Ads Area

WBP MATH PART - 23

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি । সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত??

A. 3:5

B. 3:6

C. 4:6

D. কোনটাই নয়

উত্তর: A

2. 33630 টাকা A, B, C-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A ও B-এর ভাগের অনুপাত 3:7 এবং B ও C-এর ভাগের অনুপাত 6:5 হয়। B কত টাকা পাবে

A. 14868 টাকা

B. 13290 টাকা

C. 16257 টাকা

D. কোনটাই নয়

উত্তর: A

3. তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কী কী

A. 40, 50, 60

B. 80, 50, 30

C. 40, 20, 60

D. কোনটাই নয়

উত্তর: A

4. 2430 টাকাX, YওZ-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3: 4:5 হয় | X কত টাকা পাবে?

A. 810 টাকা

B. 605 টাকা

C. 1015 টাকা

D. কোনটাই নয়

উত্তর: B

5. P এবং Q-এর মধ্যে কিছু অর্থ 32:52 অনুপাতে ভাগ করা হল | যদি P, Q-এর থেকে 180 টাকা কম পায়, তবে Q কত টাকা পেল ?

A. 315 টাকা

B. 630 টাকা

C. 495 টাকা

D. কোনটাই নয়

উত্তর: C

6. কিছু টাকা A, B, C-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A, B-এর দ্বিগুণ টাকা এবং B, C-এর 4 গুণ টাকা পায় | তাদের অংশের অনুপাত কত ?

A. 8:4:1

B. 1:12:4

C. 2:4:1

D. কোনটাই নয়

উত্তর: A

7. একব্যক্তি 8600 টাকা 5 পুত্র, 4 কন্যাএবং 2 ভ্রাতুষ্পুত্রেরমধ্যেএমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা, প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র, প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পাম | প্রতি কন্যা কত টাকা পেলে ?

A. 600 টাকা

B. 800 টাকা

C. 100 টাকা

D. কোনটাই নয়

উত্তর: B

8. কিছু অর্থ P, Q, R-এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হল | Q, R-এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3 | মোট অর্থ কত

A. 12800 টাকা

B. 6400 টাকা

C. 3200 টাকা

D. কোনটাই নয়

উত্তর: B

9. A ও B-এর অর্থের অনুপাত 2:1 | A, B-কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1 | তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত ?

A. 12 টাকা, 6 টাকা

B. 8 টাকা, 4 টাকা

C. 6 টাকা, 3 টাকা

D. কিছুই না

উত্তর: B

10. তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি | সংখ্যা . তিনটির যোগফল কত?

A. 147

B. 148

C. 146

D. কোনটাই নয়

উত্তর: A

11. 11 থেকে 50 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয় ?

A. 2 টি

B. 4 টি

C. 5 টি

D. 6 টি

উত্তর: B

12. একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল। কিন্তু প্রথম দিন থেকে 16 জন কাজে না আসার জন্য বাকি কর্মীদের দ্বারা কাজটি 36 দিনে শেষ হয়। শুরুতে কতজন লোক নিয়োগ করা হয়েছিল?

A. 32

B. 28

C. 24

D. 36

উত্তর: D

13. একটি চৌবাচ্চা A নল দ্বারা 5 মিনিটে জলপূর্ন হয় ও নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ন অবস্থায় নাল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ন হবে?

A. 2½ মিনিট

B. 5 মিনিট

C. 7½ মিনিট

D. 4¹¾ মিনিট

উত্তর: A

14. একটি অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু সে 1 kg- এর পরিবর্তে 900 gm ওজন দেয়। তার লাভের হার হল

A. 13%

B. 11⅑%

C. 11.25%

D. 12⅑%

উত্তর: B

15. এক টাকায় 12টি পেন বিক্রয় করায় 4% ক্ষতি হয়। টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে?

A. 5টি

B. 10টি

C. 8টি

D. 2টি

উত্তর: C

16. একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাশ করে। যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত?

A. 567

B. 695

C. 1200

D. 1000

উত্তর: C

17. একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোট জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত?

A. 24000

B. 25500

C. 25000

D. 22000

উত্তর: C

18. 280 এর 45% + 450 এর 28% =কত?

A. 152

B. 252

C. 356

D. 456

উত্তর: B

19. কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা ,মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত?

A. 4

B. 5

C. 7

D. 6

উত্তর: D

20. 12টি সংখ্যার গড় 9 । যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুন করে 3 যোগ করা হয় তবে নতুন 12 টি সংখ্যার গড় কত হবে?

A. 9

B. 18

C. 21

D. 27

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ