1. এমন একটি সংখ্যা নির্নয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে ?
উত্তর: B
2. একটি সংখ্যাকে 4,5,6 দ্বারা পর পর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2,3,4 তবে সংখ্যাটি হল ?
উত্তর: D
3. দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তরফল 47, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হল ?
উত্তর: B
4. একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে 1 এবং 2, সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে ?
উত্তর: D
5. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260 কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
উত্তর: A
6. দুটি সংখ্যার গুনফল ও ভাগফল 128 এবং 2, ছোট সংখ্যা টি কত ?
উত্তর: A
7. তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে ?
উত্তর: C
8. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুনফল কত ?
উত্তর: D
9. 300 টাকা P,Q,R এর মধ্যে এমনভাগে ভাগ করে দেওয়া হলো যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে ?
উত্তর: A
10. যদি A এর বেতন B এর বেতনের থেকে 25% কম হয়, B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি ?
উত্তর: B
11. 15 টি বস্তুর ক্রয়মূল্য 12 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান হলে, লাভের শতকরা হার কত হবে ?
উত্তর: C
12. রাম এবং শ্যামের বয়সের পার্থক্য 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5 হলে, শ্যামের বয়স কত ?
উত্তর: A
13. রতন একটি কাজ 18 দিনে শেষ করার জন্য 12 জন লোক নিযুক্ত করল। কিন্তু কাজ শুরু করার 12 দিন পর দেখল মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ যথাসময়ে শেষ করতে আর কতজন লোক নিয়োগ করতে হবে ?
উত্তর: B
14. একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 8:3 , এই মিশ্রণে 3 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 2:1 হবে। মিশ্রণের মোট পরিমাণ কত লিটার ছিল ?
উত্তর: A
15. একজন লোক একটি টিভি 5500 টাকায় বিক্রি করে ক্রয়মূল্যের উপর 10% লাভ করে। টিভির ক্রয়মূল্য কত টাকা ?
উত্তর: A
16. 5 টাকায় 6 টি করে কমলা ক্রয় করে 6 টাকায় 5 টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
উত্তর: A
17. রহিম পরীক্ষায় 8 টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরোও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হত ?
উত্তর: A
18. দুটি সংখ্যার গুনফল 243 ও একটি সংখ্যা অন্যটির 3 গুণ। বড় সংখ্যাটি কত ?
উত্তর: B
19. এক ব্যক্তি সমবেগে 8 ঘণ্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে, ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত ?
উত্তর: D
20. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।