1. এক ব্যক্তি 423 টাকায় একটি স্টোভ বিক্রি করায় তার 6% ক্ষতি হয়। কত টাকায় স্টোভটি বিক্রয় করলে তার 8% লাভ হবে ?
উত্তর: C
2. 3000 টাকাকে এমন দুটি অংশে ভাগ করুন যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। প্রথম অংশের পরিমাণ কত টাকা ?
উত্তর: A
3. 10 বছর আগে A এর বয়স B এর অর্ধেক ছিল। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3 : 4 হলে, বর্তমান বয়সের সমষ্টি কত ?
উত্তর: C
4. দুটি সংখ্যার অনুপাত 5 : 4 , সংখ্যাদুটির উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 6 : 5 , সংখ্যা দুটি কি কি ?
উত্তর: B
5. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5 : 4 , তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুনফল অপেক্ষা 84 বেশি । সংখ্যা দুটির যোগফল কত ?
উত্তর: B
6. একটি সৈন্য শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পরে 800 জন সৈন্য অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে ?
উত্তর: B
7. চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে ?
উত্তর: A
8. একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 90 কিমি পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিমি/ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় কম লাগত। ট্রেনটির প্রাথমিক বেগ কত ?
উত্তর: A
9. 8 টাকা কেজি এবং 12 টাকা কেজি দরের নুন মিশিয়ে 100 কেজি মিশ্রিত নুন তৈরি করলে প্রতি কেজির ক্রয়মূল্য 10 টাকা হল। দুই প্রকার নুন কত কেজি করে মেশান হলো ?
উত্তর: D
10. 37391 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ?
উত্তর: A
11. কিছু লোক একটি কাজ 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগেই শেষ হয় । প্রথমে কতজন লোক ছিল ?
উত্তর: A
12. A একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর A চলে যায়। বাকি কাজ B শেষ করে 8 দিনে। তবে B একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?
উত্তর: B
13. কোনো টাকা সুদে আসলে 7 বছরে তিনগুন হলে, সেই একই পরিমাণ টাকা কত বছরে 5 গুণ হবে ?
উত্তর: C
14. 12000 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 7% ও 12% হারে জমা করলে 3 বছর পর 3600 টাকা সুদ পাওয়া যাবে। অংশ দুটির অনুপাত কত ?
উত্তর: D
15. একই সুদের হারে কোনো আসল 7 বছরে সুদে-আসলে 1872 টাকা এবং 4 বছরে 1584 টাকা হয়। আসল টাকার পরিমাণ নির্ণয় করুন ?
উত্তর: B
16. 95000 টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করো যেনো প্রথমটির 10% হারে, দ্বিতীয়টির 4% হারে এবং তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হয়। ক্ষুদ্রতম অংশটি কত ?
উত্তর: A
17. A, B, C তিনজন অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5 : 6 : 4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 2 : 5 : 6 হলে তাদের লভ্যাংশ কি অনুপাতে ভাগ হবে নির্ণয় করুন ?
উত্তর: A
18. A ও B যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। B দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে । যদি 800 টাকা লাভ হয় তবে A কত টাকা পাবে ?
উত্তর: A
19. একটি ব্যবসাতে A, B, C এর মূলধনের অনুপাত 2 : 3 : 4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5 : 4 : 3 হয় । মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত নির্ণয় করুন ?
উত্তর: B
20. কোন ব্যবসায় 7000 টাকা মূলধনের মধ্যে রাম, শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে, রাম কত টাকা লভ্যাংশ পাবেন ?
উত্তর: A
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।