Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন

 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন WBPSI, WBPSC, WBP Constable, WBCS, ও কলকাতা পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সময়ে প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সংগ্রহ করা অত্যন্ত কাজের কথা। একজন প্রার্থীর যত্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যায়বৃত্তি সম্পন্ন থাকতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান ইত্যাদি।


আমরা এই পরীক্ষার জন্য প্রার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে তাদের উত্তীর্ণতা বাড়াতে সাহায্য করছি। আমাদের প্রশ্নপত্রে অন্যত্র প্রচলিত জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যা প্রার্থীদের পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আমরা WBPSI, WBPSC, WBP Constable, WBCS, এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন প্রদান করছি যা প্রার্থীদের প্রস্তুত করার সাহায্য করবে। আমাদের প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে পরীক্ষার সময়ের সাথে মিলানে, যাতে প্রার্থীদের সঠিক প্রশ্ন কেন্দ্রিক বিষয়ে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।

*🎉General knowledge questions👇🏾*


1) কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়- ১৯৮৪।

2) বীরভূম জেলায় কয়টি মহকুমা রয়েছে- ৩ টি।

3) বিখ্যাত কবি বিষ্ণু দে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন- হাওড়া জেলা। 

4) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি- রায়গঞ্জ।

5) সুন্দরবনের মোট কতগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে- ১৩টি।

6) কত কিমি বদ্বীপ জুড়ে সুন্দরবন অবস্থিত- ২৬০ কিমি।

7) মেখলিগঞ্জ মহাকুমা কোন জেলার অন্তর্গত - কোচবিহার জেলা।

8) নদীয়া জেলায় বেশিরভাগ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়- পলি মৃত্তিকা।

9) নদীয়া জেলার সদর শহর এর নাম - কৃষ্ণনগর।

10) বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত- দামোদর।

11) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত- পাঁচটি।

12) ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় - দুইটি ভাগে।

13) বারাসাত কোন জেলার সদর দপ্তর- উত্তর ২৪ পরগনা।

14) দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত- বঙ্গোপসাগর।

15) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়- ১৯৬৩ সালে।

16) নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল- নবদ্বীপ জেলা।

17) মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।

18) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি- পুরুলিয়া।

19) পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়- বীরভূম জেলা কে।

20) বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।

21) বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা-কলকাতা।

22) বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত-উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

23) পরগনা শব্দটি এসেছে কোথা থেকে- ফরাসি শব্দ থেকে।

24) হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত- দুইটি। 

যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও

২. উলুবেড়িয়া মহকুমা।

25) নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি। 

26) মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম- ত্রিভুজের মত।

27) পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের - পরবর্তী মৃত্তিকা।

28) বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত - ৭৫ শতাংশ।

28) বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।

29) এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত- ধুবুলিয়ায়। 

30) কাকে ভারতের 'রূঢ়' বলা হত - দুর্গাপুরকে।

31) হুগলী জেলার সদর শহরের নাম কি- চুঁচুড়া।

32) পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় - পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।

33) কোচবিহার শব্দের অর্থ কি- কোচ জাতির বাসস্থান।

34) কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি - ১,০৫৬.৫ বর্গকিমি।

35) আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়- ২০১৪ সালের ২৫ জুন।

36) মিরিক শহর কোথায় অবস্থিত- দার্জিলিং।

37) জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত শতাংশ - ৭৩.২৫ শতাংশ।

38) ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত মিমি- প্রায় ১,৪০০ মিমি।

39) উত্তর দিনাজপুর জেলা কোন বিভাগের অন্তর্গত - মালদা।

40) কোন কোন মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত - বালুরঘাট এবং গঙ্গারামপুর।

41) মালদা জেলা কিসের জন্য বিখ্যাত- ফজলি আম।

42) কত সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন - ১৭৫৬ সালে।

43) উওর ২৪ পরগনা জেলার আয়তন কত- ৪,০৯৪ বর্গকিমি।

44) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস কি - মৎস্যচাষ।

45) হাওড়া জেলার জলবায়ু কি ধরনের - উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।

46) পশ্চিমবঙ্গের কোথায় কোন মহকুমার নেই- কলকাতা।

47) মালদা কোন নদীর তীরে অবস্থিত - মহানন্দ।

48) পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় - ডঃ বিধান চন্দ্র রায়কে। 

49) পশ্চিমবঙ্গে রবারের চাষ কোথায় হয় - জলপাইগুড়ি।

50) কোন কথা থাকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে- "কিলকিলা" (অর্থাৎ "চ্যাপ্টা এলাকা")।

আমাদের প্রশ্নপত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে, দয়া করে আমাদের ওয়েবসাইট দেখুন এবং প্রযুক্তিগত প্রশ্নপত্র প্রস্তুতির জন্য আমাদের পরামর্শ নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area