রচার সচিব কে ছিলেন?=গয়েবলস্ ।

হিন্দু কললেজের বীত্মান নাম কী?= প্রেসিডেন্সি কলেজ।

হিন্দ কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত  হয়?= ১৮১৭ খ্রিঃ।

হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?= ডেভিড হেয়ার।

হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন?= হরিশ্চন্দ্র মুখার্জি।

হিন্দু পেত্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?= হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।

হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে?= মহাত্মা গান্ধি।

হিন্দুকলেজ কবে প্রতিস্থিত হয়?=১৮১৭ খ্রিঃ।

হিন্দুপেত্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?=হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।

হিন্দুমহাসভা কবে প্রতিষ্ঠিত হয়?=১৯১৫ খ্রিঃ।

হিন্দস্বরাজ গ্রন্থের লেখক কে?=

হো- চি – মিন কে ছিলেন?= উত্তর ভিয়েতনামের নেতা।

হোমরুল শব্দের অর্থ কী?=স্বায়ত্তশাসন।


🙏Please Share & Support Us


🔰 উচ্চতম ও দীর্ঘতম


►1.পৃথিবীর উচ্চতম হ্রদ => টিটিকাকা (বলিভিয়া)

►2.পৃথিবীর গভীরতম হ্রদ => বৈকাল (সাইবেরিয়া)

►3.পৃথিবীর উচ্চতম রাজধানী => লা পাজ (বলিভিয়া)

►4.পৃথিবীর উচ্চতম শহর => ওয়েন জুয়ান (তিব্বত, চিন)

►5.পৃথিবীর দীর্ঘতম খাল => সুয়েজ খাল

►6.পৃথিবীর উচ্চতম অট্টালিকা => বুর্জ খালিফা (দুবাই, UAE)

►7.পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী => হিমালয়

►8.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ => মাউন্ট এভারেস্ট (নেপাল)

►9.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী => আন্দিজ (দক্ষিণ আমেরিকা)

►10.পৃথিবীর দীর্ঘতম নদী => নীল (আফ্রিকা)

►11.পৃথিবীর উচ্চতম জলপ্রপাত => অ্যাঞ্জেল জলপ্রপাত (ভেনেজুয়েলা)

►12.পৃথিবীর দীর্ঘতম রেলপথ => ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ

►13.পৃথিবীর দীর্ঘতম নদীবাধ => হিরাকুদ (ওড়িশা, ভারত)

►14.পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম => গোরখপুর (উত্তরপ্রদেশ, ভারত)

►15.পৃথিবীর উচ্চতম স্ট্যাচু => স্প্রিং টেম্পল বুদ্ধ (লুনাস, চিন)

►16.পৃথিবীর উচ্চতম মালভূমি => পামির মালভূমি (তিব্বত)

►17.পৃথিবীর দীর্ঘতম প্রাচীর => চিনের প্রাচীর

►18.পৃথিবীর উচ্চতম বাঁধ => নিউরেক বাঁধ (কাজাকিস্থান)

💥Join Telegram👉


🙏Please Share & Support Us


কলকাতা মেডিকেল  কে প্রতিষ্ঠা করেন? = জন টেইলর

কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?=১৮৩৫খ্রিঃ।

কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?=ফজলুল হক।

কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?= মহাত্মা গান্ধি।

কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?= প্রমথ নাথ মিত্র কে।

কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়?= বাসুদেব বলবন্ত ফাদকে।

কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?=মাদাম কামা।

কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?= বি. আর. আম্বেদকর।

কাকে ভারতের জাতির জনক বলা হয়?= মহাত্মা গান্ধি।

কাকে ভারতের বিস্মার্ক বলা হয়?= সর্দার বল্লভভাই প্যাটেল।

কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়?= দাদাভাই নৌরজী।

কাকে রাস্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়?= সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে?=ফ্রেডারিখ তৃতীয়।

কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়?=মানবেন্দ্রনাথ রায়।

কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়?= মহাত্মা গান্ধি।

কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়?=১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।

কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?= মাও সে তুং।

কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়?= সুখময় সেন্গুপ্ত।

কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়?=রাজেন্দ্র প্রসাদ

কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?= রিবেনট্রপ ।

কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয়?=হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।

কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো।=  মাৎসিনি, ও গ্যারিবল্ডি

কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে?= লেনিন।

কার্লাইল সার্কুলার কে জারী করেন?=সি.ডব্ল.কার্লাইল।

কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন?=১৯১৫ খ্রিঃ মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ।

কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?=গণেশ সাভারকর ও দামোদর সাভারকর। ১৮৯৯ খ্রিঃ।

কালো গান্ধি(Black Gandhi)- কাকে বলে?”= ড. নেলসন মেন্ডেলা।

কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?= মুসোলিনি।

কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?= অশ্বিনী কুমার দত্ত।

কে গান্ধি বুড়ি নামে খ্যাত?= মাতঙ্গিনী হাজরা।

কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?= রবীন্দ্রনাথ ঠাকুর।

কে চৌদ্দদফা দাবী পেশ করেন?= মহম্মদ আলি জিন্নাহ।

কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?=লক্ষ্মী স্বামিনাথন।

কে দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন পাশ করেন?=লর্ড লিটন।

কে নাইট উপাধি ত্যাগ করেন?=রবীন্দ্রনাথ ঠাকুর।

কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?= মহম্মদ ইকবাল।

কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?= মহম্মদ ইকবাল।

কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন্?= মুসোলিনি।

কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?=প্রফুল্লচন্দ্র রায়।

কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?=দাদাভাই নওরোজি।

কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?=ভিক্টর ইমানুয়েল।

কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?= রবীন্দ্রনাথ ঠাকুর।

কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?= স্বামী দয়ানন্দ সরস্বতী।

কে শের-ই-বঙ্গাল নামে পরিচিত?= আব্দুল কাসেম ফজলুল হক।

কে সিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন?= বাল গঙ্গাধর তিলক।

কেশরী পত্রিকার সম্পাদক কে?=বাল গঙ্গাধর তিলক।

কোণ দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল?=ইংল্যান্ড।

কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয়?= হিরোশিমায়।

কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?=  ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে।

কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক একলক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়?=১৮১৩ খ্রিঃ সনদ আইনে।

কোন্ আন্দোলনে কংগ্রেস অসহযোগ আন্দোলনের কর্মসূচী গ্রহণ করে? ঐ অধিবেশনের সভাপতি কে?=ড.

কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার-ই-হিন্দ খেতাব বর্জন করেন?=  ১৯২১ খ্রিঃ খিলাফত আন্দোলনের প্রাক্কালে।

কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়?=  মেইন ক্যাম্প।

কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?= আমেরিকা।

কোন্ পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে অথেছিল?= যুগান্তর পত্রিকা।

কোন পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস কথাটি ব্যবহার করা হয়?=

কোন্ পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়?=সঞ্জীবনী পত্রিকায়।

কোন্ বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়?=১৯৪২ খ্রিঃ।

কোন্ ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?= রামসে ম্যাকডোনাল্ড।

কোন্ বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করেন?= গোপীণাথ সাহা।

কোন যুদ্ধে প্রথম পারমানবিক বোমা ব্যবহার করা হয়?= দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

কোন সনদ আইনে ভারতে শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক ১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়?=১৮১৩ খ্রিঃ।

কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল?= ভার্সাই সন্ধি

কোন সাম্রাজ্যবাদী দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?=আমেরিকা।

কোলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উইলিয়াম জোন্স।


1• কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)


উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


2•লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


3•কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)


উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত


4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)


উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি


5•গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)


উঃ-সমুদ্রগুপ্ত


6•কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)


উঃ-রাজা রামমোহন রায়


7•কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)


উঃ-বিন্দুসার


8•”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)


উঃ-বিদ্যাসাগর


9•”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)★★


উঃ-মাদাম কামা


10•ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)


উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল


11•”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)


উঃ – আমির খসরু


12•”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)


উঃ-আব্দুল গফফর খাঁন


13•মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)


উঃ-ঔরঙ্গজেব


14•”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)


উঃ-পেদ্দন


15•সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)


উঃ-ইলতুৎমিস


16•”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)


উঃ- জি ভি জোশি


17• কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)


উঃ-লর্ড লিটন


18•”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)


উঃ- রাজা রামমোহন রায়


19•”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)


উঃ-দাদাভাই নৌরজী


20•”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)


উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী


21•”ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)


উঃ-ক্রিপস্ মিশন


22•”সব লাল হো জায়েগা “-কার উক্তি?(WBCS-2004,2013)


উঃ-রঞ্জিত সিং


23•”স্বরাজ আমার জন্মগত অধিকার ” কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)


উঃ- বাল গঙ্গাধর তিলক


24•কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে “?(WBCS-2011)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


25•”আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি?(WBCS-2008)


উঃ- স্বামী বিবেকানন্দ


26•”বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান ” কে লিখেছিলেন?(WBCS-2008)


উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর


27•”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- বলেছিলেন?(WBCS-2007)


উঃ-লর্ড কার্জন


28•”We shall make the settled fact unsettled” কার উক্তি ?(WBCS-2006)


উঃ –সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়


29•”আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন?(WBCS-2006)


উঃ-লর্ড রিপন


30•”আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী ” -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)


উঃ-অরবিন্দ ঘোষ


31•”শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় ” উক্তিটি কার ?(WBCS-2005)


উঃ- সি আর দাস


32•”মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই ” -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)


উঃ-মুকুন্দ দাস


33•”We have nothing to fear but fear itself” উক্তিটি কার?(WBCS-2005)


উঃ-জওহরলাল নেহেরু


34•”রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো “সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)


উঃ-কবির


35•দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন ” কে বলেছেন ?(WBCS-2004)


উঃ- ভিনসেন্ট ‌‌Smith


36•”পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে “-এটি কার উক্তি?(WBCS-2002)


উঃ-প্রথম বাজীরাও


37•1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)


উঃ-বিনায়ক দামোদর সাভারকর


38•আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন?(WBCS-2001)


উঃ-অশ্বিনী কুমার দত্ত


39•”Let a hundred flowers bloom” উক্তিটি কার?(WBCS-2001)


উঃ-মাও সে তুং


40•”স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?(WBCS-2005)


উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়.


💥Join Telegram👉


🙏Please Share & Support Us


🔰 ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর গুলি পরে নিন এবং Indian History

👇🏻👇🏻👇🏻👇🏻


1. সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।


2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।

উত্তর : বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।


3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।


4. বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?

উত্তর : জোসেফ ব্যাপ্তিস্তা


5. Public Safety Act কী??

উত্তর : Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।


6. বেট্টি প্রথা কী?

উত্তর : বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।


৪. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?

উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।


9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?

উত্তর : সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।


10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।


11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?

উত্তর : মাদারি পাসি।


12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?

উত্তর : লাঙ্গল পত্রিকা।


13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?

উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে।


14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?

উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।


15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে


16. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?

উত্তর : মাতঙ্গিনী হাজরা ।


17. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?

উত্তর : সূর্যসেন ।


18. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর : লক্ষ্মী সেহগল।


19. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?

উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।


20. রশিদ আলি কে ছিলেন?

উত্তর : আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।


21. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর : ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর


22.. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?

উত্তর : শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।


23.. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?

উত্তর : শ্রী হরিচরণ ঠাকুরকে।


24. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর : অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।


25. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : গান্ধিজি।


26. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : লালা হরদয়াল।


27. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?

উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।


28. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?

উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।


29. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?

উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।


30. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?

উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।


31. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?

উত্তর : ১৪টি


32. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?

উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।


33. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?

উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।


34. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?

উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।


35. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?

উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।

36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?

উত্তর : সেখ আবদুল্লা।


37. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?

উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।


38. ভি. পি. মেনন কে ছিলেন?

উত্তর : স্বরাষ্ট্রসচিব।


39. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?

উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।


40. লৌহ মানব কাকে বলা হত?

উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।


41. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?

উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।


42. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?

উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে


43. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।


44. কাশ্মীরের রাজা কে ছিলেন?

উত্তর : হরি সিং।


45. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?

উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর


46. কে কবে হায়দরাবাদ দখল করেন?

উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।


47. পেপসু কী?

উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।


48. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর : ‘তমস’।


49. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?

উত্তর : খুশবন্ত সিং-এর ।


50. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর : প্রফুল্ল চক্রবর্তী ।


🔰 সব জনক:


💜১। জীব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ এরিস্টটল

💜২। প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ এরিস্টটল

💜৩। রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ জাবির ইবনে হাইয়ান

💜৪। পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ আইজ্যাক নিউটন

💜৫। সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ অগাষ্ট কোঁৎ

💜৬। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ লুকাপ্যাসিওলি

💜৭। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ইবনে সিনা

💜৮। দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ সক্রেটিস

💜৯। ইতিহাসের জনক কে?

উত্তরঃ হেরোডোটাস

💜১০। ভূগোলের জনক কে?

উত্তরঃ ইরাটস থেনিস

💙১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ এরিস্টটল

💙১২। অর্থনীতির জনক কে?

উত্তরঃ এডাম স্মিথ

💙১৩। অংকের জনক কে?

উত্তরঃ আর্কিমিডিস

💙১৪। বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ থ্যালিস

💙১৫। মেডিসিনের জনক কে?

উত্তরঃ হিপোক্রটিস

💙১৬। জ্যামিতির জনক কে?

উত্তরঃ ইউক্লিড

💙১৭। বীজ গণিতের জনক কে?

উত্তরঃ আল -খাওয়াজমী

💙১৮। জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ লুই পাস্তুর

💙১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ চার্লস ডারউইন

💙২০। সনেটের জনক কে?

উত্তরঃ পের্ত্রাক

💚২১। সামাজিক বিবর্তনবাদের জনককে?

উত্তরঃ হার্বাট স্পেন্সর

💚২২। বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল

💚২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উত্তরঃ কারোলাস লিনিয়াস

💚২৪। শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ উইলিয়াম হার্ভে

💚২৫। ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ আইজ্যাক নিউটন

💚২৬। বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

💚২৭। বাংলা কবিতার জনক কে?

উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত

💚২৮। বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

💚২৯। বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ দীন বন্ধু মিত্র

💚৩০। বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ মাইকেল মধু সুদন দত্ত

💛৩১। ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ খিউ ফ্রে চসার

💛৩২। মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ উইলহেম উন্ড

💛৩৩। বাংলা মুক্তক ছন্দের জনক কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

💛৩৪। বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ হীরালাল সেন

💛৩৫। বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

💛৩৬। আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ জন ডাল্টন

💛৩৭। আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তরঃ জন লক

💛৩৮। আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ পল স্যমুয়েলসন

💛৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ রজার বেকন

💛৪০। ইংরেজি নাটকের জনক কে?

উত্তরঃ শেক্সপিয়র ।

💜৪১। ইন্টারনেট এর জনক?

উত্তরঃ ভিন্টন জি কার্ফ

💜৪২। WWW এর জনক কে?

উত্তরঃ টিম বার্নাস লি

💜৪৩। ই-মেইল এর জনক কে ?

উত্তরঃ রে টমলি সন

💜৪৪। ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?

উত্তরঃ এলান এমটাজ

💜৪৫। কম্পিউটারের জনক কে?

উত্তরঃ চালর্স ব্যাবেজ

💜৪৬। কম্পিউটার মাউসের জনক কে ?

উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট

💜৪৭। মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ মার্টিন কুপার

💜৪৮। গুগলের জনক কে?

উত্তরঃ সার্জেই বিন ও লেরি পেইজ।

💜৪৯। ফেসবুকের জনক কে?

উত্তরঃ মার্ক জুকারবার্গ

💜৫০। টুইটারের জনক কে?

উত্তরঃ জ্যাক ডোরসেই , বিজ স্টোর্ন

💥Join Telegram👉


🌳🌲🌴 ন্যাশনাল পার্ক🌴🌲🌳


⚫️🌿পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক➖আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক.


⚫️🌿পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক➖ North East Greenland National Park.


⚫️🌿ভারতের 4 টি হটস্পট➖ 1)পূর্ব হিমালয়

2)পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা

3)ইন্দো-বার্মা

3)সুন্ডাল্যান্ড


⚫️🌿ভারতের প্রথম(1936) ন্যাশনাল পার্ক ➖ জিম করবেট ন্যাশনাল পার্ক


⚫️🌿ভারতের World Heritage Site মর্যাদা প্রাপ্ত পার্ক➖ অসমের কাজিরাঙ্গা ও মানস

রাজস্থানের কেওলাডেও

উত্তরাখন্ডের ননদাদেবী ভ্যালি অফ ফ্লাওয়ারস

পশচিমঘাট পার্বত্য অঞ্চল

পশচিমবঙ্গের সুন্দরবন


⚫️🌿মণিপুরে অবস্থিত ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য➖ কইবুল লামজা


🌏ভারতের উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক🌏➖

⚫️🌿 *কর্ণাটক* ➖

1) অনসি ন্যাশনাল পার্ক

2)বন্দিপুর  "   "

3)বানারঘাটা "  "

4)কুদ্রেমুখ "  "

5)নাগারহালে "  "


⚫️🌿 *মেঘালয়* ➖

6)বলপাকরম "  "

7)নকরেক " "


⚫️🌿 *মধ্যপ্রদেশ* ➖

8)বান্ধবগড় "  "

9)ফসিল "  "

10)কানহা "  "

11)মাধব "  "

12)পান্না "  "

13)প্রিয়দর্শিনী "  "

14)সঞ্জয় "  "

15)সাতপুরা "  "

16)বনবিহার "  "


⚫️🌿 *গুজরাট* ➖

17)ভাসদা "  "

18)ব্লাকবাক "  "

19)গির "  "

20)কচ্ছ উপসাগর সামুদ্রিক "  "


⚫️🌿 *ঝাড়খন্ড* ➖

21)চেতলা "  "


⚫️🌿 *উড়িষ্যা* ➖

22)ভিতরকণিকা

23)সিমলিপাল


⚫️🌿 *পশ্চিমবঙ্গ* ➖

24)বক্সা "  "

25)গরুমারা "  "

26)নেওরা উপত্যকা "  "

27)সুন্দরবন "  "

28)সিঙ্গমীলা "  "


⚫️🌿 *আন্দামান ও নিকোবর* ➖

29)ক্যম্পবে "  "

30)সালাদিয়া "  "

31)মহাত্মা গান্ধী সামুদ্রিক "  "(ওয়ান্ডুর "  " পূর্বে)

32)মিডল বাটন "  "

33)মাউন্ট হ্যারিয়েট "  "

34)উত্তর বাটন দ্বীপ "  "

35)রানী ঝাঁসি সামুদ্রিক "  "

36)স্যাডল পিক "  "

37)সাউথ বাটন আইল্যান্ড "  "


⚫️🌿 *উত্তরাখন্ড* ➖

38)জিম করবেট "  "

39)গঙ্গোত্রী "  "

40)গোবিন্দ পশুবিহার "  "

41)নন্দাদেবী "  "

42)রাজাজী "  "

43)ভ্যালি অফ ফ্লাওয়ারস "  "


⚫️🌿 *জম্মু ও কাশ্মীর* ➖

44)ডাচি "  "

45)হেমিস "  "

46)কিস্তওয়ার "  "

47)সেলিম আলি "  "


⚫️🌿 *রাজস্থান* ➖

48)ডেসার্ট(মরুভূমি) "  "

49)কেওলাডেও "  "

50)রাজীব গান্ধী "  "

51)রণথম্বর "  "

52)সারিকা


⚫️🌿 *অসম* ➖

53)ডিবরু সইখোয়া "  "

54)কাজিরাঙ্গা "  "

55)মানস "  "

56)নামেরি "  "

57)ওরাং "  "


⚫️🌿 *উত্তরপ্রদেশ* ➖

58)দুদুয়া "  "


⚫️🌿 *কেরালা* ➖

59)এর্ণাকুলাম "  "

60)মথিকেটান খোলা "  "

61)পেরিয়ার "  "

62)সাইলেন্ট ভ্যালি "  "


⚫️🌿 *হিমাচল প্রদেশ* ➖

63)গ্রেট হিমালয়ান "  "

64)পিন উপত্যকা "  "


⚫️🌿 *মহারাষ্ট্র* ➖

65)গুজামাল "  "

66)নভেগাঁও "  "

67)পেঞ্চ "  "

68)সঞ্জয় গান্ধী "  "

69)তাডোবা "  "


⚫️🌿 *তামিলনাড়ু* ➖

70)গুয়িন্দী "  "

71)মান্নার উপসাগর সামুদ্রিক "  "

72)ইন্দিরা গান্ধী " 

73)মুন্ডমালাই "  "

74)মুকুরথি "  "


⚫️🌿 *ছত্তিশগড়* ➖

75)ইন্দ্রাবতী "  "

76)ক্যাঙ্গেরঘাটি "  "

77)সঞ্জয় "  "


⚫️🌿 *নাগাল্যান্ড* ➖

78)ইনটানিক "  "


⚫️🌿 *হরিয়ানা* ➖

79)কালেসার "  "

80)সুলতানপুরা "  "


⚫️🌿 *অন্ধ্রপ্রদেশ* ➖

81)কাসু ব্রাহিমানন্দ রেড্ডি "  "

82)মহাবীর হরিয়ানা বনস্থলী "  "

83)মুগাবনী "  "

84)শ্রী ভেঙ্কটেশ্বরা "  "


⚫️ 🌿 *মণিপুর* ➖

85)কেইবুল লামজাও( ভরতপুর পাখিরালয়) "  "

86)সিরোহী "  "


⚫️🌿 *সিকিম* ➖

87)কাঞ্চনজঙ্ঘা "  "


⚫️🌿 *গোয়া* ➖

88)মোললেম "  "


⚫️🌿 *অরুনাচল প্রদেশ* ➖

89)মৌলিং "  "

90)নামধাপা "  "


⚫️🌿 *মিজোরাম* ➖

91)মুরলেন "  "

92)ফাওনপুই ব্লু মাউন্টেন "  "


⚫️🌿 *বিহার* ➖

93)বাল্মিকী ন্যাশনাল পার্ক









1. কুনবি বলা হল -গুজরাটের কৃষকদের

2. গান্ধীজি নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয় - ১৯১৮ সালে

3. অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন - বীরেন্দ্রনাথ শাসমল

4. একা কৃষক আন্দোলন হয়েছিল - ১৯২১ সালে

5. একা আন্দোলন ঘটেছিল - অহিংসা কৃষক আন্দোলনের পর্যায়ে

6. একা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল - মাদারী পাশি

7. উত্তরপ্রদেশে কৃষাণসভা গঠন করেন - জওহরলাল নেহেরু

8. সারা ভারত কৃষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় - ১৯৩৬ সালে ১১ এপ্রিল

9. সর্বভারতীয় কৃষাণসভার প্রথম সম্পাদক ছিলেন - স্বামী সহজানন্দ

10. বিজেলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয় - রাজস্থানে (১৯৩৬ সালে)

11. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন - সিরাজ-উদ-দৌলা

12. মিকাশিম তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন - মুঙ্গেরে

13. ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল - 1782 সালে

14. 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন - সতীশচন্দ্র মুখোপাধ্যায়

15. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন - লর্ড ক্যানিং

16. 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় - লর্ড ডালহৌসি

17. 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ্ করার কথা ঘোষণা করেন - পঞ্চম জর্জ

18. ভারতে নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয় - 26 নভেম্বর 1949 সালে

19. ভারতের লৌহ মানব বলা হয় - সর্দার বল্লভভাই প্যাটেল

20. ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেয় - সম্রাট দ্বিতীয় শাহ আলম

21. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল - নিজাম

22. ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল - 1942 সালে (আগস্ট মাসে)

23. গান্ধী-আরউইন চুক্তি হয় - 1931 সালে

24. ডান্ডি অভিযান হয় - 1930 সালে

25. অহিংসা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় - 1921 সালে

26. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল - 1835 সালে

27. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন - স্যার উইলিয়াম জোন্স (1784 )

28. বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন - ওয়ারেন হেস্টিংস

29. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন - লর্ড ডালহৌসি

30. দশম শিখ গুরু হলেন - গুরু গোবিন্দ সিং

31. ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়েছিল - 1700 সালে

32. ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন - আকবর

33. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হলেন - শের শাহ

34. শের শাহের প্রকৃত নাম হল - ফরিদ খাঁ

35. সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

36. সম্রাট বাবরের আসল নাম - জহিরউদ্দিন মহম্মদ বাবার

37. মনসবদারী প্রথার প্রচলন করেন - আকবর

38. 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -মোঘল (ওরঙ্গজেব) ও শিবাজীর মধ্যে

39. অলিনগরের সন্ধি হয়েছিল - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌলা মধ্যে (1757 সালে)

40. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল - 1906 সালে

41. ভারতে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল - 1927 সালে

42. মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়েছিল - 1930 সালে

43. ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন - মহম্মদ আলি জিন্নাহ

44. ১৯২২ সালে স্বরাজ পাটির প্রথম সভাপতি ছিলেন - চিত্তরঞ্জন দাস

45. 1919 সালের 13 এপ্রিল জালিয়ানাওলাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর

46. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল - 1916 সালে

47. 1911 সালে কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় - লর্ড হার্ডিঞ্জ

48. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন - অ্যালান অক্টাভিয়ান হিউম (1885 সালে)

49. কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল -উমেশচন্দ্র ব্যানার্জী

50. আলিগড় আন্দোলনের প্রবক্তা হলেন - স্যার সৈয়দ আহমেদ খান

51. সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ - মঙ্গল পান্ডে

52. আত্মীয়সভা ও ব্রাহ্মসভা প্রতিষ্ঠাতা হলেন -রাজা রামমোহন রায়

53. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল - 1817 সালে

54. ভারতের পার্লামেন্ট গঠিত হয় - রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে

55. রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর নূন্যতম বয়স হবে - 35 বছর

56. রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কত জন সদস্য মনোনীত করতে পারেন - 2 জন ও 12 জন

57. সীমান্ত গান্ধী বলা হতো - খান আব্দুলগফর খান কে

58. সীমান্ত গান্ধীর অনুচরবৃন্দ বা বাহিনীকে বলা হত - লালকোর্তা

59. বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল যে বিপ্লববাদী সংগঠন - অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতি

60. মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবির প্রস্তাব গ্রহণ করেছিল - 1940 সালে

61. নেতাজি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল - সিঙ্গাপুরে

62. দ্বিজাতি তত্বের ধারণার রূপকার হলেন - মাহমদ আলি জিন্নাহ

63. সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন - 1939 সালে

64. শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন - গুরু গোবিন্দ সিং

65. আকবর কবিপ্রিয় উপাধি দিয়ে ছিলেন – বীরবলকে

66. সেন বংশের শেষ রাজা ছিলেন -লক্ষণ সেন


1. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?

উত্তর ভ্যাটিকান সিটি ।

2. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?

উত্তর রোম ।

3. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?

উত্তর সময় ।

4. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?

উত্তর যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।

5. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?

উত্তর এলাহাবাদ ।

6. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?

উত্তর চিপকো আন্দোলন ।

7. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?

উত্তর সম্বর হরিণ ।

8. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?

উত্তর ভারত – পাকিস্তান ।

9. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?

উত্তর বিহার – উত্তরপ্রদেশ ।

10. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?

উত্তর হায়দ্রাবাদ ।

11. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?

উত্তর সেকস্ট্যান্ট যন্ত্র ।

12. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

উত্তর আলাস্কার হুর্বার্ড ।

13. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উত্তর নরওয়ের সেভলে ফিয়র্ড ।

14. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?

উত্তর কোর বা তাল ।

15. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে ।

16. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর মাউন্ট ব্ল্যান্ক ।

17. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?

উত্তর প্রশান্ত মহাসাগরে ।

18. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

উত্তর প্রশান্ত মহাসাগরে ।

19. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

উত্তর মরু অঞ্চলে ।

20. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?

উত্তর আরোরা বেরিয়ালিস ।

21. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তর সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত

22. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)

23. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর কলসুবাই(1646 মিটার)

24. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর মেঘালয়

25. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

26. “কচ্ছ ” শব্দের অর্থ কী?

উত্তর জলাময় দেশ

27. “Sky River ” নামে কোন নদী পরিচিত?

উত্তর ব্রহ্মপুত্র

28. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর তাওয়াই

29. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ” বলা হয় কেন?

উত্তর 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ

30. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর কেরালার কোলাম জেলাতে ৷

31. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তর Kunchikal Falls(455 মিটার)

32. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর হনুলুলুতে

33. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?

উত্তর 2 রা ফেব্রুয়ারি

34. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?

উত্তর 1975

35. কার্বন মুক্ত দেশ কোনটি?

উত্তর ভুটান

36. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?

উত্তর 18 জুলাই 2016

37. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?

উত্তর 1987

38. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?

উত্তর 35 টি

40. “চিপকো ” কথার অর্থ কী?

উত্তর জড়িয়ে ধরা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area