Ads Area

WBP MATH PART - 17

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. কফির বাজারদর 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে। ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ কত ?

A. একই থাকে

B. বৃদ্ধি 1%

C. হ্রাস 4%

D. হ্রাস 2.25%

উত্তর: D

2. চালের বাজারদর 24% বৃদ্ধি পাওয়ায়, একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ :

A. 26 কিলোগ্রাম

B. 25 কিলোগ্রাম

C. 28 কিলোগ্রাম

D. 27 কিলোগ্রাম

উত্তর: D

3. বাদাম তেলের বাজারদর 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচের হার :

A. একই থাকে

B. বৃদ্ধি 9%

C. হ্রাস 6%

D. হ্রাস 9%

উত্তর: D

4. একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি থাকে। তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত ?

A. 2520 লিটার

B. 2000 লিটার

C. 2500 লিটার

D. 2050 লিটার

উত্তর: B

5. একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটির 15% খালি থাকে। তবে পাত্রটি পূর্ণ করতে তেল ঢালতে হবে :

A. 160 লিটার

B. 90 লিটার

C. 180 লিটার

D. 170 লিটার

উত্তর: C

6. 27 কে এমন দুটি অংশে ভাগ করুন, যার একটি অংশ অপরটির 35% হয়। তবে সংখ্যা দুটি :

A. 18, 9

B. 21, 6

C. 24, 3

D. 20, 7

উত্তর: D

7. প্রতি কিলোগ্রাম চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে :

A. 10%

B. 20%

C. 15%

D. 5%

উত্তর: A

8. কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে ?

A. 8 লিটার

B. 6 লিটার

C. 9 লিটার

D. 8.5 লিটার

উত্তর: A

9. 9 জন লোক 8 দিনে একটি কাজ শেষ হতে পারে। কিন্তু 3 দিন পরে 6 জন লোক আরো যুক্ত হলে, বাকি কাজটি কতদিনে শেষ হবে ?

A. 2 দিন

B. 3 দিন

C. 4 দিন

D. 5 দিন

উত্তর: B

10. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যে সংখ্যাটিকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 6 ভাগশেষ থাকে ?

A. 400

B. 480

C. 500

D. 510

উত্তর: D

11. A এবং B একত্রে 40 দিনে একটি কাজ করে, একসঙ্গে 20 দিন কাজ করার পর A চলে গেলে B 30 দিনে বাকি কাজ সম্পূর্ণ করে তবে A একা কাজটি কত দিনে করবে ?

A. 110 দিন

B. 120 দিন

C. 130 দিন

D. 140 দিন

উত্তর: B

12. 150 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করলে 250 মিটার লম্বা প্লাটফর্ম কে অতিক্রম করতে কত সময় নেবে ?

A. 32 সেকেন্ড

B. 20 সেকেন্ড

C. 24 সেকেন্ড

D. 30 সেকেন্ড

উত্তর: A

13. দুটি নল A ও B দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয় কিন্তু C নলটি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6 টায় অর্ধপূর্ণ চৌবাচ্চাটির তিনটি নল একসঙ্গে নল দেওয়া হলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে ?

A. দুপুর 12 টা

B. সন্ধ্যে 6 টা

C. রাত 12 টা

D. কোনটি নয়

উত্তর: A

14. কিছু পরিমান টাকা 20 বছরে সুদে-আসলে দ্বিগুন হয়। 60 বছরে ওই টাকা সুদে আসলে কতগুন হবে ?

A. 3

B. 4

C. 5

D. 6

উত্তর: B

15. কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এ যথাক্রমে 5500 ও 5000 টাকা হলে, সুদের হার কত ?

A. 10%

B. 11%

C. 20%

D. 22%

উত্তর: C

16. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে ?

A. 4 1/6

B. 4

C. 2 1/5

D. 3

উত্তর: A

17. একটি ব্যবসায় A এবং B সমপরিমাণ টাকা রাখে কিন্তু 4 মাস পর A 1/4 অংশ তুলে নেয় এবং B 6 মাস পর 1/2 অংশ টাকা তুলে নেয় তবে বছরের শেষে A ও B এর লভ্যাংশের অনুপাত কত ?

A. 9:10

B. 10:9

C. 2:1

D. 1:2

উত্তর: B

18. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি ও 24 সেমি হলে, রম্বসের পরিসীমা কত ?

A. 40

B. 52

C. 60

D. 96

উত্তর: B

19. একটি বহুভুজের কর্ণের সংখ্যা 44 হলে, বাহুর সংখ্যা কত ?

A. 11

B. 22

C. 18

D. 20

উত্তর: A

20. 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিমি বেগে দৌড় দেয় । পুলিশটি তখন ঘন্টায় 12 কিমি বেগে তাকে তাড়া করলো, যখন পুলিশটি চোরকে ধরবে তখন চোরটা কত দূরত্ব অতিক্রম করেছিল ?

A. 750 মিটার

B. 900 মিটার

C. 800 মিটার

D. 1 কিমি

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ