Ads Area

WBP MATH PART - 15

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. যদি A:B = 3 : 4, B:C = 6 : 5 হয়, তাহলে A : B : C এর মান নির্ণয় করলে তা কত হবে ?

A. 1 : 2 : 3

B. 8 : 11 : 19

C. 9 : 11 : 10

D. 9 : 12 : 10

উত্তর: D

2. এক ব্যক্তি 800 টাকা ব্যাংকে জমা রেখে 5 বছর পরে সুদে আসলে 1200 টাকা পেলেন। ব্যাঙ্ক কী হারে সুদ দিয়েছে ?

A. 10%

B. 5%

C. 11%

D. 21%

উত্তর: A

3. 15 জন লোক 30 দিনে 1200 টাকা আয় করেন। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন ?

A. 990 টাকা

B. 811 টাকা

C. 1000 টাকা

D. 850 টাকা

উত্তর: C

4. বার্ষিক 3% হার সরল সুদে 1000 টাকার 4 বছরের সুদ কত ?

A. 100 টাকা

B. 120 টাকা

C. 110 টাকা

D. 140 টাকা

উত্তর: B

5. যে ট্রেনের গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার হলে, সেই ট্রেনটি 600 কিলোমিটার ভ্রমন করতে কত সময় নেবে ?

A. 23 ঘণ্টা

B. 20 ঘণ্টা

C. 24 ঘণ্টা

D. 16 ঘণ্টা

উত্তর: C

6. A, B ও C যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা ও 6000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। যদি বছরের শেষে 33000 টাকা লাভ হয়, তবে C কত টাকা পাবে ?

A. 14000 টাকা

B. 10000 টাকা

C. 19000 টাকা

D. 12000 টাকা

উত্তর: D

7. 25, 81 (সংখ্যাগুলোর মধ্য সমানুপাতি কত ? )

A. 36

B. 45

C. 49

D. 75

উত্তর: B

8. পরপর তিনটি সংখ্যার সমষ্টি 90 হলে, সংখ্যাগুলি কত ?

A. 29, 30, 31

B. 8, 9, 10

C. 31, 32, 33

D. 28, 29, 30

উত্তর: A

9. 28 ঘণ্টায় একজন শ্রমিক 500 টি পুতুল তৈরি করতে পারে। আরও 14 ঘণ্টা বেশি কাজ করলে কতগুলি বেশি পুতুল তৈরি হবে ?

A. 410 টি

B. 199 টি

C. 250 টি

D. 310 টি

উত্তর: C

10. এক ধরণের পিতলে তামা ও দস্তার অনুপাত 7 : 4 , এরূপ 33 কিলোগ্রাম পিতলে 6 কিলোগ্রাম দস্তা মেশালে তামা ও দস্তার নতুন অনুপাত কি হবে ?

A. 7 : 6

B. 1 : 6

C. 6 : 5

D. 8 : 9

উত্তর: A

11. একটি চিড়িয়াখানায় বাঘ ও শেয়াল মিলিয়ে মোট 60টি পশু আছে, যাদের গড়ে প্রতিদিন 10 কেজি মাংস দেওয়া হয়। বাঘ ও শেয়ালের দৈনিক গড়ে মাংসের পরিমাণ যথাক্রমে 12 কেজি ও 6 কেজি হলে, ওই চিড়িয়াখানায় কতগুলি বাঘ আছে ?

A. 15টি

B. 45টি

C. 20টি

D. 40টি

উত্তর: D

12. স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত 36:5 । স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে নৌকাটির সময় লাগে 5 ঘণ্টা 10 মিনিট। এটি ফেরত আসতে সময় লাগবে :

A. 5 ঘন্টা 50 মিনিট

B. 6 ঘন্টা

C. 6 ঘণ্টা 50 মিনিট

D. 12 ঘণ্টা 10 মিনিট

উত্তর: C

13. দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 25 মিনিট 30 মিনিটে ভর্তি করে ও একটি নিকাশি নল 1 মিনিটে 3 লিটার জল খালি করে। তিনটি নল একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হয়। চৌবাচ্চাটি জল ধারণ ক্ষমতা কত লিটার ?

A. 250 লিটার

B. 450 লিটার

C. 120 লিটার

D. 150 লিটার

উত্তর: B

14. একটি রেলপথে 26টি স্টেশন আছে। কতগুলি বিভিন্ন তৃতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে ?

A. 540

B. 600

C. 650

D. 500

উত্তর: C

15. A এবং B এর মধ্যে 3903 টাকা ভাগ করে দেওয়া হল, তাহলে 7 বছর পর A যে পরিমাণ টাকা পাবে, 9 বছর পর B সেই একই পরিমাণ টাকা পাবে। যদি সুদের হার 4% হয়। তাহলে B কত টাকা পেয়েছিল ?

A. 1875 টাকা

B. 2000 টাকা

C. 1866 টাকা

D. 2500 টাকা

উত্তর: A

16. কিছু টাকা A, B ও C এর মধ্যে ½ : ⅓: ¼ অনুপাতে ভাগ করায় B অপেক্ষা A, 400 টাকা বেশি পায়। তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল ?

A. 2400 টাকা

B. 2700 টাকা

C. 2600 টাকা

D. 2100 টাকা

উত্তর: C

17. অংশীদারি ব্যবসায় B, A অপেক্ষা 200 টাকা বেশি মূলধন বিনিয়োগ করে 3 মাসের জন্য এবং A মূলধন বিনিয়োগ করে 4 মাসের জন্য। মোট 520 টাকা লাভ থেকে A, B অপেক্ষা 40 টাকা বেশি লভ্যাংশ পায়। A ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল ?

A. 2500 টাকা

B. 3000 টাকা

C. 3200 টাকা

D. 1400 টাকা

উত্তর: D

18. A বছরের শুরুতে 12000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। B ও C যথাক্রমে 3 মাস ও 6 মাস পর ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে A, B ও C এর লভ্যাংশের অনুপাত 2 : 3 : 5 হলে, ব্যবসায় B কত টাকা বিনিয়োগ করেছিল ?

A. 18000 টাকা

B. 22000 টাকা

C. 24000 টাকা

D. 30000 টাকা

উত্তর: C

19. A, B ও C একটি যৌথ ব্যবসায় 1 : 2 : 3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1 : 2 : 3 হলে, তাদের লাভের অনুপাত কত ?

A. 3 : 2 : 1

B. 1 : 2 : 3

C. 1 : 4 : 9

D. 9 : 4 : 1

উত্তর: C

20. একটি ব্যবসায় রাম, যদু ও আলি তিনজন অংশীদার যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 480 টাকা হলে, যদুর অংশ কত ?

A. 200 টাকা

B. 160 টাকা

C. 120 টাকা

D. 140 টাকা

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ