Ads Area

WBP MATH PART - 13

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. দুটি সংখ্যার যোগফল 208, তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি ?

A. 26, 182

B. 104, 104

C. 13, 195

D. 52, 156

উত্তর: C

2. একটি চৌবাচ্চায় 2100 লিটার জল আছে। চৌবাচ্চাটি 35% ভর্তি আছে। চৌবাচ্চাটির জলধারণ ক্ষমতা কত লিটার ?

A. 5000 লিটার

B. 8000 লিটার

C. 6000 লিটার

D. 4000 লিটার

উত্তর: C

3. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 20 ও 48 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে ?

A. 251

B. 336

C. 444

D. 548

উত্তর: A

4. কিছু টাকা 5 বছরের জন্য সরল সুদে রাখা হয়। সুদের হার আরোও 10% বেশি হলে, আরও 2000 টাকা বেশি পাওয়া যেত। কত টাকা রাখা হয়েছিল ?

A. 3000 টাকা

B. 4000 টাকা

C. 5000 টাকা

D. 6000 টাকা

উত্তর: B

5. P বালতিতে Q বালতির চেয়ে 3 গুণ জল বেশি ধরে। একটি চৌবাচ্চা P বালতি দিয়ে 60 বালতি জলে পূর্ণ হয় । যদি প্রতিবারে P ও Q দুই বালতি করে জল ঢালা হয়, কতবারে চৌবাচ্চাটি পূর্ণ হবে ?

A. 30

B. 40

C. 45

D. 90

উত্তর: C

6. একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি আরও 100 টাকা বেশি দামে দ্রব্যটি বিক্রি করা হত, তাহলে 10% লাভ হত, দ্রব্যটির কেনা দাম কত টাকা ?

A. 300 টাকা

B. 400 টাকা

C. 500 টাকা

D. 600 টাকা

উত্তর: B

7. রমেন 3000 টাকায় একটি টিভি ও একটি রেডিও কিনলো। টিভিটি 20% লাভে ও রেডিওটি 10% ক্ষতিতে বিক্রয় করল। মোটের ওপর রমেনের 2% লাভ হল। টিভিটির কেনা দাম কত টাকা ছিল ?

A. 1000 টাকা

B. 1100 টাকা

C. 1200 টাকা

D. 1300 টাকা

উত্তর: C

8. 9টি আপেলের মধ্যে একটি 120 গ্রামের আপেল সরিয়ে আরেকটি আপেল রাখলে 9টি আপেলের গড় ওজন 20 গ্রাম বাড়ল, নতুন আপেলটির ওজন কত গ্রাম ?

A. 180 গ্রাম

B. 200 গ্রাম

C. 260 গ্রাম

D. 300 গ্রাম

উত্তর: D

9. এক বছর আগে রিমার বয়স তার মেয়ের বয়সের 4 গুন ছিল। 6 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের চেয়ে 9 বছর বেশি হবে। বর্তমানে রিমা ও তার মেয়ের বয়সের অনুপাত কত ?

A. 13 : 4

B. 14 : 4

C. 15 : 3

D. 16 : 7

উত্তর: A

10. কিছু শ্রমিক দৈনিক 7 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করে। দৈনিক 6 ঘন্টা কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে ?

A. 15 জন

B. 26 জন

C. 22 জন

D. 21 জন

উত্তর: D

11. 10000 থেকে বৃহত্তম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 32, 36, 48, 54 দ্বারা বিভাজ্য হবে ?

A. 8272

B. 7408

C. 9136

D. 8674

উত্তর: C

12. 320টি কম্পিউটারের বিক্রয়মূল্য 400টি কম্পিউটারের ক্রয়মূল্যের সাথে সমান হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত ?

A. 10%

B. 20%

C. 25%

D. 30%

উত্তর: C

13. একটি দ্রব্যের ধার্য্যমূল্য নির্দিষ্ট। একজন দোকানদার ওই মূল্যের 2/3 দামে দ্রব্যটি বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। ধার্য্যমূল্যে বিক্রি করলে লাভের শতকরা হার কত ?

A. 24%

B. 33⅓%

C. 30%

D. 35%

উত্তর: D

14. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে । তাদের মূল্যের অনুপাত 5 : 3 : 2 হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কটি আছে ?

A. 150 টি

B. 250 টি

C. 180 টি

D. 123 টি

উত্তর: C

15. বিজয় একটি কাজ 25 দিনে করতে পারে এবং সৌরভ 20 দিনে করতে পারে। তারা একত্রে 5 দিন কাজ করার পর বিজয় চলে যায়। তাহলে সৌরভ বাকি কাজটি কতদিনে শেষ করবে ?

A. 11 দিন

B. 12 দিন

C. 15 দিন

D. 18 দিন

উত্তর: A

16. কোন একটি পরিবারের বছরের প্রথম 4 মাসের খরচ 4500 টাকা এবং শেষ 8 মাসের খরচ 4800 টাকা। যদি পরিবারটির বাৎসরিক সঞ্চয় 6600 টাকা হয় তাহলে পরিবারটির গড় মাসিক আয় কত ?

A. 5100 টাকা

B. 5200 টাকা

C. 5250 টাকা

D. 4890 টাকা

উত্তর: C

17. প্রথম ও দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়ো । প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত ?

A. 100%

B. 150%

C. 80%

D. 120%

উত্তর: C

18. একটি পরীক্ষায় 100 টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 বরাদ্দ রয়েছে। কিন্তু ভুল উত্তর দিলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ⅓ নম্বর কেটে দেওয়া হবে। একজন ছাত্র 88 টি প্রশ্নের উত্তর দিয়ে 72 নম্বর পেল। ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল ?

A. 75 টি

B. 78 টি

C. 72 টি

D. 76 টি

উত্তর: D

19. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 2 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 1 কিমি যায় 20 মিনিটে।স্থির জলে 5 কিমি যেতে নৌকাটির সময় কত লাগবে ?

A. 2 ঘন্টা 30 মিনিট

B. 2 ঘন্টা

C. 4 ঘন্টা

D. 1 ঘন্টা 15 মিনিট

উত্তর: A

20. একটি চৌবাচ্চায় দুটি ছিদ্র আছে। প্রথম ছিদ্রটি 8 মিনিটে ও দ্বিতীয় ছিদ্রটি 12 মিনিটে ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে । দুটি ছিদ্র একত্রে কার্যকরী হলে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে ?

A. ⅘ মিনিটে

B. 4⅘ মিনিটে

C. 5 মিনিটে

D. 4⅗ মিনিটে

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ