Ads Area

WBP MATH PART - 18

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. (6.76 - 2.25 )/1.1 = ?সমাধান করো

A. 2.1

B. 4.1

C. 3.1

D. কোনটাই নয়

উত্তর: B

2. (97×97×97+43×43×43)/(97×97+43×43-97×43)=? সমাধান করো

A. 140

B. 150

C. 160

D. 170

উত্তর: A

3. 108 ×108 - 92×92 = ?সমাধান করো

A. 3200

B. 216

C. 4200

D. কোনটাই নয়

উত্তর: A

4. 34×34+16×16+2×34×16=?সমাধান করো

A. 25

B. 250

C. 2500

D. কোনটাই নয়

উত্তর: C

5. 96×96=?

A. 9216

B. 9116

C. 9316

D. 9416

উত্তর: A

6. 4.4+0.44+0.044+0.0044=?

A. 4.4484

B. 4.4444

C. 4.8884

D. কোনটাই নয়

উত্তর: C

7. 42478078 এই সংখ্যাটিকে বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা হবে ?

A. 6

B. 4

C. 8

D. 3

উত্তর: B

8. 9% সরল সুদের হারে 2 বছরে কোনো টাকার সুদ হয় 117 টাকা | তাহলে আসলের পরিমান কত ?

A. 650

B. 450

C. 550

D. 750

উত্তর: A

9. 550 টাকা বছরে 5% সরল সুদের হারে টাকা ধার নিলে 4 বছর পরে কত টাকা তাকে ফেরত দিতে হবে ?

A. 555

B. 660

C. 760

D. 860

উত্তর: B

10. যদি a*b =a×a +ab+ b×b তাহলে 2*3= ?

A. 25

B. 20

C. 19

D. কোনটাই নয়

উত্তর: C

11. প্রতি কিলোগ্রাম চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কতটা কমাতে হবে ?

A. 10%

B. 20%

C. 15%

D. 5%

উত্তর: A

12. কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে ?

A. 3 লিটার

B. 2 লিটার

C. 4 লিটার

D. 4.5 লিটার

উত্তর: C

13. এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয়মূল্যের উপর 10% লাভে বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে :

A. 10%

B. 9¹/₁₁%

C. 11⅑%

D. 12½%

উত্তর: B

14. একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?

A. 250 টাকা

B. 150 টাকা

C. 170 টাকা

D. 120 টাকা

উত্তর: B

15. A, B, C এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে, A এর অংশ : B এর অংশ = 2 : 3 এবং B এর অংশ : C এর অংশ = 4 : 5 হলে, C কত টাকা পাবে ?

A. 150 টাকা

B. 75 টাকা

C. 300 টাকা

D. 30 টাকা

উত্তর: A

16. কোনটি ক্ষুদ্রতম 0.4, 0.41, (0.4)², √4

A. 0.4

B. 0.41

C. (0.4)²

D. √4

উত্তর: C

17. কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করো ?

A. 27 : 20

B. 20 : 17

C. 20 : 27

D. 17 : 20

উত্তর: B

18. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যে সংখ্যাটিকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 6 ভাগশেষ থাকে ?

A. 400

B. 480

C. 500

D. 510

উত্তর: D

19. 9 জন লোক 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। কিন্তু 3 দিন পরে 6 জন লোক আরোও যুক্ত হলে , বাকি কাজটি কতদিনে শেষ হবে ?

A. 2 দিন

B. 3 দিন

C. 4 দিন

D. 5 দিন

উত্তর: B

20. নিলম ইংরেজিতে 70% নম্বর এবং অংকে 80 নম্বর পেয়েছে। যদি ইংরেজির জন্য 200 নম্বর ধার্য থাকে, তবে উভয় বিষয়ে তার প্রাপ্ত গড় নম্বর কত ?

A. 100

B. 110

C. 130

D. 75

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ