Ads Area

WBP MATH PART - 4

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. এক ব্যক্তি একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে দেখলো যে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

A. 125 মিটার

B. 159 মিটার

C. 205 মিটার

D. 102 মিটার

উত্তর: D

2. স্থির জলে নৌকা 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে ওর 3 গুন সময় লাগে। স্রোতের গতিবেগ নির্ণয় করুন?

A. 4 কিমি

B. 5 কিমি

C. 7 কিমি

D. 9 কিমি

উত্তর: A

3. 12 জন লোক 10 দিনে যে কাজ করে 15 জন লোক তার দ্বিগুণ কাজ কতদিনে করবে?

A. 16 দিনে

B. 8 দিনে

C. 10 দিনে

D. 15 দিনে

উত্তর: A

4. 1 থেকে 10 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত ?

A. 3

B. 7

C. 5

D. 9

উত্তর: C

5. পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত ?

A. 64, 16

B. 60, 15

C. 52, 13

D. 48, 12

উত্তর: A

6. গ্যাসের মূল্য 30% বাড়লে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কি হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে ?

A. 25%

B. 23%

C. 23¹/₁₃%

D. 30%

উত্তর: C

7. কোনও পরীক্ষায় 80% ছাত্র বাংলায় এবং 85% ছাত্র অংকে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে 75% ফেল করেছে । যদি মাত্র 45 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে কতজন পরীক্ষা দিয়েছিল?

A. 300 জন

B. 400 জন

C. 450 জন

D. 487 জন

উত্তর: C

8. কোনও অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 10% ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে?

A. 100%

B. 20%

C. 21%

D. 29%

উত্তর: C

9. একজন পিতা তার পুত্রের তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে। যদি পুত্র একটি কাজ 12 দিনে শেষ করতে পারে তবে ওই কাজটি পিতা ও পুত্র একত্রে শেষ করতে কত দিন নেবে?

A. 4 দিন

B. 5 দিন

C. 8 দিন

D. 10 দিন

উত্তর: A

10. দুটি নল 16 ও 32 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একত্রে কিছুক্ষণ চলার পর কখন দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে ?

A. 8 মিনিট

B. 9 মিনিট

C. 11 মিনিট

D. 10 মিনিট

উত্তর: A

11. একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের নম্বর ভুল করে 77 -এর পরিবর্তে 76 লেখায় গড় নম্বর হল 55 । প্রকৃত গড় নম্বর কত?

A. 59

B. 60.5

C. 55.01

D. 52.5

উত্তর: C

12. কোনো ক্লাবের 40 জন সদস্যের গড় বয়স 16.5 বছর । 15 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 17.5 বছর হল । নতুন সদস্যের বয়স কত ?

A. 55

B. 60

C. 20

D. 25

উত্তর: A

13. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?

A. 58 সেকেন্ড

B. 38 সেকেন্ড

C. 46 সেকেন্ড

D. 48 সেকেন্ড

উত্তর: D

14. এক নৌকারোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার/ঘণ্টা, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন, যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার/ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত?

A. 4 কিলোমিটার/ঘণ্টা

B. 6 কিলোমিটার/ঘণ্টা

C. 4.5 কিলোমিটার/ঘণ্টা

D. 5 কিলোমিটার/ঘণ্টা

উত্তর: A

15. এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং পাস নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং পাস নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। পাস নম্বর কত ?

A. 40

B. 80

C. 50

D. 60

উত্তর: B

16. A বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল?

A. 7 মাস

B. 5 মাস

C. 3 মাস

D. 4 মাস

উত্তর: B

17. যদি কোনো আসল 20 বছরে সুদ-আসল 5 গুন হয়, তাহলে বার্ষিক সুদের হার কত ?

A. 20%

B. 16%

C. 25%

D. 10%

উত্তর: A

18. মান নির্ণয় কর : 1.25 ÷ 0.25 এর 2.5

A. 1

B. 0

C. 2

D. -1

উত্তর: C

19. A ও B এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4 । যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে B এর মাসিক আয় কত?

A. 3400 টাকা

B. 2700 টাকা

C. 1720 টাকা

D. 7200 টাকা

উত্তর: D

20. দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। একটি সংখ্যা 35 হলে, অপরটি কত ?

A. 1

B. 5

C. 7

D. 35

উত্তর: D

21. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু 180 । ছোট সংখ্যাটি কত ?

A. 60

B. 40

C. 45

D. 30

উত্তর: C

22. কৌশিক, পলাশ এবং সাগ্নিক একটি গাড়ি ভাড়া করল 3024 টাকা ব্যয় করে। তারা প্রত্যেকে গাড়িটি 28 ঘন্টা, 32 ঘন্টা ও 48 ঘন্টা করে ব্যবহার করল। তবে পলাশকে গাড়িটির ভাড়া বাবদ কত টাকা দিতে হবে?

A. 580

B. 648

C. 772

D. 896

উত্তর: D

23. বার্ষিক 10% হার সুদে কত বছরে কোন টাকার সবৃদ্ধিমূলের 2/5 হবে?

A. 5 বছরে

B. 6⅔ বছরে

C. 5⅔ বছরে

D. 6 বছরে

উত্তর: B

24. কোনও সংখ্যাকে 8% বাড়ালে এবং 3% কমালে যে দুটি সংখ্যা হয়, তাদের অন্তর 407 হলে মূল সংখ্যাটি কত?

A. 3560

B. 3820

C. 3290

D. 3700

উত্তর: D

25. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুন হয়। বর্তমানে পুত্রের বয়স কত ?

A. 15 বছর

B. 12 বছর

C. 20 বছর

D. 16 বছর

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ