1. এক ব্যক্তি 13.50 টাকা প্রতি কেজি দরের এক প্রকার 80 কেজি চালের সাথে 16 টাকা প্রতি কেজি দরের আরো এক প্রকার 120 কেজি চালের সাথে মিশিয়ে, কত কেজি দরে নতুন চালটি বিক্রি করতে হবে যাতে মোটের উপর 20% লাভ হয় ?
উত্তর: B
2. 64 সেমি উচ্চতার একটি লম্ব-বৃত্তাকার চোঙ গলিয়ে এর সমান ব্যাসার্ধের 12 টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত ?
উত্তর: C
3. একটি বৃত্তের পরিলিখিত ও অন্তলিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত ?
উত্তর: C
4. খাঁটি দুধের দাম 15.50 টাকা প্রতি লিটার, এরকম 56 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা প্রতি লিটার হবে ?
উত্তর: A
5. একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একটি কাজ 3,4 ও 12 দিনে করতে পারে। 1 জন পুরুষ ও 1 জন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটি 1/4 দিনে করতে পারবে ?
উত্তর: C
6. A এর আয় B এর থেকে 10% বেশি হলে, B এর আয় A এর থেকে শতকরা কত কম ?
উত্তর: A
7. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে, তার ক্ষেত্রফল কত ?
উত্তর: C
8. সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুন হলে, কত বছরে 8 গুন হবে ?
উত্তর: A
9. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7 । সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে, সংখ্যা টি কত ?
উত্তর: C
10. পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে ?
উত্তর: C
11. একটি বিদ্যালয়ের 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9 । কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3 । কতজন ছাত্র যোগদান করে ?
উত্তর: B
12. একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসে গড় রান 90 । জালিয়াতির অভিযোগে 10 তম ইনিংসটির রান বাদ দেওয়ায় তার গড় রান 10 কমে গেল। 10 তম ইনিংসে সে কত রান করেছিল?
উত্তর: C
13. X ও Y পাইপ, একটি ট্যাংক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাংকের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাংকটি খালি করা যায়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে, ট্যাংকটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে ?
উত্তর: D
14. A ও B সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে B, A এর থেকে 180 মিটার এগিয়ে থাকে। পরবর্তী 70 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
উত্তর: B
15. 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ একত্রে 6 দিনে করে। 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে। 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে ?
উত্তর: B
16. একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার ও কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
উত্তর: B
17. 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি/ঘণ্টা গতিতে 60 কিমি/ঘণ্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে ?
উত্তর: D
18. ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36; বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত ?
উত্তর: D
19. এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের ওপর সুদের হার কত ?
উত্তর: C
20. 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে ?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।