1. 4 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 3 জন পুরুষ ও 3 জন বালক একত্রে ঐ কাজ কতদিনে করতে পারবে ?
উত্তর: C
2. টাকায় 10 টা করে কোন দ্রব্য ক্রয় করে টাকায় 8 টা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
উত্তর: D
3. 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7 : 3 হলে ঐ মিশ্রণে কি পরিমান জল যোগ করলে অ্যাসিড ও জলের অনুপাত 3 : 7 হবে ?
উত্তর: B
4. সুমন ও জামাল যথাক্রমে 5000 টাকা ও 4000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল। 3 মাস পর সুমন আরোও 1000 টাকা দিল এবং দিলীপ 7000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় নতুন অংশীদার হলো। এক বছরে 3600 টাকা লাভ হলে সুমন লাভের কত টাকা পাবে ?
উত্তর: B
5. একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত ?
উত্তর: C
6. একটি স্কুলের দৌড় প্রতিযোগিতায় অনামিকা ও অয়ন এক মিনিটে যথাক্রমে 140 মিটার ও 150 মিটার বেগে ছুটেছিল। 1500 মিটার দূরত্বের প্রতিযোগিতায় অয়ন কত মিটার এগিয়ে থাকবে ?
উত্তর: D
7. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে । পুত্রের বর্তমান বয়স কত ?
উত্তর: A
8. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 । 20 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:7 হলে, তাদের বর্তমান বয়স কত ?
উত্তর: C
9. একটি জলের ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয় । দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে ?
উত্তর: C
10. একটি কারখানায় 5 অশ্বশক্তি ও 3 অশ্বশক্তি বিশিষ্ট দুটি মোটর আছে। 5 অশ্বশক্তি বিশিষ্ট মোটর 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয় । 3 অশ্বশক্তি বিশিষ্ট মোটরটি 10 ঘণ্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে ?
উত্তর: A
11. দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি/ঘণ্টা এবং 72 কিমি/ঘণ্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে।ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে ?
উত্তর: A
12. একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না ?
উত্তর: B
13. একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
উত্তর: D
14. কোন মূলধন 4 বছরে সুদে-আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়। আসল কত ?
উত্তর: C
15. এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা/কেজি দরে কিনেন । 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন। মোটের ওপর তার কত লাভ হয় ?
উত্তর: A
16. এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিমি/ঘণ্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিমি/ঘণ্টা বেগে ট্রেনে যায় । সে ট্রেনে কত কিমি পথ যায় ?
উত্তর: B
17. একটি খালী চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে ?
উত্তর: B
18. 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর ?
উত্তর: C
19. A, B, C একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে ?
উত্তর: A
20. কোন একটি কাজ A, B, ও C যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে A এবং 3 দিন আগে B চলে যায়। কাজটি মোট কতদিনে শেষ হবে ?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।