Ads Area

WBP MATH PART - 10

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. 36/125, 1¹⁷/₂₅ , 54/55 -এর লসাগু কত ?

A. 108/375

B. 5/756

C. 151²/₅

D. 151⅕

উত্তর: D

2. এক অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লায় কারচুপি করে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম মাল দেয়। ওই ব্যবসায়ীর শতকরা লাভের হার কত ?

A. 5%

B. 4¹/₆%

C. 5⁵/₁₉%

D. 6¼%

উত্তর: C

3. বার্ষিক 4% সরল সুদে কিছু টাকা জমা রাখার 3 বছর পর সুদে-আসলে 2240 টাকা হয়। বার্ষিক 3½% সরল সুদের সমপরিমাণ টাকার 6 মাসের সুদ কত ?

A. 50 টাকা

B. 35 টাকা

C. 30 টাকা

D. 70 টাকা

উত্তর: B

4. প্রতি লিটার 10 টাকার দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 8 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে ?

A. 2:3

B. 1:2

C. 2:1

D. 3:1

উত্তর: C

5. একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3 । 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমান দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:1 ?

A. 2 কেজি

B. 3 কেজি

C. 5 কেজি

D. 8 কেজি

উত্তর: A

6. একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49 । দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50 ?

A. 51

B. 55

C. 59

D. 60

উত্তর: C

7. কোন সংখ্যার বর্গ থেকে (9)² বিয়োগ করলে 544 পাওয়া যায় । সংখ্যাটি কত ?

A. 26

B. 27

C. 32

D. 25

উত্তর: D

8. দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট এবং 7 মিনিটে পূর্ণ করতে পারে। প্রতি নলকে পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলে রাখা হয়। কত সময়ে নলদুটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে ?

A. 5 মিনিটে

B. 5⅔ মিনিটে

C. 6³/₇ মিনিটে

D. 1¼ মিনিটে

উত্তর: C

9. রামের কাছে 16000 টাকা ছিল। সে গচ্ছিত টাকার কিছু অংশ বাৎসরিক 8% এবং বাকি অংশ বাৎসরিক 9% সরল সুদের হারে বিনিয়োগ করল। বছরের শেষে সে সুদ বাবদ 1340 টাকা পেল। 8% হারে রাম কত টাকা বিনিয়োগ করেছিল ?

A. 10000 টাকা

B. 12000 টাকা

C. 6000 টাকা

D. 8000 টাকা

উত্তর: A

10. যদি একটি ছাত্র 5 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে স্কুলে যায় তাহলে তার 30 মিনিট দেরি হয়। যদি সে 6 কিমি/ঘণ্টা বেগে যায় তাহলে মাত্র 5 মিনিট দেরি হয়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ?

A. 12.5 কিমি

B. 13.5 কিমি

C. 15.5 কিমি

D. 10.5 কিমি

উত্তর: A

11. স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘণ্টা । স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘণ্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে ?

A. 32 ঘণ্টা

B. 40 ঘণ্টা

C. 35 ঘণ্টা

D. 30 ঘণ্টা

উত্তর: D

12. 45 জন ছেলেমেয়ের মধ্যে 39 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হল যাতে প্রত্যেক ছেলে 1 টাকা ও প্রত্যেক মেয়ে 50 পয়সা করে পেল। কতজন ছেলে ছিল ?

A. 12

B. 33

C. 10

D. 30

উত্তর: B

13. দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত 2:1 এবং 7:2 । এই দুই প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে ?

A. 8:3

B. 3:8

C. 2:5

D. 5:2

উত্তর: A

14. A এর মান B এর থেকে 25% বেশি । B এর মান A অপেক্ষা শতকরা কত কম ?

A. 25%

B. 33⅓%

C. 20%

D. 16⅔%

উত্তর: C

15. চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কিলোগ্রাম চিনির পূর্বমূল্য নির্ণয় করুন ।

A. 9 টাকা

B. 8 টাকা

C. 12 টাকা

D. 10 টাকা

উত্তর: D

16. 3000 টাকা যতদিনে সুদেমূলে 4321 টাকা হয়েছে তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধিহারে সুদেমূলে কত হবে ?

A. 3400 টাকা

B. 3600 টাকা

C. 3800 টাকা

D. 3500 টাকা

উত্তর: B

17. বিক্রয় মূল্য দ্বিগুণ হল এবং লাভ তিনগুণ হলো । লাভের শতকরা হার নির্ণয় করুন ?

A. 66⅔%

B. 100%

C. 105⅓%

D. 120%

উত্তর: B

18. একটি খামারের মুরগি ও ছাগল মিলিয়ে 70 টি প্রাণী আছে । তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে, ছাগলের সংখ্যা নির্ণয় করুন।

A. 50টি

B. 20টি

C. 40টি

D. 30টি

উত্তর: B

19. 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5 । ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে নতুন অনুপাত হয় 3:2 ?

A. 2.5 লিটার

B. 2 লিটার

C. 4 লিটার

D. 3⅓ লিটার

উত্তর: B

20. একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয় । নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে ?

A. 6 মিনিট

B. 6½ মিনিট

C. 10 মিনিট

D. 7½ মিনিট

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ