Ads Area

WBP MATH PART - 22

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. মান নির্নয় করো : 1+1/3+1/6+1/9+1/8 = ?

A. 1 2/3

B. 2/3

C. 3/2

D. 1 3/2

উত্তর: A

2. A ও B এর আগের বছরের আয়ের অনুপাত 3 : 4, তাদের আয় এ বছর 2 : 3 ও 4 : 5 অনুপাতে বাড়ে, যদি এ বছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছর A এর আয় কত ?

A. 13000

B. 13500

C. 14000

D. 14500

উত্তর: B

3. একটি বইয়ের প্রাথমিক দাম 1250 টাকা , পরপর তিনবার বইটির মূল্য 10%, 20% ও 40% কমে গেলে, বইটির শেষ মূল্য কত হবে ?

A. 520

B. 525

C. 540

D. 550

উত্তর: C

4. সরল সুদে 6 বছর পরে সুদ আসলের 30% হলে, কত বছর পরে আসলের সমান হবে ?

A. 20

B. 30

C. 10

D. 22

উত্তর: A

5. আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% কমালে, পরিসীমা শতকরা কত কমবে ?

A. 12%

B. 10%

C. 11%

D. 13%

উত্তর: B

6. একটি শহরের জনসংখ্যা 7986, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বাড়লে, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল ?

A. 5000

B. 5500

C. 6600

D. 6000

উত্তর: D

7. স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুন সময়ে ফিরে আসে, স্রোতের গতিবেগ কত ?

A. 2

B. 3

C. 4

D. 6

উত্তর: C

8. A,B ও C যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ শেষ করতে পারে, B ও C একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর তারা কাজ ছেড়ে দিলে A কতদিনে বাকি কাজটি শেষ করবে ?

A. 6

B. 8

C. 9

D. 5

উত্তর: A

9. প্রথম 10 টি জোড় সংখ্যার সমষ্টি কত ?

A. 90

B. 100

C. 110

D. 120

উত্তর: C

10. একটি খালি চৌবাচ্চা A ও B নল দিয়ে যথাক্রমে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হয় । নল দুটি একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে ?

A. 12

B. 9

C. 18

D. 16

উত্তর: C

11. 40 কিমি/ঘণ্টা এবং 22 কিমি/ঘণ্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার?

A. 165

B. 175

C. 425

D. 300

উত্তর: B

12. একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 অংশের সমান। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত ?

A. 1:2

B. 2:1

C. 1:4

D. 4:1

উত্তর: B

13. তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত?

A. 52 বছর

B. 47 বছর

C. 50 বছর

D. 45 বছর

উত্তর: C

14. 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3 । যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশান হয় , তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে?

A. 7:3

B. 5:3

C. 4:3

D. 2:3

উত্তর: A

15. একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6 , যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাড়ায় 5:6 । বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত ?

A. 1200

B. 800

C. 1000

D. 500

উত্তর: A

16. দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7 । 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5 । তাদের বর্তমান বয়স হল-

A. 30 বছর, 44 বছর

B. 35 বছর, 52 বছর

C. 40 বছর, 56 বছর

D. 45 বছর, 60 বছর

উত্তর: C

17. একটি বক্সে মোট 384টি মুদ্রা আছে । যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:7 হয় , তবে বাক্সের মুদ্রগুলির মোট মূল্য:

A. 170 টাকা

B. 168 টাকা

C. 186 টাকা

D. 180 টাকা

উত্তর: B

18. দুটি দ্রব্যের মূল্য দ্বিতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি । তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ ?

A. 65%

B. 76%

C. 80%

D. 45%

উত্তর: B

19. এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য ফেল করল এবং অপর এক পরীক্ষার্থী 42% নাম্বার পেয়ে পাশ নম্বর থেকে 10 নাম্বার বেশি পেল । পরীক্ষার মোট নাম্বার কত ?

A. 450

B. 550

C. 480

D. 500

উত্তর: D

20. একটি সংখ্যা পরপর দুবার 10% ও 20% হারে বেড়ে 660 হল । প্রাথমিক সংখ্যাটি কত ?

A. 500

B. 470

C. 550

D. 525

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ