1. কোনো ব্যাবসাতে A, B, C-এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে, তাদের মূলধনের অনুপাত কত??
উত্তর: C
2. কোনো ব্যাবসাতে A, B ও C-এর মূলধনের অনুপাত 5:6: 8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? ?
উত্তর: A
3. A, B, C একটি ব্যাবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যাবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে?
উত্তর: B
4. অমর 45000 টাকা দিয়ে একটি ব্যাবসা শুরু করেন | 6 মাস পর প্রকাশ 30000 টাকা নিয়ে ব্যাবসাতে যোগ দেন। বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে??
উত্তর: D
5. . A, B, C তিন ব্যক্তি যথাক্রমে ½: 1/3 : ¼ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে | 2 পর A তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে, B কত টাকা পাবে? ?
উত্তর: C
6. A, B, C তিন ব্যক্তি যথাক্রমে 1/6 : ¼ : 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে । 4 মাস পর Bতার মূলধন দ্বিগুণ করে এবং এর এক মাস পর C তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে 11800 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?
উত্তর: B
7. এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যাবসা শুরু করার 4 মাস, 6 মাস ও ৪ মাস পরে আরও তিনজন অংশীদার নিলেন। চারজন যথাক্রমে 10000 টাকা, 8000 টাকা, 12000 টাকা ও 16000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8000 টাকা লাভ হলে, ওই ব্যবসায়ী কত টাকা পাবেন??
উত্তর: A
8. .. A এবং B যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যাবসা শুরু করে। B দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যাবসাতে 800 টাকা লাভ হলে A কত টাকা পাবে??
উত্তর: A
9. একটি ব্যাবসাতে A এবং B যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং ¼ অংশ মোট সময়ের ¼ এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে | বাকি মূলধন C, ½অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যাবসার শেষে 18000 টাকা লাভ হলে, A কত টাকা পাবে??
উত্তর: A
10. A এবং B দুজন ব্যাবসায়ী 2: 3 অনুপাতে ব্যাবসাতে মূলধন বিনিয়োগ করে। A, ৪ মাস পর ব্যাবসা ছেড়ে দেয় | ব্যাবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে B কত মাস ব্যাবসাতে যুক্ত ছিল??
উত্তর: B
11. প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্নয় করুন ?
উত্তর: A
12. 6 টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে 2, 4, 6, 8, 10 ও 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে ?
উত্তর: D
13. তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2 : 3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5 : 3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত ?
উত্তর: B
14. ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে ?
উত্তর: C
15. যদি 18 জন লোক 42 দিনের মধ্যে 140 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে পারে। তাহলে 100 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে তাদের কতদিন লাগবে ?
উত্তর: A
16. কোন সংখ্যা থেকে 50 কমালে সংখ্যাটির 4/9 অংশ হয় ?
উত্তর: D
17. 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ?
উত্তর: B
18. রহিমবাবু 8,000 টাকা ব্যাঙ্কে রেখে 5 বছর পর সুদে আসলে 12,000 টাকা পান। তাহলে ব্যাংকের সুদের হার কত ?
উত্তর: D
19. একটি মোবাইলের বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতি কত শতাংশ ?
উত্তর: B
20. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 ও পার্থক্য 6, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটি কত ?
উত্তর: B
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।