1. মৃণালিনী সারাবাঈ কোন নৃত্যের জন্য বিখ্যাত ?
উত্তর: C
2. বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল ?
উত্তর: A
3. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন ?
উত্তর: A
4. পেনাল্টি কর্ণার কোন খেলায় ব্যবহার করা হয় ?
উত্তর: B
5. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ?
উত্তর: A
6. "সত্যমেব জয়তে" কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: C
7. আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন ?
উত্তর: B
8. মিড ডে মিল কবে চালু হয় ?
উত্তর: C
9. UPI কথাটির পুরো নাম কি ?
উত্তর: B
10. পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অঞ্চল ?
উত্তর: C
11. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: A
12. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ?
উত্তর: B
13. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য (Chancellor) হলেন :
উত্তর: C
14. তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হল :
উত্তর: D
15. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়কে বিশেষজ্ঞ কর্তৃক সংবিধানের আত্মা বলা হয়ে থাকে ?
উত্তর: A
16. ভারতের বৃহত্তম তৈলশোধনাগার কোথায় অবস্থিত ?
উত্তর: C
17. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি ?
উত্তর: C
18. বেদুইন কোন লেখকের ছদ্মনাম ?
উত্তর: B
19. নিম্নের কোনটি রূপান্তরিত শিলা ?
উত্তর: B
20. BRICS , নিম্নোক্ত কোন দেশটি "B" কে নির্দেশ করে ?
উত্তর: C
21. সম্প্রতি বীর চক্র সম্মানে সম্মানিত হলেন কে?
উত্তর: B
22. ৫ম বার ভারতের Cleanest City-র তকমা পেল কোন শহর?
উত্তর: B
23. Century LED Ltd.-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর: D
24. NFHS Survey অনুযায়ী, ভারতে প্রতি ১০০০ পুরুষ অনুপাতে মহিলাদের সংখ্যা কত?
উত্তর: A
25. কোন রাজ্যে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ বানাচ্ছে ভারতীয় রেলওয়ে?
উত্তর: A
26. Superlative degree of "Late" is :
উত্তর: D
27. Mr. Roy is qualified _______ the post.
উত্তর: C
28. People is going to the Ramlilla ground to watch the Dussehra celebration. (Indicate the tense)
উত্তর: B
29. Past Participle form of "Arise" is -
উত্তর: D
30. Meaning of "Come about" is :
উত্তর: A
31. Ratanbabu is popular _______ the students.
উত্তর: C
32. Gandhiji _______ the non-violent movement .
উত্তর: D
33. Antonym of "Humble" is :
উত্তর: B
34. Opposite word of "Conscious"
উত্তর: B
35. Synonym of the word "Harmful"
উত্তর: A
36. Which kind of sentence : "Behave politely with others".
উত্তর: A
37. He is as intelligent as his brother. (The sentence is in: )
উত্তর: A
38. The incident happened at night.
উত্তর: C
39. He gave _______ expedious reply.
উত্তর: C
40. Choose the Correct Spelt word .
উত্তর: D
41. Which one of the following is a Common gender.
উত্তর: A
42. Rina was blessed ______ her family.
উত্তর: C
43. ________ hard labour he failed.
উত্তর: A
44. He did it. (change the voice)
উত্তর: A
45. This was an extra ordinary ship. (change into negative without changing meaning)
উত্তর: B
46. ______ Ramayana is _______ sacred book of _______ Hindus.
উত্তর: D
47. A lover of food. (one word substitution)
উত্তর: B
48. A person who spends his money recklessly.
উত্তর: C
49. "A lover of oneself" is called:
উত্তর: C
50. Abundance (Choose the correct antonym)
উত্তর: B
51. জোসেফ একটি ঘড়ি 20% লাভে শ্যমকে ও শ্যাম ওই ঘড়িটি 5% ক্ষতিতে রতনকে বিক্রি করে। মোটের উপর লাভের বা ক্ষতির শতকরা হার কত ?
উত্তর: B
52. 6 বছর পূর্বে A এর বয়স B এর বয়সের অর্ধেক ছিল। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3 : 5 । বর্তমানে B এর বয়স কত ?
উত্তর: B
53. কোন একটি হোটেলে মধ্যাহ্নভোজনের সময় 60% মানুষ নিরামিষ খাবার, 30% মানুষ আমিষ খাবার এবং 15% মানুষ উভয় ধরনের খাবার অর্ডার করেন। যদি হোটেলে 96 জন মানুষ উপস্থিত থাকেন, সেক্ষেত্রে কতজন মানুষ কোনো ধরনের খাবার অর্ডার করেননি ?
উত্তর: B
54. একজন সাইকেল আরোহী প্রথম মিনিটে 50 মিটার, 90 মিটার দ্বিতীয় মিনিটে এবং 130 মিটার তৃতীয় মিনিটে যায়। 15 মিনিটে সে কতটা দূরত্ব যায় ? (মিটার)
উত্তর: A
55. একজন ব্যাটসম্যানের 40টি ইনিংসের রানের গড় 60 । তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের অন্তর 178 । যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয় তাহলে তার রানের গড় 2 কমে যাবে। তার সর্বোচ্চ রান কত ?
উত্তর: C
56. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে ?
উত্তর: D
57. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমির 3/4 অংশ যায় 11¼ মিনিটে ও স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করে 7½ মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ কত ?
উত্তর: D
58. 12 টি পাম্প প্রত্যহ 6 ঘণ্টা কার্যকরী থেকে একটি চৌবাচ্চা 15 দিনে ভর্তি করে। তাহলে কতগুলি পাম্প প্রত্যহ 9 ঘণ্টা কাজ করে ওই চৌবাচ্চা 12 দিন ভর্তি করবে ?
উত্তর: C
59. শতকরা বার্ষিক 12½ টাকা হার সুদে কত টাকা 10 বছরে সুদে-আসলে 2250 টাকা হয় ?
উত্তর: D
60. কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে হয় 35% ?
উত্তর: A
61. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুন বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল কতগুণ হবে?
উত্তর: B
62. A নলটি 20 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। অপরদিকে B নলটি 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করতে পারে। প্রতিটি নল একের পর এক 1 মিনিট করে খোলা থাকলে, চৌবাচ্চাটি কত তাড়াতাড়ি ভর্তি হবে যদি A নলটিকে আগে খোলা হয় ?
উত্তর: C
63. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গসেমি; ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত?
উত্তর: C
64. 12 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত 2:3 হলে, কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:7 হবে ?
উত্তর: D
65. বছরের শুরুতে A, 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর B , 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় ?
উত্তর: D
66. A একটি কাজ 6 দিনে এবং B ওই কাজটি 5 দিনে শেষ করে। যদি তারা ওই কাজের জন্য মোট 220 টাকা পায়, তাহলে A কত টাকা ওই কাজের জন্য পাবে ?
উত্তর: A
67. 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করুন ?
উত্তর: B
68. এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘণ্টা বেগে গেল এবং 2 কিমি/ঘণ্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি ?
উত্তর: A
69. একটি ট্রেন তার নিজস্ব বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছোয়। যদি ট্রেনটি নিজস্ব বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছোবে ?
উত্তর: C
70. একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়। স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময়ে ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত ?
উত্তর: A
71. পদযাত্রা : রাস্তা :: পৃথিবী : ?
উত্তর: A
72. IC : 6 :: DP : ?
উত্তর: C
73. ZRYQ : KCJB :: PHOG : ?
উত্তর: D
74. 8 : 28 :: 27 : ?
উত্তর: D
75. সিরিজ সম্পূর্ণ করো : 70, 35, 14, 4.2, ?
উত্তর: C
76. সিরিজ সম্পূর্ণ করো : 1, 1, 5, 21, 57, 121, ?
উত্তর: B
77. ডিকশনারি অনুযায়ী সাজালে সঠিকক্রম কি হবে : 1.Noble 2.Nobilitary 3.Noblesse 4.Nobility 5.Nobble ?
উত্তর: C
78. একটি ক্লাসে রোহিতের স্থান 11 তম, যারা পাশ করেছে সেই তালিকার নিচ থেকে রোহিতের স্থান 31 তম । 3 জন যদি পরীক্ষা না দিয়ে থাকে এবং 1 জন ফেল করলে, ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত ?
উত্তর: A
79. একটি নিৰ্দিষ্ট কোডে AVANTIKA কে VNIAAATK লেখা হলে, MADURAI কে কোন কোডে লেখা হবে ?
উত্তর: D
80. 1996 সালের প্রজাতন্ত্র দিবস শুক্রবার হলে, 2000 সালের স্বাধীনতা দিবস কোন বার হবে ?
উত্তর: A
81. প্রদত্ত শব্দের বর্ণ গুলো দিয়ে নিম্নের কোনটি তৈরি করা যাবে না : REFORMATION
উত্তর: C
82. সিরিজ সম্পূর্ণ করো : a b _ _ a _ c d _ b _ d
উত্তর: C
83. যদি (+) মানে ভাগ, (×) মানে যোগ, (-) মানে গুন এবং (÷) মানে গুন বোঝায় তবে নিম্নের কোন সমীকরণ টি সঠিক ?
উত্তর: B
84. যদি 64×52=17, 48×56=23 এবং 74×35=19 হয় তবে 84×37 = ?
উত্তর: C
85. যদি একটি নিৰ্দিষ্ট কোডে PRISM কে লেখা হয় OSHTL, RUBLE কে লেখা হয় QVAMD তবে WHORL কে কি লেখা হবে ?
উত্তর: B
For each question, you will have 20 seconds to answer.
Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.
WBP Constable | MOCK TEST |
---|---|
Part : | 1 |
General Awareness & General Knowledge | 25 Questions (25 marks) |
English | 10 Questions (10 marks) |
Elementary Mathematics | 25 Questions (25 marks) |
Reasoning & Logical Analysis | 25 Questions (25 marks) |
Nagetive Marking | .25(1/4) |
Time: | 60 minutes |
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।