1. দুটি সংখ্যার অনুপাত 5 : 4 , সংখ্যাদুটির উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 6 : 5 , সংখ্যা দুটি কি কি ?
উত্তর: B
2. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5 : 4 , তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুনফল অপেক্ষা 84 বেশি । সংখ্যা দুটির যোগফল কত ?
উত্তর: B
3. একটি সৈন্য শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পরে 800 জন সৈন্য অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাবারে বাকি সৈন্যদের কতদিন চলবে ?
উত্তর: B
4. চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে ?
উত্তর: A
5. একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 90 কিমি পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিমি/ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় কম লাগত। ট্রেনটির প্রাথমিক বেগ কত ?
উত্তর: A
6. 8 টাকা কেজি এবং 12 টাকা কেজি দরের নুন মিশিয়ে 100 কেজি মিশ্রিত নুন তৈরি করলে প্রতি কেজির ক্রয়মূল্য 10 টাকা হল। দুই প্রকার নুন কত কেজি করে মেশান হলো ?
উত্তর: D
7. 37391 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ?
উত্তর: A
8. কিছু লোক একটি কাজ 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগেই শেষ হয় । প্রথমে কতজন লোক ছিল ?
উত্তর: A
9. A একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর A চলে যায়। বাকি কাজ B শেষ করে 8 দিনে। তবে B একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?
উত্তর: B
10. কোনো টাকা সুদে আসলে 7 বছরে তিনগুন হলে, সেই একই পরিমাণ টাকা কত বছরে 5 গুণ হবে ?
উত্তর: C
11. একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একটি কাজ 3,4 ও 12 দিনে করতে পারে। 1 জন পুরুষ ও 1 জন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটি 1/4 দিনে করতে পারবে ?
উত্তর: C
12. A এর আয় B এর থেকে 10% বেশি হলে, B এর আয় A এর থেকে শতকরা কত কম ?
উত্তর: A
13. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে, তার ক্ষেত্রফল কত ?
উত্তর: C
14. সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুন হলে, কত বছরে 8 গুন হবে ?
উত্তর: A
15. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7 । সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে, সংখ্যা টি কত ?
উত্তর: C
16. পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে ?
উত্তর: C
17. একটি বিদ্যালয়ের 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9 । কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3 । কতজন ছাত্র যোগদান করে ?
উত্তর: B
18. 7 : 13 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2 : 3 হবে ?
উত্তর: A
19. দুটি সংখ্যার অনুপাত 5 :6 এবং তাদের গসাগু 7 হলে, সংখ্যা দুটির গসাগু কত ?
উত্তর: A
20. সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে ?
উত্তর: C
21. একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
উত্তর: B
22. একটি সংখ্যাকে 10% কমানো হলে, সংখ্যাটি হয় 30,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
উত্তর: B
23. মান নির্নয় : (√32+√48)/(√8+√12) = ?
উত্তর: D
24. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900 কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকে ।
উত্তর: C
25. দুটি সংখ্যার অনুপাত 4 : 3, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3 : 2 । সংখ্যা দুটি কত ?
উত্তর: B
26. একটি মিশ্রণে লবণের পরিমাণ 12%, 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ হয় 17% । তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত ?
উত্তর: B
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 90 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।