Ads Area

WBP CONSTABLE MOCK TEST 1

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram
👆Click Here to change language of Test MCQs

1. মৃণালিনী সারাবাঈ কোন নৃত্যের জন্য বিখ্যাত ?

A. ওড়িশি

B. কত্থক

C. ভারতনাট্যম

D. মোহিনীঅট্টম

উত্তর: C

2. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল ?

A. পালি

B. মাগধি

C. প্রাকৃত

D. সংস্কৃত

উত্তর: A

3. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন ?

A. কবীর

B. চৈতন্যদেব

C. নামদেব

D. কেউই না

উত্তর: A

4. পেনাল্টি কর্ণার কোন খেলায় ব্যবহার করা হয় ?

A. গলফ

B. হকি

C. ক্রিকেট

D. কোনোটিই নয়

উত্তর: B

5. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ?

A. 28 শে ফেব্রুয়ারি

B. 1 লা মার্চ

C. 1 লা জানুয়ারি

D. 24 শে ফেব্রুয়ারি

উত্তর: A

6. "সত্যমেব জয়তে" কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

A. অর্থশাস্ত্র

B. বুদ্ধচরিত

C. মুণ্ডক উপনিষদ

D. মহাভারত

উত্তর: C

7. আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন ?

A. মৌর্য যুগ

B. গুপ্ত যুগ

C. পাল যুগ

D. কোনোটিই নয়

উত্তর: B

8. মিড ডে মিল কবে চালু হয় ?

A. 1975 খ্রি:

B. 1980 খ্রি:

C. 1995 খ্রি:

D. 1997 খ্রি:

উত্তর: C

9. UPI কথাটির পুরো নাম কি ?

A. Unique Payment Interface

B. Unified Payment Interface

C. Unique Payment Internet

D. Unified Payment Interchange

উত্তর: B

10. পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অঞ্চল ?

A. 5 শতাংশ

B. 2 শতাংশ

C. 1 শতাংশ

D. 4 শতাংশ

উত্তর: C

11. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

A. আমেরিকা

B. চীন

C. রাশিয়া

D. ইংল্যান্ড

উত্তর: A

12. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ?

A. চেন্নাই

B. থাঞ্জাভুর

C. কন্যাকুমারী

D. করমন্ডল উপকূল

উত্তর: B

13. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য (Chancellor) হলেন :

A. রাজ্যের মুখ্যমন্ত্রী

B. রাজ্যের শিক্ষামন্ত্রী

C. রাজ্যের রাজ্যপাল

D. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

উত্তর: C

14. তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হল :

A. দামোদর

B. কংসাবতী

C. শিলাবতী

D. ময়ূরাক্ষী

উত্তর: D

15. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়কে বিশেষজ্ঞ কর্তৃক সংবিধানের আত্মা বলা হয়ে থাকে ?

A. প্রস্তাবনা

B. নির্দেশমূলক নীতি

C. মৌলিক অধিকার

D. কোনোটিই নয়

উত্তর: A

16. ভারতের বৃহত্তম তৈলশোধনাগার কোথায় অবস্থিত ?

A. হলদিয়া

B. মথুরা

C. জামনগর

D. মুম্বাই

উত্তর: C

17. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি ?

A. মেইনফ্রেম কম্পিউটার

B. মাইক্রো কম্পিউটার

C. সুপার কম্পিউটার

D. মিনি ফ্রেম কম্পিউটার

উত্তর: C

18. বেদুইন কোন লেখকের ছদ্মনাম ?

A. মনীশ ঘটক

B. দেবেশ চন্দ্র রায়

C. নিখিল সরকার

D. বিনয় ঘোষ

উত্তর: B

19. নিম্নের কোনটি রূপান্তরিত শিলা ?

A. গ্রানাইট

B. মার্বেল

C. স্যান্ড স্টোন

D. ব্যাসল্ট

উত্তর: B

20. BRICS , নিম্নোক্ত কোন দেশটি "B" কে নির্দেশ করে ?

A. বাংলাদেশ

B. বেলজিয়াম

C. ব্রাজিল

D. বাহারিন

উত্তর: C

21. সম্প্রতি বীর চক্র সম্মানে সম্মানিত হলেন কে?

A. মেজর ভুরে

B. অভিনন্দন বর্তমান

C. বিভূতি শংকর

D. সোমনাথ দাস

উত্তর: B

22. ৫ম বার ভারতের Cleanest City-র তকমা পেল কোন শহর?

A. ভোপাল

B. ইন্দোর

C. গুয়াহাটি

D. সুরাট

উত্তর: B

23. Century LED Ltd.-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

A. দেব

B. জিৎ

C. শাশ্বত চট্টোপাধ্যায়

D. সৌরভ গাঙ্গুলি

উত্তর: D

24. NFHS Survey অনুযায়ী, ভারতে প্রতি ১০০০ পুরুষ অনুপাতে মহিলাদের সংখ্যা কত?

A. ১০২০

B. ১০১০

C. ৯৪০

D. ১০২২

উত্তর: A

25. কোন রাজ্যে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ বানাচ্ছে ভারতীয় রেলওয়ে?

A. মনিপুর

B. মেঘালয়

C. হিমাচলপ্রদেশ

D. সিকিম

উত্তর: A

26. Superlative degree of "Late" is :

A. Least

B. Later

C. Latter

D. Last

উত্তর: D

27. Mr. Roy is qualified _______ the post.

A. to

B. on

C. for

D. in

উত্তর: C

28. People is going to the Ramlilla ground to watch the Dussehra celebration. (Indicate the tense)

A. Simple Present

B. Present Continuous

C. Present Perfect

D. Present Perfect Continuous

উত্তর: B

29. Past Participle form of "Arise" is -

A. Arised

B. Arisd

C. Arose

D. Arisen

উত্তর: D

30. Meaning of "Come about" is :

A. Happen

B. Get

C. Take place

D. Enter

উত্তর: A

31. Ratanbabu is popular _______ the students.

A. for

B. to

C. with

D. from

উত্তর: C

32. Gandhiji _______ the non-violent movement .

A. lead

B. has led

C. leads

D. had led

উত্তর: D

33. Antonym of "Humble" is :

A. Lowly

B. Proud

C. Submissive

D. None of these

উত্তর: B

34. Opposite word of "Conscious"

A. Inconscious

B. Unconscious

C. Aware

D. Stupid

উত্তর: B

35. Synonym of the word "Harmful"

A. Detrimental

B. Precious

C. Important

D. Inconvenient

উত্তর: A

36. Which kind of sentence : "Behave politely with others".

A. Imperative sentence

B. Assertive sentence

C. Exclamatory sentence

D. Optative sentence

উত্তর: A

37. He is as intelligent as his brother. (The sentence is in: )

A. Positive degree

B. Comparative degree

C. Superlative degree

D. None of these

উত্তর: A

38. The incident happened at night.

A. Come across

B. Bring up

C. Brought about

D. Bring out

উত্তর: C

39. He gave _______ expedious reply.

A. a

B. the

C. an

D. None of these

উত্তর: C

40. Choose the Correct Spelt word .

A. Intrspection

B. Introsection

C. Introsspection

D. Introspection

উত্তর: D

41. Which one of the following is a Common gender.

A. Person

B. Book

C. Moon

D. Man

উত্তর: A

42. Rina was blessed ______ her family.

A. to

B. with

C. in

D. for

উত্তর: C

43. ________ hard labour he failed.

A. In spite of

B. In view of

C. In the long run

D. In the midst of

উত্তর: A

44. He did it. (change the voice)

A. It was done by him.

B. It did him.

C. It has been done by him.

D. He has been done it.

উত্তর: A

45. This was an extra ordinary ship. (change into negative without changing meaning)

A. This was not an extra ordinary ship.

B. This was not an ordinary ship.

C. There is no ship as like it.

D. This is not an ordinary ship.

উত্তর: B

46. ______ Ramayana is _______ sacred book of _______ Hindus.

A. The, a, a

B. A, a, the

C. The, the, a

D. The, a, the

উত্তর: D

47. A lover of food. (one word substitution)

A. Gothic

B. Gourmet

C. Pastoral

D. None of these

উত্তর: B

48. A person who spends his money recklessly.

A. Profitter

B. Profligate

C. Prodigal

D. None of these

উত্তর: C

49. "A lover of oneself" is called:

A. Effeminate

B. Efferent

C. Egoist

D. None of these

উত্তর: C

50. Abundance (Choose the correct antonym)

A. Little

B. Scarcity

C. Plenty

D. Huge

উত্তর: B

51. জোসেফ একটি ঘড়ি 20% লাভে শ্যমকে ও শ্যাম ওই ঘড়িটি 5% ক্ষতিতে রতনকে বিক্রি করে। মোটের উপর লাভের বা ক্ষতির শতকরা হার কত ?

A. 14% ক্ষতি

B. 14% লাভ

C. 12% লাভ

D. কোনোটিই নয়

উত্তর: B

52. 6 বছর পূর্বে A এর বয়স B এর বয়সের অর্ধেক ছিল। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3 : 5 । বর্তমানে B এর বয়স কত ?

A. 26 বছর

B. 46 বছর

C. 52 বছর

D. কোনোটিই নয়

উত্তর: B

53. কোন একটি হোটেলে মধ্যাহ্নভোজনের সময় 60% মানুষ নিরামিষ খাবার, 30% মানুষ আমিষ খাবার এবং 15% মানুষ উভয় ধরনের খাবার অর্ডার করেন। যদি হোটেলে 96 জন মানুষ উপস্থিত থাকেন, সেক্ষেত্রে কতজন মানুষ কোনো ধরনের খাবার অর্ডার করেননি ?

A. 20 জন

B. 24 জন

C. 26 জন

D. 28 জন

উত্তর: B

54. একজন সাইকেল আরোহী প্রথম মিনিটে 50 মিটার, 90 মিটার দ্বিতীয় মিনিটে এবং 130 মিটার তৃতীয় মিনিটে যায়। 15 মিনিটে সে কতটা দূরত্ব যায় ? (মিটার)

A. 610 মিটার

B. 750 মিটার

C. 1000 মিটার

D. 650 মিটার

উত্তর: A

55. একজন ব্যাটসম্যানের 40টি ইনিংসের রানের গড় 60 । তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের অন্তর 178 । যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয় তাহলে তার রানের গড় 2 কমে যাবে। তার সর্বোচ্চ রান কত ?

A. 173 রান

B. 179 রান

C. 187 রান

D. 192 রান

উত্তর: C

56. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে ?

A. 756

B. 504

C. 754

D. 506

উত্তর: D

57. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমির 3/4 অংশ যায় 11¼ মিনিটে ও স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করে 7½ মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ কত ?

A. 2 কিমি/ঘণ্টা

B. 3 কিমি/ঘণ্টা

C. 4 কিমি/ঘণ্টা

D. 5 কিমি/ঘণ্টা

উত্তর: D

58. 12 টি পাম্প প্রত্যহ 6 ঘণ্টা কার্যকরী থেকে একটি চৌবাচ্চা 15 দিনে ভর্তি করে। তাহলে কতগুলি পাম্প প্রত্যহ 9 ঘণ্টা কাজ করে ওই চৌবাচ্চা 12 দিন ভর্তি করবে ?

A. 8 টি

B. 9 টি

C. 10 টি

D. 11 টি

উত্তর: C

59. শতকরা বার্ষিক 12½ টাকা হার সুদে কত টাকা 10 বছরে সুদে-আসলে 2250 টাকা হয় ?

A. 1500 টাকা

B. 1200 টাকা

C. 900 টাকা

D. 1000 টাকা

উত্তর: D

60. কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে হয় 35% ?

A. 6 লিটার

B. 8.4 লিটার

C. 6.4 লিটার

D. 8 লিটার

উত্তর: A

61. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুন বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল কতগুণ হবে?

A. 15গুণ

B. 16গুণ

C. 17 গুণ

D. 18গুণ

উত্তর: B

62. A নলটি 20 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। অপরদিকে B নলটি 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করতে পারে। প্রতিটি নল একের পর এক 1 মিনিট করে খোলা থাকলে, চৌবাচ্চাটি কত তাড়াতাড়ি ভর্তি হবে যদি A নলটিকে আগে খোলা হয় ?

A. 114 মিনিট

B. 87⅓ মিনিট

C. 115 মিনিট

D. 47⅙ মিনিট

উত্তর: C

63. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গসেমি; ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত?

A. 106 বর্গ সেমি

B. 122 বর্গ সেমি

C. 99 বর্গ সেমি

D. 88 বর্গ সেমি

উত্তর: C

64. 12 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত 2:3 হলে, কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:7 হবে ?

A. 3 লিটার

B. 5 লিটার

C. 2 লিটার

D. 4 লিটার

উত্তর: D

65. বছরের শুরুতে A, 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর B , 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় ?

A. 4 মাস

B. 5 মাস

C. 6 মাস

D. 7 মাস

উত্তর: D

66. A একটি কাজ 6 দিনে এবং B ওই কাজটি 5 দিনে শেষ করে। যদি তারা ওই কাজের জন্য মোট 220 টাকা পায়, তাহলে A কত টাকা ওই কাজের জন্য পাবে ?

A. 100 টাকা

B. 120 টাকা

C. 200 টাকা

D. 150 টাকা

উত্তর: A

67. 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করুন ?

A. 20 টাকা

B. 16 টাকা

C. 10 টাকা

D. 25 টাকা

উত্তর: B

68. এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘণ্টা বেগে গেল এবং 2 কিমি/ঘণ্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ?

A. 6

B. 5

C. 5.5

D. 6.5

উত্তর: A

69. একটি ট্রেন তার নিজস্ব বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছোয়। যদি ট্রেনটি নিজস্ব বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছোবে ?

A. 4 ঘণ্টা

B. 5 ঘণ্টা

C. 6 ঘণ্টা

D. 7 ঘণ্টা

উত্তর: C

70. একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়। স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত ?

A. 30, 10

B. 40, 20

C. 30, 15

D. কোনোটিই সঠিক নয়

উত্তর: A

71. পদযাত্রা : রাস্তা :: পৃথিবী : ?

A. কক্ষ

B. সূর্য

C. মহাকাশ

D. সৌরমন্ডল

উত্তর: A

72. IC : 6 :: DP : ?

A. 14

B. 10

C. 12

D. 16

উত্তর: C

73. ZRYQ : KCJB :: PHOG : ?

A. TSLK

B. ISJT

C. ELDK

D. TLSK

উত্তর: D

74. 8 : 28 :: 27 : ?

A. 28

B. 8

C. 64

D. 65

উত্তর: D

75. সিরিজ সম্পূর্ণ করো : 70, 35, 14, 4.2, ?

A. 1.33

B. 0.084

C. 0.84

D. 8.04

উত্তর: C

76. সিরিজ সম্পূর্ণ করো : 1, 1, 5, 21, 57, 121, ?

A. 212

B. 221

C. 233

D. 222

উত্তর: B

77. ডিকশনারি অনুযায়ী সাজালে সঠিকক্রম কি হবে : 1.Noble 2.Nobilitary 3.Noblesse 4.Nobility 5.Nobble ?

A. 1,4,3,2,5

B. 3,4,1,2,5

C. 5,2,4,1,3

D. 2,4,3,5,1

উত্তর: C

78. একটি ক্লাসে রোহিতের স্থান 11 তম, যারা পাশ করেছে সেই তালিকার নিচ থেকে রোহিতের স্থান 31 তম । 3 জন যদি পরীক্ষা না দিয়ে থাকে এবং 1 জন ফেল করলে, ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত ?

A. 32

B. 42

C. 45

D. 46

উত্তর: A

79. একটি নিৰ্দিষ্ট কোডে AVANTIKA কে VNIAAATK লেখা হলে, MADURAI কে কোন কোডে লেখা হবে ?

A. AUAMARI

B. AUAIAUR

C. ARIMUAI

D. AUAMDRI

উত্তর: D

80. 1996 সালের প্রজাতন্ত্র দিবস শুক্রবার হলে, 2000 সালের স্বাধীনতা দিবস কোন বার হবে ?

A. মঙ্গলবার

B. সোমবার

C. শুক্রবার

D. শনিবার

উত্তর: A

81. প্রদত্ত শব্দের বর্ণ গুলো দিয়ে নিম্নের কোনটি তৈরি করা যাবে না : REFORMATION

A. REFRAIN

B. MOTION

C. REFRACT

D. FORMAT

উত্তর: C

82. সিরিজ সম্পূর্ণ করো : a b _ _ a _ c d _ b _ d

A. cbacad

B. cabdac

C. cdbaca

D. cbacad

উত্তর: C

83. যদি (+) মানে ভাগ, (×) মানে যোগ, (-) মানে গুন এবং (÷) মানে গুন বোঝায় তবে নিম্নের কোন সমীকরণ টি সঠিক ?

A. 46×6÷4-5+3=74

B. 46-6+4×5÷3=71

C. 46÷6×4-5+3=75.5

D. 46×6-4+5÷3=70.2

উত্তর: B

84. যদি 64×52=17, 48×56=23 এবং 74×35=19 হয় তবে 84×37 = ?

A. 32

B. 28

C. 22

D. 20

উত্তর: C

85. যদি একটি নিৰ্দিষ্ট কোডে PRISM কে লেখা হয় OSHTL, RUBLE কে লেখা হয় QVAMD তবে WHORL কে কি লেখা হবে ?

A. XIPSM

B. VINSK

C. UINSK

D. XGPQM

উত্তর: B

 

For each question, you will have 20 seconds to answer.

Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.

WBP Constable MOCK TEST
Part : 1
General Awareness & General Knowledge 25 Questions (25 marks)
English 10 Questions (10 marks)
Elementary Mathematics 25 Questions (25 marks)
Reasoning & Logical Analysis 25 Questions (25 marks)
Nagetive Marking .25(1/4)
Time: 60 minutes
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ