1. এক ব্যক্তি একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে দেখলো যে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
উত্তর: D
2. স্থির জলে নৌকা 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে ওর 3 গুন সময় লাগে। স্রোতের গতিবেগ নির্ণয় করুন?
উত্তর: A
3. 12 জন লোক 10 দিনে যে কাজ করে 15 জন লোক তার দ্বিগুণ কাজ কতদিনে করবে?
উত্তর: A
4. 1 থেকে 10 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত ?
উত্তর: C
5. পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত ?
উত্তর: A
6. গ্যাসের মূল্য 30% বাড়লে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কি হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে ?
উত্তর: C
7. কোনও পরীক্ষায় 80% ছাত্র বাংলায় এবং 85% ছাত্র অংকে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে 75% ফেল করেছে । যদি মাত্র 45 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে কতজন পরীক্ষা দিয়েছিল?
উত্তর: C
8. কোনও অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 10% ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে?
উত্তর: C
9. একজন পিতা তার পুত্রের তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে। যদি পুত্র একটি কাজ 12 দিনে শেষ করতে পারে তবে ওই কাজটি পিতা ও পুত্র একত্রে শেষ করতে কত দিন নেবে?
উত্তর: A
10. দুটি নল 16 ও 32 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একত্রে কিছুক্ষণ চলার পর কখন দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে ?
উত্তর: A
11. একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের নম্বর ভুল করে 77 -এর পরিবর্তে 76 লেখায় গড় নম্বর হল 55 । প্রকৃত গড় নম্বর কত?
উত্তর: C
12. কোনো ক্লাবের 40 জন সদস্যের গড় বয়স 16.5 বছর । 15 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 17.5 বছর হল । নতুন সদস্যের বয়স কত ?
উত্তর: A
13. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
উত্তর: D
14. এক নৌকারোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার/ঘণ্টা, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন, যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার/ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত?
উত্তর: A
15. এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং পাস নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং পাস নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। পাস নম্বর কত ?
উত্তর: B
16. A বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল?
উত্তর: B
17. যদি কোনো আসল 20 বছরে সুদ-আসল 5 গুন হয়, তাহলে বার্ষিক সুদের হার কত ?
উত্তর: A
18. মান নির্ণয় কর : 1.25 ÷ 0.25 এর 2.5
উত্তর: C
19. A ও B এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4 । যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে B এর মাসিক আয় কত?
উত্তর: D
20. দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। একটি সংখ্যা 35 হলে, অপরটি কত ?
উত্তর: D
21. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু 180 । ছোট সংখ্যাটি কত ?
উত্তর: C
22. কৌশিক, পলাশ এবং সাগ্নিক একটি গাড়ি ভাড়া করল 3024 টাকা ব্যয় করে। তারা প্রত্যেকে গাড়িটি 28 ঘন্টা, 32 ঘন্টা ও 48 ঘন্টা করে ব্যবহার করল। তবে পলাশকে গাড়িটির ভাড়া বাবদ কত টাকা দিতে হবে?
উত্তর: D
23. বার্ষিক 10% হার সুদে কত বছরে কোন টাকার সবৃদ্ধিমূলের 2/5 হবে?
উত্তর: B
24. কোনও সংখ্যাকে 8% বাড়ালে এবং 3% কমালে যে দুটি সংখ্যা হয়, তাদের অন্তর 407 হলে মূল সংখ্যাটি কত?
উত্তর: D
25. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুন হয়। বর্তমানে পুত্রের বয়স কত ?
উত্তর: B
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।