Ads Area

WBP MATH PART - 8

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. এক ব্যক্তি গাড়ি চালিয়ে 5½ ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। গাড়িটির গতিবেগ 40 কিমি/ঘণ্টা হলে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত ?

A. 210 কিমি

B. 220 কিমি

C. 240 কিমি

D. 230 কিমি

উত্তর: B

2. এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোন স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। ওই ব্যক্তি 12 কিমি/ঘণ্টা বেগে সাইকেল চালালে স্থানটিতে কত সময়ে পৌছবে ?

A. 3 ঘণ্টা

B. 6 ঘণ্টা

C. 7 ঘণ্টা

D. 5 ঘণ্টা

উত্তর: D

3. এক ব্যক্তি 18 টাকা দরে 1 কেজি আলু বিক্রি করে 10% লাভ করেন। প্রতি কেজির দাম কত বাড়ালে প্রতি কেজিতে 21% লাভ হবে ?

A. 1.60 টাকা

B. 1.80 টাকা

C. 2.60 টাকা

D. 2.80 টাকা

উত্তর: B

4. একটি মেল ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5 । প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?

A. 53 কিমি

B. 54 কিমি

C. 56 কিমি

D. 52 কিমি

উত্তর: B

5. এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করল। বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হত। বইটির বিক্রয়মূল্য কত ?

A. 200 টাকা

B. 180 টাকা

C. 220 টাকা

D. 190 টাকা

উত্তর: B

6. একটি ট্রেন শিয়ালদহ থেকে 35 কিমি/ ঘণ্টা গতিবেগে সকাল 8 টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন 45 কিমি/ঘণ্টা গতিবেগে সকাল 10 টার সময় শিয়ালদহ থেকে একই অভিমুখে রওনা হয়। শিয়ালদহ থেকে কত কিমি দূরে তাদের সাক্ষাৎ হবে ?

A. 215 কিমি

B. 315 কিমি

C. 325 কিমি

D. 225 কিমি

উত্তর: B

7. এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য ক্রয় করেন। মোট দ্রব্যের ⅕ অংশ 25% ক্ষতিতে বিক্রয় করেন। বাকি অংশ শতকরা কত হার লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে, মোটের উপর 25% লাভ হবে ?

A. 37⅗% লাভে

B. 35½% লাভে

C. 37½% লাভে

D. 37% লাভে

উত্তর: C

8. এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন । যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রয় করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রয় করেন ?

A. 200 কেজি

B. 300 কেজি

C. 340 কেজি

D. 280 কেজি

উত্তর: A

9. পরস্পরের থেকে 27 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 9 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটলে 3 ঘন্টায় মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত ?

A. 5 কিমি/ঘণ্টা

B. 3 কিমি/ঘণ্টা

C. 6 কিমি/ঘণ্টা

D. 4 কিমি/ঘণ্টা

উত্তর: C

10. এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়। তার লাভের শতকরা হার নির্ণয় করো ?

A. 5⁵/₁₇

B. 4⁵/₁₉

C. 4⁵/₁₉

D. 5⁵/₁₉

উত্তর: D

11. A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?

A. 12 দিন

B. 15 দিন

C. 18 দিন

D. 10 দিন

উত্তর: D

12. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বয়স কত ?

A. 15 বছর

B. 12 বছর

C. 9 বছর

D. 11 বছর

উত্তর: A

13. A ও B একত্রে একটি কাজ 30 দিনে এবং B ও C একত্রে 40 দিনে করতে পারে। যদি C একা কাজটি 60 দিনে শেষ করে, তবে A একা কাজটি কতদিনে করবে ?

A. 40 দিন

B. 60 দিনে

C. 30 দিনে

D. 20 দিনে

উত্তর: A

14. 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর 6টি ঘন্টা বাজে। 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে ?

A. 4 বার

B. 15 বার

C. 10 বার

D. 16 বার

উত্তর: D

15. ক্রয়মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত ?

A. 15%

B. 25%

C. 40%

D. 20%

উত্তর: D

16. দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3; তাদের মাসিক খরচের অনুপাত 5:8, যদি প্রত্যেকে প্রতিমাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন কত ?

A. 1200 টাকা, 18,000 টাকা

B. 2,400 টাকা, 3,600 টাকা

C. 2,000 টাকা, 3,000 টাকা

D. 1,600 টাকা, 2,400 টাকা

উত্তর: B

17. 5টি নম্বরের সমষ্টি 555 । প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 । শেষ দুটি নম্বরের গড় কত ?

A. 145

B. 290

C. 265

D. 150

উত্তর: A

18. রেশন দোকানে ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। এক কেজি ময়দার বর্তমান দাম কত টাকা ?

A. 2.75 টাকা

B. 2.50 টাকা

C. 2.25 টাকা

D. 2 টাকা

উত্তর: C

19. 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3 টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত ?

A. 40 টাকা

B. 45 টাকা

C. 50 টাকা

D. 30 টাকা

উত্তর: B

20. এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?

A. 2 বছর

B. 2½ বছর

C. 3½ বছর

D. 5 বছর

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ