Ads Area

WBP MATH PART - 7

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. একটি খালি চৌবাচ্চায় একটি নল দ্বারা 1 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়। খালি অবস্থায় চৌবাচ্চাটির দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে এর তিন-চতুর্থাংশ পূর্ণ হয় ?

A. 15 মিনিট

B. 18 মিনিট

C. 20 মিনিট

D. 25 মিনিট

উত্তর: B

2. একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তিনি আসল টাকার 6/25 অংশ সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন ?

A. 250 টাকা

B. 350 টাকা

C. 450 টাকা

D. 555 টাকা

উত্তর: B

3. একটি ছাগল বিক্রয় করে 10% ক্ষতি হলো। আরোও 9 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে শতকরা 12½% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত ছিল ?

A. 30 টাকা

B. 40 টাকা

C. 50 টাকা

D. 80 টাকা

উত্তর: B

4. একটি রেডিওর দাম প্রতি বছর 5% করে বাড়ে । বর্তমানে রেডিওটির দাম 750 টাকা হলে 2 বছর পর রেডিওটির দাম কত হবে ?

A. 756.87 টাকা

B. 826.87 টাকা

C. 926.87 টাকা

D. 1001 টাকা

উত্তর: B

5. 10 বছর পর রামের স্ত্রী ও পুত্র 3:2 অনুপাতে ভাগ পাবে এই শর্তে এক ব্যক্তি বার্ষিক 14% সরল সুদের হারে সরকারি ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষে তার পুত্র যদি 6720 টাকা পায় তবে তিনি কত টাকার ঋণপত্র কিনেছিলেন ?

A. 4000 টাকা

B. 5000 টাকা

C. 6000 টাকা

D. 7000 টাকা

উত্তর: D

6. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 হলে, 5 বছর পরে ওই অনুপাত 8:3 হয়। পুত্রের বর্তমান বয়স কত ?

A. 8 বছর

B. 10 বছর

C. 12 বছর

D. 14 বছর

উত্তর: B

7. সাতটি নারকেল গাছে যথাক্রমে 62, 75, 68, 70, 83, 74 ও 65টি নারকেল ফলেছে। গাছগুলিতে গড়ে কতগুলি নারকেল ফলেছে ?

A. 68 টি

B. 70 টি

C. 71 টি

D. 75 টি

উত্তর: C

8. একজন ক্রিকেটারের নবম ইনিংস পর্যন্ত রানের গড় 27.5, দশম ইনিংসে সে কত রান করলে নতুন গড় 30 হবে ?

A. 49.2

B. 52.5

C. 54.25

D. 60.2

উত্তর: B

9. একজন ফুল বিক্রেতা 8 টাকা প্রতি ডজন হিসেবে 360টি গোলাপ কেনে, সে প্রতিটি গোলাপ 1 টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে ?

A. 100 টাকা

B. 120 টাকা

C. 130 টাকা

D. 150 টাকা

উত্তর: B

10. 11টি সংখ্যার গড় সংখ্যা 10.9 , যদি প্রথম ছয়টির গড় সংখ্যা 10.5 এবং শেষের ছয়টির গড় সংখ্যা 11.4 হয় ।তবে মাঝের সংখ্যাটি কত ?

A. 10.5

B. 10.9

C. 11.5

D. 14.2

উত্তর: C

11. কিছু টাকা দু জনকে 3:5 অনুপাতে দেওয়া হল। যাতে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 20 টাকা কম পায়। তাহলে মোট টাকার পরিমাণ কত ?

A. 100

B. 80

C. 60

D. 50

উত্তর: B

12. A এর আয়ের 35% টাকা B এর আয়ের 25% এর সমান হলে তাদের টাকার অনুপাত কত ?

A. 4:3

B. 4:7

C. 5:7

D. 7:5

উত্তর: C

13. এক ব্যক্তির মাসিক বেতন 1000 টাকা এবং এক ছুতোর মিস্ত্রী দৈনিক উপার্জন করে 30 টাকা। কিন্তু সে বছরে 65 দিন কাজে বিরত থাকে । তাদের আয়ের অনুপাত কত ?

A. 4:5

B. 5:6

C. 4:3

D. 5:7

উত্তর: C

14. একটি গ্লাসে জল এবং অ্যালকোহল 2:5 অনুপাতে আছে । যদি 6 লিটার জল ওই গ্লাসে ঢালা হয় তবে তাদের অনুপাত হয় 1:1 । গ্লাসে কত লিটার অ্যালকোহল আছে ?

A. 10

B. 15

C. 20

D. 30

উত্তর: A

15. দুটি সংখ্যার অনুপাত 2:3 প্রতি সংখ্যার সাথে 9 যোগ করলে অনুপাতটি হয় 3:4 ।তাহলে বড় সংখ্যাটি কত ?

A. 20

B. 24

C. 27

D. 30

উত্তর: C

16. 20 লিটারের একটি মিশ্রণে স্পিরিট ও জলের আয়তনের অনুপাত 4:1 ।ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে তাদের অনুপাত 5:1 হবে ?

A. 3

B. 5

C. 4

D. 4.5

উত্তর: C

17. যখন A:B = 2:3, B:C = 4:7, C:D = 5:6 হয় তখন A:D কত হবে ?

A. 11:16

B. 13:19

C. 28:57

D. 20:63

উত্তর: D

18. তিনটি সংখ্যার যোগফল 92, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:4 হলে, প্রথম সংখ্যাটি কত হবে ?

A. 20

B. 22

C. 24

D. 26

উত্তর: C

19. A এবং B এর মাসিক বেতনের অনুপাত 3:5 এবং প্রত্যেকের ইনক্রিমেন্ট 500 টাকা ।যদি বর্তমানে তাদের বেতনের অনুপাত 7:11 হয় তবে ইনক্রিমেন্ট -এর পূর্বে A -এর বেতন কত ছিল ?

A. 2500

B. 3000

C. 4500

D. 5000

উত্তর: B

20. একটি টাকার থলিতে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা এবং এর 20 পয়সার মুদ্রার অনুপাত 1:2:4:5 ।যদি ওই মুদ্রাগুলির মোট মূল্য 400 টাকা হয়, তবে 20 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা থেকে সংখ্যায় কত বেশি ?

A. 500

B. 300

C. 250

D. 200

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ