Ads Area

WBP MATH PART - 9

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. যখন কোন সংখ্যাকে 24 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 16 । একই সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?

A. 3

B. 4

C. 6

D. 8

উত্তর: B

2. 75 থেকে 97 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল কত ?

A. 1598

B. 1798

C. 1958

D. 1978

উত্তর: D

3. যদি x = 2015, y = 2014, z = 2013 হয়, তাহলে x² + y² + z² -2x - yz - zx এর মান কত হবে ?

A. 3

B. 4

C. 6

D. 2

উত্তর: A

4. তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 । তাহলে একই দূরত্ব যেতে তিনটি গাড়ি সময়ের অনুপাত কত হবে ?

A. 2:3:4

B. 4:3:2

C. 4:3:6

D. 6:4:3

উত্তর: D

5. সমগ্র পৃথিবীতে জলভাগ এবং স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3 । উত্তর গোলার্ধে ওই অনুপাত 6:5 হলে, দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত কত হবে ?

A. 46:31

B. 42:31

C. 47:31

D. 46:37

উত্তর: A

6. কোনো ব্যবসায় A কিছু মাসের জন্য 600 টাকা ও B 4 মাসের জন্য 900 টাকা বিনিয়োগ করলো। যদি লভ্যাংশের 5/11 অংশ A এর প্রাপ্য হয়, তবে A কত মাসের জন্য মূলধন বিনিয়োগ করে ?

A. 5 মাস

B. 2 মাস

C. 11 মাস

D. 6 মাস

উত্তর: A

7. 15 বছর পর রাহুলের বয়স তার 5 বছর পূর্বের বয়সের 5 গুন হলে বর্তমানে রাহুলের বয়স কত ?

A. 5 বছর

B. 10 বছর

C. 15 বছর

D. 50 বছর

উত্তর: B

8. দৈনিক 7 ঘন্টা কাজ করে A ও B একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে ?

A. 3 দিনে

B. 4 দিনে

C. 2.5 দিনে

D. 3.6 দিনে

উত্তর: A

9. যদি 10 মিনিটে 10 টি মাকড়সা 10 টি মাছি ধরতে পারে তাহলে 200 মিনিটে 200 টি মাকড়সা কতগুলি মাছি ধরবে ?

A. 2000টি

B. 5000টি

C. 4000টি

D. 3000টি

উত্তর: C

10. এক ব্যক্তি 9 কিমি/ঘণ্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে, সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?

A. 3½ ঘন্টা

B. 3¹/₁₂

C. 3⁵/₁₂

D. 3⁷/₁₂

উত্তর: C

11. কোনও জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হলে, লাভের বা ক্ষতির হার কত ?

A. 20%

B. 25%

C. 15%

D. 10%

উত্তর: A

12. এক ব্যক্তির 3 মাসের আয় তার 4 মাসের ব্যয়। তার বার্ষিক সঞ্চয় 10860 টাকা হলে ওই ব্যাক্তির মাসিক আয় কত ?

A. 2715 টাকা

B. 3620 টাকা

C. 9050 টাকা

D. 5700 টাকা

উত্তর: B

13. দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর 44 গুন, সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর সমষ্টি 1125, যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত ?

A. 1100

B. 975

C. 900

D. 800

উত্তর: A

14. 30টি কলম এবং 75টি পেন্সিল কেনা হলো 510 টাকায়। যদি পেন্সিলের গড় মূল্য 2 টাকা হয়, তাহলে কলমগুলির গড় মূল্য কত টাকা ?

A. 9 টাকা

B. 10 টাকা

C. 11 টাকা

D. 12 টাকা

উত্তর: D

15. কোনও কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করে। কলেজে মোট ভোটার কতজন ছিল ?

A. 300 জন

B. 600 জন

C. 500 জন

D. 400 জন

উত্তর: B

16. 8 -এর বর্গের বর্গমূলের বর্গ কত ?

A. 64

B. 512

C. 32

D. 256

উত্তর: A

17. 25 জন মানুষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 850 টাকা আয় করে, তাহলে 40 জন মানুষ প্রত্যহ 6 ঘন্টা কাজ করে কত টাকা আয় করবে ?

A. 1010 টাকা

B. 1030 টাকা

C. 1020 টাকা

D. 1000 টাকা

উত্তর: C

18. কোনও দূর্গে 1400 জন মানুষের 28 দিনের খাদ্য আছে। 3 দিন পর 400 জন লোক চলে গেল। তাহলে ওই খাদ্যে বাকি মানিকের আর কতদিন চলবে ?

A. 29 দিন

B. 35 দিন

C. 38 দিন

D. 45 দিন

উত্তর: B

19. এক ব্যক্তি একটি রেডিও 355 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 425 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, রেডিওটির ক্রয়মূল্য কত ?

A. 375 টাকা

B. 390 টাকা

C. 305 টাকা

D. 385 টাকা

উত্তর: B

20. 12টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, লাভের হার কত ?

A. 11⅓%

B. 44⅓%

C. 33⅓%

D. 22⅓%

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ