পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা যেমন WBPSI, WBPSC, WBP Constable, WBCS, ও কলকাতা পুলিশের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সময়ে প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সংগ্রহ করা অত্যন্ত কাজের কথা। একজন প্রার্থীর যত্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা বিভিন্ন বিষয়ে পর্যায়বৃত্তি সম্পন্ন থাকতে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান ইত্যাদি।
আমরা এই পরীক্ষার জন্য প্রার্থীদের উপযুক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে তাদের উত্তীর্ণতা বাড়াতে সাহায্য করছি। আমাদের প্রশ্নপত্রে অন্যত্র প্রচলিত জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যা প্রার্থীদের পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা WBPSI, WBPSC, WBP Constable, WBCS, এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন প্রদান করছি যা প্রার্থীদের প্রস্তুত করার সাহায্য করবে। আমাদের প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে পরীক্ষার সময়ের সাথে মিলানে, যাতে প্রার্থীদের সঠিক প্রশ্ন কেন্দ্রিক বিষয়ে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।
*🟡🟡GENERAL KNOWLEDGE👇🏾👇🏾*
১. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি ―মেহেরগড়ের সভ্যতা।
২. মেহেরগড়ের সভ্যতা কোন্ যুগের সভ্যতা ― নব্যপ্রস্তর যুগের।
৩. ভারতের উত্তরদিকে কোন্ পর্বতমালা অবস্থিত ―হিমালয়।
৪.হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী ―এভারেস্ট ( বিশ্বের সর্বোচ্চ )।
৫. এভারেস্টের উচ্চতা কত ―8850 মিটার।
৬. কোন্ পৰ্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে― বিন্ধ্য পর্বত।
৭. দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কী― গােদাবরী।
৮. পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন্ দেশকে বলা হয়― ভারতকে।
৯. রাজস্থানের কোন্ অঞ্চলে সিন্ধুসভ্যতার নিদর্শন পাওয়া গেছে―কলিবঙ্গানে।
১০. মহেনজোদারাে ’ শব্দের অর্থ কী ―মৃতের স্তূপ।
১১. ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে―মেগাস্থিনিস
১২. মেগাস্থিনিস কার দূত ছিলেন―সেলুকাসের।
১৩. ইন্ডিকা কার লেখা―মেগাস্থিনিস।
১৪. বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে―অশ্বঘোষ।
১৫. 'মুদ্রারাক্ষস' গ্রন্থের লেখক কে―বিশাখা দত্ত।
১৬. 'মৃচ্ছকটিক' কার লেখা―শূদ্রকের।
১৭. 'কাদম্বরী' গ্রন্থের রচয়িতা কে―বানভট্ট।
১৮. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন―হিউয়েন সাঙ।
১৯. হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিলেন― দ্বিতীয় পুলকেশীর কাছে।
২০. "শিলাদিত্য" উপাধি কে নিয়েছিলেন―হর্ষবর্ধন।
২১. "মহামল্ল" উপাধি কে নিয়েছিলেন― প্রথম নরসিংহ বর্মন।
২২. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন―সিরাজ উদদৌলা।
২৩. ‘ অন্ধকূপ হত্যা ’ কোন্ নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল ―সিরাজ-উদদৌল্লা।
২৪. সিরাজের প্রধান সেনাপতির নাম কী―মীরজাফর
২৫. পলাশির যুদ্ধ কবে হয়েছিল―1757।
২৬. সিরাজের রাজধানী কোথায় ছিল― মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে।
২৮. পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে― ছিলেন―রবার্ট ক্লাইভ।
২৯. সিরাজ-উদদৌল্লার মৃত্যুর পর বাংলার নবাব কে হন― মীরজাফর।
৩০. মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে
হন―নজম-উদদৌলা।
৩১. ছিয়াত্তরের মন্বন্তরের (1770) সময় বাংলার গভর্নর কে ছিলেন―লর্ড কার্টিযার।
৩২. "দ্বৈত শাসন" কে প্রবর্তন করেন― রবার্ট ক্লাইভ।
৩৩. "দ্বৈত শাসন" কে রদ করেন― ওয়ারেন হেস্টিংস।
৩৪. কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়―আনন্দমঠ।
৩৫. ওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন―প্রথম বাহাদুর সাহা।
৩৬. কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়―১৭০০ খ্রিস্টাব্দে।
৩৭. কত খ্রিস্টাব্দেফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়― 1800।
৩৮. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন― লর্ড ওয়েলেসলি।
39. ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল― মহারাজ নন্দকুমারকে।
৪০. শিখদের প্রথম ধর্ম গুরু কে ছিলেন―গুরু নানক।
৪১. শিখদের ধর্ম গ্রন্থের নাম কি― গ্রন্থসাহেব।
৪২. অমৃতসর সরোবর কে খনন করেন― শিখগুরু রামদাস।
৪৩. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন―গুরু অর্জুন সিং।
৪৪. শিখগুরু তেগবাহাদুরকে কে হত্যা করেন―ঔরঙ্গজেব।
৪৫. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়―১৭৮৪ খ্রিস্টাব্দে।
৪৬. "খালসা" শব্দের অর্থ কি―পবিত্র।
৪৭. খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন―গুরু গোবিন্দ সিংহ।
৪৮. পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন― সম্রাট জাহাঙ্গীর।
৪৯. মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত―নানা সাহেব
আমাদের প্রশ্নপত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে, দয়া করে আমাদের ওয়েবসাইট দেখুন এবং প্রযুক্তিগত প্রশ্নপত্র প্রস্তুতির জন্য আমাদের পরামর্শ নিন।