1. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?
উত্তর: A
2. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে -
উত্তর: A
3. বি.সি. রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: C
4. গঙ্গার একটি ডানদিকের উপনদীর নাম কি ?
উত্তর: A
5. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: D
6. কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম ?
উত্তর: C
7. 1946 -এ নৌ বিদ্রোহ কোথায় হয় ?
উত্তর: A
8. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন -
উত্তর: A
9. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তর: C
10. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?
উত্তর: C
11. কলকাতা পুলিশের হেড কোয়ার্টার?
উত্তর: A
12. উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কি রূপে ?
উত্তর: C
13. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: C
14. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো -
উত্তর: C
15. কলকাতা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: D
16. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: A
17. মেনিনজেস কী?
উত্তর: C
18. "Republic Law" কার লেখা বিখ্যাত বই?
উত্তর: A
19. পশ্চিমবঙ্গ পুলিশের হেড কোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তর: A
20. নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
উত্তর: B
21. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না?
উত্তর: D
22. সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Quinton de Kock, কোন দেশের উইকেট কিপার?
উত্তর: D
23. বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো?
উত্তর: C
24. সম্প্রতি কোথায় মেজর ধ্যান চাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করলো নরেন্দ্র মোদী ?
উত্তর: A
25. সম্প্রতি কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তর: A
26. The ______ door awakened the dog.
উত্তর: A
27. You _______ catch the train at once.
উত্তর: C
28. The car was ________ down the slope.
উত্তর: A
29. Loss of memory (One word substitution)
উত্তর: B
30. One who knows many languages.
উত্তর: B
31. The council of state passed by a ______ of its members.
উত্তর: B
32. He is ______ officer in ______ army.
উত্তর: A
33. Synonym of "Annoy" is -
উত্তর: D
34. Antonym of "Appeal" is :
উত্তর: C
35. One word of "The murder of brother" is -
উত্তর: B
36. He admitted his fault . ( Make it Negative)
উত্তর: C
37. Terrorism is_______ serious hazard to country.
উত্তর: B
38. He is affected ______ her manners:-
উত্তর: A
39. His pocket has been picked. ( Change the voice).
উত্তর: D
40. Antonym of "Buy" is :
উত্তর: B
41. Find the Exact opposite : FLIMSY
উত্তর: C
42. Find the Exact opposite : QUERULOUS
উত্তর: D
43. Find the meaning : AMENITIES
উত্তর: D
44. Find the meaning : UNIFORMITY
উত্তর: B
45. Find the correctly spelt word
উত্তর: B
46. Complete the sentence with the correct homonyms : She is such a charming hostess that friends consider her to be the soul of the party.
উত্তর: D
47. Choose the appropriate article : The return of Jerome Taylor and Ramnaresh Sarwan has made the West Indies ______ balanced team.
উত্তর: B
48. Find out the most appropriate group verb : As a powerful orator, he knows how to ______ the feelings of his audience.
উত্তর: B
49. Select the one which best expresses the same sentence in passive/active voice
উত্তর: B
50. Find the most effective word : Rohan and Rohit are twin brothers, but they do not look ______ .
উত্তর: D
51. A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?
উত্তর: D
52. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বয়স কত ?
উত্তর: A
53. A ও B একত্রে একটি কাজ 30 দিনে এবং B ও C একত্রে 40 দিনে করতে পারে। যদি C একা কাজটি 60 দিনে শেষ করে, তবে A একা কাজটি কতদিনে করবে ?
উত্তর: A
54. 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর 6টি ঘন্টা বাজে। 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে ?
উত্তর: D
55. ক্রয়মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত ?
উত্তর: D
56. দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3; তাদের মাসিক খরচের অনুপাত 5:8, যদি প্রত্যেকে প্রতিমাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন কত ?
উত্তর: B
57. 5টি নম্বরের সমষ্টি 555 । প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 । শেষ দুটি নম্বরের গড় কত ?
উত্তর: A
58. রেশন দোকানে ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। এক কেজি ময়দার বর্তমান দাম কত টাকা ?
উত্তর: C
59. 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3 টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত ?
উত্তর: B
60. এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?
উত্তর: D
61. কোনও জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হলে, লাভের বা ক্ষতির হার কত ?
উত্তর: A
62. এক ব্যক্তির 3 মাসের আয় তার 4 মাসের ব্যয়। তার বার্ষিক সঞ্চয় 10860 টাকা হলে ওই ব্যাক্তির মাসিক আয় কত ?
উত্তর: B
63. দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর 44 গুন, সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর সমষ্টি 1125, যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত ?
উত্তর: A
64. 30টি কলম এবং 75টি পেন্সিল কেনা হলো 510 টাকায়। যদি পেন্সিলের গড় মূল্য 2 টাকা হয়, তাহলে কলমগুলির গড় মূল্য কত টাকা ?
উত্তর: D
65. কোনও কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করে। কলেজে মোট ভোটার কতজন ছিল ?
উত্তর: B
66. 8 -এর বর্গের বর্গমূলের বর্গ কত ?
উত্তর: A
67. 25 জন মানুষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 850 টাকা আয় করে, তাহলে 40 জন মানুষ প্রত্যহ 6 ঘন্টা কাজ করে কত টাকা আয় করবে ?
উত্তর: C
68. কোনও দূর্গে 1400 জন মানুষের 28 দিনের খাদ্য আছে। 3 দিন পর 400 জন লোক চলে গেল। তাহলে ওই খাদ্যে বাকি মানিকের আর কতদিন চলবে ?
উত্তর: B
69. এক ব্যক্তি একটি রেডিও 355 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 425 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, রেডিওটির ক্রয়মূল্য কত ?
উত্তর: B
70. 12টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, লাভের হার কত ?
উত্তর: C
71. X ও Y এর একমাত্র কন্যা P, P এর একমাত্র কন্যা Q, R হল Y এর জামাই আর S হল R এর একমাত্র বোন। S , Q এর সম্পর্কে কি হবে ?
উত্তর: C
72. M=Q, N=J, O=X হলে MOONNY ও MOONMOON এই নামগুলো কিভাবে লেখা হবে ?
উত্তর: C
73. summer = sfnnvt হলে winter = ?
উত্তর: D
74. 12345678 সংখ্যাকে শেষ থেকে লিখে এই সংখ্যা বিয়োগ করা হলো। বিয়োগফল কত হবে ?
উত্তর: C
75. reason=567890 হলে season = কত ?
উত্তর: A
76. ENGLISH কে FOHMJTI লেখা হলে BENGALI কে কিভাবে লেখা হবে ?
উত্তর: C
77. A = 3, E = 4, I = 5, O = 6 আর U = 7 হলে, EDUCATION কে কিভাবে লেখা হবে ?
উত্তর: B
78. বেমানান শব্দ চিহ্নিত করো :
উত্তর: B
79. PENCIL : NEPLIC : : IRASER : ?
উত্তর: B
80. অভিষেক উত্তর-পশ্চিম দিকে 2 কিমি গেল। সেখানে সে clockwise 90° ঘুরে 2 কিমি গেল। সেখানে সে আবার clockwise 90° ঘুরে 2 কিমি গেল। সে এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছে ?
উত্তর: B
81. A, B এর থেকে লম্বা এবং C, D এর থেকে লম্বা ,যদি B, C এর থেকে বেঁটে না হয় তবে সবথেকে লম্বা কে ?
উত্তর: B
82. এক ব্যক্তি পূর্ব দিকে 7 কিমি গিয়ে দক্ষিণ দিকে 2 কিমি গেল, তারপর সে বাম দিকে বেঁকে 1 কিমি গেল,শেষে আবার বাম দিকে বেঁকে 17 কিমি গেল, শুরুর বিন্দু থেকে কত দূরে এখন সে রয়েছে ?
উত্তর: A
83. 60 : 15 :: * : 1/4 ?
উত্তর: C
84. শূন্যস্থান পূরণ করো : S, V, Y, B, __ ?
উত্তর: C
85. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে :
2, 7, 17, 37, ? , 157
উত্তর: C
For each question, you will have 20 seconds to answer.
Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.
WBP Constable | MOCK TEST |
---|---|
Part : | 1 |
General Awareness & General Knowledge | 25 Questions (25 marks) |
English | 10 Questions (10 marks) |
Elementary Mathematics | 25 Questions (25 marks) |
Reasoning & Logical Analysis | 25 Questions (25 marks) |
Nagetive Marking | .25(1/4) |
Time: | 60 minutes |
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।