1. দুটি সংখ্যার গসাগু 29 ও তাদের লসাগু 1827 । একটি সংখ্যা 203 হলে, অপর সংখ্যাটি কত ?
উত্তর: C
2. একটি ছাত্রকে কোনো সংখ্যাকে 27 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু সে 72 দিয়ে গুণ করেছে। এর ফলে সে সঠিক উত্তরের চেয়ে 315 বেশি পেয়েছে। তাকে প্রথমে কত সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছে ?
উত্তর: A
3. রিমা একটি রেডিও 25% লাভে বিক্রয় করে । যদি সে রেডিওটি 20% বেশি দামে কিনতো ও 10 টাকা বেশিতে বিক্রি করত তাহলে তার 7½% লাভ হত। রেডিওটির ক্রয়মূল্য কত টাকা ?
উত্তর: D
4. দশটি সংখ্যার গড় হল 40 । তার মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার গড় হল 42 ও শেষ চারটি সংখ্যার গড় হল 35 । ষষ্ঠ সংখ্যাটি কত ?
উত্তর: D
5. এক ব্যক্তি 9 টাকায় 7টি করে এক বাক্স পেন্সিল ক্রয় করেন ও 11 টাকায় 8টি করে বিক্রি করেন। এই ক্ষেত্রে তার 10 টাকা লাভ হয়। বাক্সে কতগুলি পেন্সিল ছিল ?
উত্তর: B
6. পরপর দুবার 25% ও 7% ছাড় দেওয়ার ফলে শতকরা কত ছাড় দেওয়া হয় ?
উত্তর: B
7. এক বিক্রেতা ক্রয়মূল্যের উপর 20% বেশি দাম চাপিয়ে রাখে ও বিক্রি করার সময় 15% ছাড় দেন । তাহলে তার লাভ কত ?
উত্তর: C
8. একটি কাজ 30 দিনে শেষ করার জন্য 18 জন লোক নিয়োগ করা হয়। 20 দিন পরে 6 জন লোক চলে যায়। তাহলে বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে ?
উত্তর: C
9. একটি শহরের 4000 বাসিন্দার মধ্যে অর্ধেক পড়েন "A" সংবাদপত্র, 45% পড়েন "B" সংবাদপত্র ও 25% "A" বা "B" কোনো সংবাদপত্রই পড়েন না। তাহলে কতজন দুই সংবাদপত্রই পড়েন ?
উত্তর: A
10. 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ?
উত্তর: D
11. যদি 3422213** সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয় তাহলে ** চিহ্নিত স্থানে অঙ্কদুটিকে নির্বাচন করেন ?
উত্তর: A
12. কোনো দোকানদার 40টি আমের ক্রয়মূল্যে 32টি আম বিক্রয় করলে উহার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করুন ?
উত্তর: D
13. A, B কে 4800 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যাতে তার 20% ক্ষতি হয়। A এর ক্রয়মূল্যের 15% লাভে B, C কে বিক্রি করে। B এর লাভের পরিমাণ কত ?
উত্তর: D
14. সোনা জলের থেকে 19 গুন এবং তামা জলের থেকে 9 গুন ভারী। কোন অনুপাতে সোনা ও তামাকে মিশ্রিত করলে মিশ্রণটি জলের তুলনায় 15 গুন ভারী হবে ?
উত্তর: D
15. কোন একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েও 298টি ভোটে পরাজিত হয়েছেন। নির্বাচনটিতে মোট কতগুলি ভোট পড়েছিল ?
উত্তর: B
16. রহিম 16 km/hr বেগে সাইকেল চালিয়ে x থেকে y তে যায় । কমল একই সময় সাইকেল চালিয়ে y থেকে x এ আসে। রহিম ও কমল যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘণ্টায় যাত্রাটি সম্পন্ন করলে, রহিমের গতিবেগ কত? (km/hr)
উত্তর: A
17. A একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর A চলে যায়। B বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন লাগবে ?
উত্তর: A
18. এক সাইকেল আরোহী তার যাত্রাপথের তিনটি সমান দূরত্ব 30 কিমি/ঘণ্টা, 15 কিমি/ঘণ্টা, 10 কিমি/ঘণ্টা হিসাবে অতিক্রম করে। যাত্রাপথের গড়বেগ কত ?
উত্তর: B
19. মান নির্ণয় করুন: (3x + y) (2x - 3y)
উত্তর: C
20. স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘণ্টা। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 1 কিমি । স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে ?
উত্তর: B
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।