Ads Area

WBP MATH PART - 26

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. চারটি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?

A. 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড

B. দুপুর 1 টা

C. 1 টা বেজে 1 মিনিটে

D. 12 তা বেজে 5 মিনিটে

উত্তর: A

2. দুটি সংখ্যার গুনফল 12960 এবং তাদের গসাগু 36 । এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে ?

A. 3

B. 4

C. 5

D. 2

উত্তর: D

3. একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9 অংশ এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হল অবশিষ্ট এর 2/9 অংশের। এই দুই স্কোরের পার্থক্য হল 8 রান, ইনিংসে মোট স্কোর কত ?

A. 150

B. 160

C. 161

D. 162

উত্তর: D

4. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?

A. 9899

B. 8999

C. 9989

D. 9889

উত্তর: A

5. নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ?

A. 7532458

B. 6812348

C. 6234588

D. 4701828

উত্তর: C

6. একটি পন্যদ্রব্যের উপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে। এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?

A. 2%

B. 2.5%

C. 2.25%

D. 2.75%

উত্তর: C

7. দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?

A. 6000

B. 10000

C. 22500

D. 45000

উত্তর: D

8. 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান। ক্ষতির শতকরা হার নির্নয় করো ?

A. 18 2/11%

B. 2 9/11%

C. 15 1/2%

D. 16 1/2%

উত্তর: A

9. সুনন্দ বিক্রয়মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?

A. 100/3%

B. 20%

C. 25%

D. 30%

উত্তর: A

10. একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় 15.8 বছর, বালকদের বয়সের গড় 16.4 বছর যেখানে বালিকাদের বয়সের গড় 15.4 বছর, ওই শ্রেণীতে বালক এবং বালিকার অনুপায় কত ?

A. 1:2

B. 3:4

C. 3:5

D. কোনটি নয়

উত্তর: D

11. ২ মিটার কাপড়ের দাম টাকা হলে, ৩.৫ মিটার কাপড়ের দাম কত? ?

A. ১২০

B. ১৪০

C. ১৩০

D. কোনটাই নয়

উত্তর: C

12. একটি ঘড়িতে ৭ টার ঘণ্টা বাজতে ১২ সেকেন্ড সময় লাগে। ৮ টার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে??

A. ১৪

B. ১৩

C. ১২

D. ১১

উত্তর: A

13. কিছু লক একটি কাজ ৬০ দিনে করে। ৮ জন লক বেশি নিলে কাজটি ১০ দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লক ছিল? ?

A. ৫০

B. ৪০

C. ৪৫

D. কোনটাই নয়

উত্তর: B

14. একটি সৈন্য সিবিরে ২০০ জন লকের ১৫০ দিনের খাবার মজুত ছিল। ২০ দিন পরে ৭০ কন সৈন্য মারা গেল। মজুত খাদ্যে বাকি সৈন্যদের কত দিন চলবে??

A. ১২০

B. ১০০

C. ১৫০

D. ২০০

উত্তর: D

15. ১২ টি গরু একত্রে ৭ দিনে ৭৫৬ কেজি ঘাস খায়। ১৫ টি গরু ১০ দিনে কত কেজি ঘাস খাবে? ?

A. ১২০০

B. ১৪০০

C. ১৩৫০

D. কোনটাই নয়

উত্তর: C

16. ৫ টি লাঙল ১২ দিনে ৮০ হেক্টর জমি চাষ ক্রতে পারে। ৬ টি লাঙল কত দিনে ১২০ হেক্টর জমি চাষ করতে পারবে? ?

A. ১২

B. ১৫

C. ১৬

D. কোনটাই নয়

উত্তর: B

17. যদি ৭ জন মহিলা বা ৪ জন পুরুষ একটি কাজ ৬০ দিনে করতে পারে, তবে ৮ কন পুরুষ ও ৭ জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে?

A. ৪০

B. ২০

C. ৩০

D. কোনটাই নয়

উত্তর: A

18. ৭২ জন লক ২৮০ মিটার লম্বা দেয়াল ২১ দিনে তইরি করতে পারে। কত জন লক ১৮ দিনে ১০০ মিটার দেয়ান তইরি করতে পারবে??

A. ৩০

B. ১০

C. ১৮

D. কোনটাই নয়

উত্তর: A

19. ১০ টি গরু অথবা ৭ টি মহিষ প্রত্যহ ৮ ঘণ্টা কাজ করে ৬০ দিনে একটি জমি চাষ করতে পারে। ২৫ টি গরু ও ১৪ টি মহিষ প্রত্যহ ১২ ঘণ্টা কাজ করে তার ৯ গুণ কাজ কত দিনে করবে??

A. ৮০

B. ৮৫

C. ১০০

D. ৯০

উত্তর: A

20. একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয় | সংখাটিকে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?

A. 0

B. 1

C. 2

D. কোনটাই নয়

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ