1. 9 টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায়, যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় | নতুন আমের ওজন হল (গ্রামে) ?
উত্তর: C
2. 3 টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যা গুলির গড় 40 হয় | নতুন সংখ্যাটি কত? ?
উত্তর: A
3. একজন ছাত্র স্কুলের 4 টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে?
উত্তর: B
4. একজন ব্যাটসম্যান 20 তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে । 20 তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে??
উত্তর: D
5. 7 টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায় | কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল??
উত্তর: C
6. এক ব্যক্তি ট্রেনে 55 কিমি/ঘণ্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি/ঘণ্টা বেগে ফিরে আসে | যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত??
উত্তর: B
7. এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি/ঘণ্টা, ৪ কিমি/ঘণ্টাএবং 6 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত??
উত্তর: A
8. এক ব্যক্তি সমগ্র যাত্রা পথের প্রথম 40 কিমিপথ 20 কিমি/ঘণ্টাবেগে, পরবর্তী 30 কিমিপথ 10 কিমি/ঘণ্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে | সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত??
উত্তর: A
9. এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি/ঘণ্টা, 2/15 অংশ ৪ কিমি/ঘণ্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত??
উত্তর: A
10. 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর | যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, তবে গড় বয়স 1 বছর কমে যায় | শিক্ষকের বয়স কত বছর?
উত্তর: B
11. বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত ?
উত্তর: B
12. 96 থেকে কোন্ সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটিই বিয়োগফলের সমান হয়। সংখ্যাটি হল ?
উত্তর: D
13. এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত ?
উত্তর: C
14. রাম একটি দ্রব্য রঞ্জনকে 15% লাভে বিক্রয় করে এবং রঞ্জন ওই দ্রব্যটি রতনকে 5% ক্ষতিতে বিক্রয় করে। তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত ?
উত্তর: C
15. A, B এর 3 গুণ কর্মক্ষম। A ও B একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তবে A ও B আলাদা আলাদাভাবে কাজটি কতদিনে করবে ?
উত্তর: A
16. দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে ?
উত্তর: C
17. A ও B এর মাসিক আয় এর অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5, যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয়, তাহলে A-র আয় কত ?
উত্তর: B
18. পরপর পাঁচটি জোড় সংখ্যার সমষ্টি 90 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত ?
উত্তর: A
19. দুইজন ব্যক্তির দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরু যথাক্রমে 4 ও 16 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে প্রথমজনের ঘণ্টায় গতিবেগ 18 কিলোমিটার হলে, দ্বিতীয়জনের ঘণ্টায় গতিবেগ কত ?
উত্তর: B
20. 1 থেকে 35 পর্যন্ত পরপর জোড় সংখ্যা গুলির বর্গের গড় কত ?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।