Ads Area

WBP CONSTABLE MOCK TEST 6

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram
👆Click Here to change language of Test MCQs

1. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?

A. অরবিন্দ ঘোষ

B. যতীন দাস

C. বিপিনচন্দ্র পাল

D. বাদল গুপ্ত

উত্তর: A

2. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে -

A. পার্লামেন্ট দ্বারা

B. একটি সংবিধান সভার দ্বারা

C. সুপ্রিম কোর্ট দ্বারা

D. রাষ্ট্রপতি দ্বারা

উত্তর: A

3. বি.সি. রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?

A. সঙ্গীত

B. সাংবাদিকতা

C. চিকিৎসা

D. পরিবেশ

উত্তর: C

4. গঙ্গার একটি ডানদিকের উপনদীর নাম কি ?

A. শোন

B. কোশী

C. রামগঙ্গা

D. মহানন্দা

উত্তর: A

5. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

A. মধ্যপ্রদেশ

B. তামিলনাড়ু

C. মহারাষ্ট্র

D. কর্ণাটক

উত্তর: D

6. কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম ?

A. রাইন

B. লরেন্স

C. কল্কা

D. সিন্ধু

উত্তর: C

7. 1946 -এ নৌ বিদ্রোহ কোথায় হয় ?

A. বোম্বাইতে তলোয়ার জাহাজে

B. কলকাতায় এম ভি নিকোবর

C. এম ভি হর্ষবর্ধন

D. কোনোটিই নয়

উত্তর: A

8. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন -

A. বেড়ে যাবে

B. কমে যাবে

C. একই থাকবে

D. গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

উত্তর: A

9. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ?

A. গৌতম বুদ্ধ

B. হজরত মহম্মদ

C. মহাবীর

D. গুরু নানক

উত্তর: C

10. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?

A. কাঁচি

B. ঢেঁকি

C. জাতি

D. তুলা যন্ত্র

উত্তর: C

11. কলকাতা পুলিশের হেড কোয়ার্টার?

A. লাল বাজার

B. বিধান নগর

C. আলিপুর

D. সল্ট লেক

উত্তর: A

12. উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কি রূপে ?

A. মনোস্যাকারাইড রূপে

B. সেলুলোজ রূপে

C. শ্বেতসার রূপে

D. গ্লাইকোজেন রূপে

উত্তর: C

13. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

A. কৃষ্ণা

B. গঙ্গা

C. শিপ্রা

D. সরস্বতী

উত্তর: C

14. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো -

A. হিলিয়াম

B. নিয়ন

C. আর্গন

D. জেনন

উত্তর: C

15. কলকাতা আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

A. জ্যোতিবা ফুলে

B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C. কেশব চন্দ্র সেন

D. রামমোহন রায়

উত্তর: D

16. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

A. উইলিয়াম বেন্টিঙ্ক

B. লর্ড ক্যানিং

C. লর্ড ওয়েলেসলি

D. ওয়ারেন হেস্টিংস

উত্তর: A

17. মেনিনজেস কী?

A. ফুসফুসের আবরণী

B. কর্ণপটহের সূক্ষ্ম আবরণী

C. মানব মস্তিষ্কের আবরণী

D. হৃদপিন্ডের অলিন্দ

উত্তর: C

18. "Republic Law" কার লেখা বিখ্যাত বই?

A. প্লেটো

B. রুশো

C. অ্যারিস্টটল

D. রামমোহন

উত্তর: A

19. পশ্চিমবঙ্গ পুলিশের হেড কোয়ার্টার কোথায় অবস্থিত?

A. আলিপুর

B. বিধাননগর

C. লাল বাজার

D. সল্ট লেক

উত্তর: A

20. নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

A. বাজরা

B. ভুট্টা

C. জোয়ার

D. গম

উত্তর: B

21. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না?

A. শর্করা

B. গ্লুকোজ

C. এপিনেফ্রিন

D. ইনসুলিন

উত্তর: D

22. সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Quinton de Kock, কোন দেশের উইকেট কিপার?

A. নিউজিল্যান্ড

B. অস্ট্রেলিয়া

C. ইংল্যান্ড

D. দক্ষিণ আফ্রিকা

উত্তর: D

23. বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো?

A. জাপান

B. রাশিয়া

C. চীন

D. ভারত

উত্তর: C

24. সম্প্রতি কোথায় মেজর ধ্যান চাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করলো নরেন্দ্র মোদী ?

A. মিরাট

B. গুলমার্গ

C. হায়দ্রাবাদ

D. লখনৌ

উত্তর: A

25. সম্প্রতি কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. বিনীত কুমার গোয়েল

B. সৌমেন্দ্র গাঙ্গুলি

C. সৌমেন মিত্র

D. মনোজ মালব্য

উত্তর: A

26. The ______ door awakened the dog.

A. creaking

B. old

C. new

D. waving

উত্তর: A

27. You _______ catch the train at once.

A. will

B. can

C. must

D. shall

উত্তর: C

28. The car was ________ down the slope.

A. rolling

B. breaking

C. lost

D. having arrived

উত্তর: A

29. Loss of memory (One word substitution)

A. Ambroisia

B. Amnesia

C. Insomnia

D. Forgetting

উত্তর: B

30. One who knows many languages.

A. Linguist

B. Polyglot

C. Stylist

D. Debator

উত্তর: B

31. The council of state passed by a ______ of its members.

A. main

B. majority

C. group

D. committee

উত্তর: B

32. He is ______ officer in ______ army.

A. an, the

B. an, an

C. the, a

D. the, an

উত্তর: A

33. Synonym of "Annoy" is -

A. Please

B. Charm

C. Oblige

D. Anger

উত্তর: D

34. Antonym of "Appeal" is :

A. Address

B. Invoke

C. Challenge

D. None of these

উত্তর: C

35. One word of "The murder of brother" is -

A. Genocide

B. Fraticide

C. Sororicide

D. Suicide

উত্তর: B

36. He admitted his fault . ( Make it Negative)

A. He did not admit his fault.

B. He did not admitted his fault.

C. He did not deny his fault.

D. He was not deny his fault.

উত্তর: C

37. Terrorism is_______ serious hazard to country.

A. the

B. a

C. an

D. None of there

উত্তর: B

38. He is affected ______ her manners:-

A. by

B. in

C. to

D. from

উত্তর: A

39. His pocket has been picked. ( Change the voice).

A. They have this pocket.

B. Picking has been done to his pocket.

C. Picked has been his pocket.

D. Someone has picked his pocket.

উত্তর: D

40. Antonym of "Buy" is :

A. Purchase

B. Retail

C. Procure

D. Ardent

উত্তর: B

41. Find the Exact opposite : FLIMSY

A. gauzy

B. wobbly

C. solid

D. frail

উত্তর: C

42. Find the Exact opposite : QUERULOUS

A. Splendid

B. Fidgety

C. Irascible

D. Complaisant

উত্তর: D

43. Find the meaning : AMENITIES

A. Manipulate

B. Biliousness

C. Burden

D. Privileges

উত্তর: D

44. Find the meaning : UNIFORMITY

A. Stability

B. Consistency

C. Popularity

D. Scarcity

উত্তর: B

45. Find the correctly spelt word

A. Survaillance

B. Surveillance

C. Survellance

D. Surveilance

উত্তর: B

46. Complete the sentence with the correct homonyms : She is such a charming hostess that friends consider her to be the soul of the party.

A. sale

B. mole

C. mall

D. soul

উত্তর: D

47. Choose the appropriate article : The return of Jerome Taylor and Ramnaresh Sarwan has made the West Indies ______ balanced team.

A. the

B. a

C. an

D. None of the above

উত্তর: B

48. Find out the most appropriate group verb : As a powerful orator, he knows how to ______ the feelings of his audience.

A. work out

B. work up

C. write up

D. write down

উত্তর: B

49. Select the one which best expresses the same sentence in passive/active voice

A. A perfect dam had been built by the beavers across the stream

B. A perfect dam has been built by the beavers across the stream

C. A perfect dam have been built by the beavers across the stream

D. A perfect dam was built by the beavers across the stream

উত্তর: B

50. Find the most effective word : Rohan and Rohit are twin brothers, but they do not look ______ .

A. unique

B. different

C. likely

D. alike

উত্তর: D

51. A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?

A. 12 দিন

B. 15 দিন

C. 18 দিন

D. 10 দিন

উত্তর: D

52. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বয়স কত ?

A. 15 বছর

B. 12 বছর

C. 9 বছর

D. 11 বছর

উত্তর: A

53. A ও B একত্রে একটি কাজ 30 দিনে এবং B ও C একত্রে 40 দিনে করতে পারে। যদি C একা কাজটি 60 দিনে শেষ করে, তবে A একা কাজটি কতদিনে করবে ?

A. 40 দিন

B. 60 দিনে

C. 30 দিনে

D. 20 দিনে

উত্তর: A

54. 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর 6টি ঘন্টা বাজে। 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে ?

A. 4 বার

B. 15 বার

C. 10 বার

D. 16 বার

উত্তর: D

55. ক্রয়মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত ?

A. 15%

B. 25%

C. 40%

D. 20%

উত্তর: D

56. দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3; তাদের মাসিক খরচের অনুপাত 5:8, যদি প্রত্যেকে প্রতিমাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন কত ?

A. 1200 টাকা, 18,000 টাকা

B. 2,400 টাকা, 3,600 টাকা

C. 2,000 টাকা, 3,000 টাকা

D. 1,600 টাকা, 2,400 টাকা

উত্তর: B

57. 5টি নম্বরের সমষ্টি 555 । প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 । শেষ দুটি নম্বরের গড় কত ?

A. 145

B. 290

C. 265

D. 150

উত্তর: A

58. রেশন দোকানে ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। এক কেজি ময়দার বর্তমান দাম কত টাকা ?

A. 2.75 টাকা

B. 2.50 টাকা

C. 2.25 টাকা

D. 2 টাকা

উত্তর: C

59. 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3 টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত ?

A. 40 টাকা

B. 45 টাকা

C. 50 টাকা

D. 30 টাকা

উত্তর: B

60. এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?

A. 2 বছর

B. 2½ বছর

C. 3½ বছর

D. 5 বছর

উত্তর: D

61. কোনও জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 5:6 হলে, লাভের বা ক্ষতির হার কত ?

A. 20%

B. 25%

C. 15%

D. 10%

উত্তর: A

62. এক ব্যক্তির 3 মাসের আয় তার 4 মাসের ব্যয়। তার বার্ষিক সঞ্চয় 10860 টাকা হলে ওই ব্যাক্তির মাসিক আয় কত ?

A. 2715 টাকা

B. 3620 টাকা

C. 9050 টাকা

D. 5700 টাকা

উত্তর: B

63. দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর 44 গুন, সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর সমষ্টি 1125, যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত ?

A. 1100

B. 975

C. 900

D. 800

উত্তর: A

64. 30টি কলম এবং 75টি পেন্সিল কেনা হলো 510 টাকায়। যদি পেন্সিলের গড় মূল্য 2 টাকা হয়, তাহলে কলমগুলির গড় মূল্য কত টাকা ?

A. 9 টাকা

B. 10 টাকা

C. 11 টাকা

D. 12 টাকা

উত্তর: D

65. কোনও কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করে। কলেজে মোট ভোটার কতজন ছিল ?

A. 300 জন

B. 600 জন

C. 500 জন

D. 400 জন

উত্তর: B

66. 8 -এর বর্গের বর্গমূলের বর্গ কত ?

A. 64

B. 512

C. 32

D. 256

উত্তর: A

67. 25 জন মানুষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 850 টাকা আয় করে, তাহলে 40 জন মানুষ প্রত্যহ 6 ঘন্টা কাজ করে কত টাকা আয় করবে ?

A. 1010 টাকা

B. 1030 টাকা

C. 1020 টাকা

D. 1000 টাকা

উত্তর: C

68. কোনও দূর্গে 1400 জন মানুষের 28 দিনের খাদ্য আছে। 3 দিন পর 400 জন লোক চলে গেল। তাহলে ওই খাদ্যে বাকি মানিকের আর কতদিন চলবে ?

A. 29 দিন

B. 35 দিন

C. 38 দিন

D. 45 দিন

উত্তর: B

69. এক ব্যক্তি একটি রেডিও 355 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 425 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, রেডিওটির ক্রয়মূল্য কত ?

A. 375 টাকা

B. 390 টাকা

C. 305 টাকা

D. 385 টাকা

উত্তর: B

70. 12টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, লাভের হার কত ?

A. 11⅓%

B. 44⅓%

C. 33⅓%

D. 22⅓%

উত্তর: C

71. X ও Y এর একমাত্র কন্যা P, P এর একমাত্র কন্যা Q, R হল Y এর জামাই আর S হল R এর একমাত্র বোন। S , Q এর সম্পর্কে কি হবে ?

A. মাসিমা

B. দিদি

C. পিসিমা

D. ঠাকুরমা

উত্তর: C

72. M=Q, N=J, O=X হলে MOONNY ও MOONMOON এই নামগুলো কিভাবে লেখা হবে ?

A. QJXXOY, QXXJQXXJ

B. QXYJJX, QXXJQXXY

C. QXXJJY, QXXJQXXJ

D. QOOJJX, QOOJQOOJ

উত্তর: C

73. summer = sfnnvt হলে winter = ?

A. retniw

B. winter

C. setmjw

D. sfuojx

উত্তর: D

74. 12345678 সংখ্যাকে শেষ থেকে লিখে এই সংখ্যা বিয়োগ করা হলো। বিয়োগফল কত হবে ?

A. 1234567

B. 78654321

C. 75308643

D. 67543210

উত্তর: C

75. reason=567890 হলে season = কত ?

A. 867890

B. 567890

C. 876788

D. 567290

উত্তর: A

76. ENGLISH কে FOHMJTI লেখা হলে BENGALI কে কিভাবে লেখা হবে ?

A. AFMGBLJ

B. BEMGBLJ

C. CFOHBMJ

D. CFOHAMJ

উত্তর: C

77. A = 3, E = 4, I = 5, O = 6 আর U = 7 হলে, EDUCATION কে কিভাবে লেখা হবে ?

A. 4D7C8T56N

B. 4D7C3T56N

C. 4D7C35TN6

D. কোনোটিই নয়

উত্তর: B

78. বেমানান শব্দ চিহ্নিত করো :

A. রত্নাবলী

B. কাদম্বরী

C. প্রিয়দর্শিকা

D. নাগানন্দ

উত্তর: B

79. PENCIL : NEPLIC : : IRASER : ?

A. IRARES

B. ARIRES

C. RISARE

D. ARISER

উত্তর: B

80. অভিষেক উত্তর-পশ্চিম দিকে 2 কিমি গেল। সেখানে সে clockwise 90° ঘুরে 2 কিমি গেল। সেখানে সে আবার clockwise 90° ঘুরে 2 কিমি গেল। সে এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছে ?

A. দক্ষিণ-পূর্ব

B. উত্তর-পূর্ব

C. দক্ষিণ-পশ্চিম

D. পশ্চিম

উত্তর: B

81. A, B এর থেকে লম্বা এবং C, D এর থেকে লম্বা ,যদি B, C এর থেকে বেঁটে না হয় তবে সবথেকে লম্বা কে ?

A. B

B. A

C. D

D. C

উত্তর: B

82. এক ব্যক্তি পূর্ব দিকে 7 কিমি গিয়ে দক্ষিণ দিকে 2 কিমি গেল, তারপর সে বাম দিকে বেঁকে 1 কিমি গেল,শেষে আবার বাম দিকে বেঁকে 17 কিমি গেল, শুরুর বিন্দু থেকে কত দূরে এখন সে রয়েছে ?

A. 17 কিমি

B. 18 কিমি

C. 20 কিমি

D. 27 কিমি

উত্তর: A

83. 60 : 15 :: * : 1/4 ?

A. 1.1

B. 16

C. 1

D. 0.1

উত্তর: C

84. শূন্যস্থান পূরণ করো : S, V, Y, B, __ ?

A. C

B. D

C. E

D. G

উত্তর: C

85. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে :
2, 7, 17, 37, ? , 157

A. 75

B. 76

C. 77

D. 78

উত্তর: C

 

For each question, you will have 20 seconds to answer.

Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.

WBP Constable MOCK TEST
Part : 1
General Awareness & General Knowledge 25 Questions (25 marks)
English 10 Questions (10 marks)
Elementary Mathematics 25 Questions (25 marks)
Reasoning & Logical Analysis 25 Questions (25 marks)
Nagetive Marking .25(1/4)
Time: 60 minutes
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ