Ads Area

WBP CONSTABLE MOCK TEST 4

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram
👆Click Here to change language of Test MCQs

1. পোলিও কী বাহিত রোগ ?

A. ভাইরাস

B. জীনগত

C. ব‍্যাক্টেরিয়া

D. ছোঁয়াচে

উত্তর: A

2. কোন নদীর উপর নিউইয়র্ক শহরটি অবস্থিত ?

A. সেন্ট লরেন্স

B. কিজিল

C. টাইগ্রীস

D. হাডসন

উত্তর: D

3. WHO এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

A. প্যারিস

B. রোম

C. জেনেভা

D. কায়রো

উত্তর: C

4. “মেইনক্যাম্প” – কার আত্মজীবনী ?

A. হিটলার

B. জিওফ্রে চসার

C. শেক্সপিয়ার

D. সালমান রুশদি

উত্তর: A

5. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

A. রামমোহন রায়

B. দয়ানন্দ সরস্বতী

C. কেশবচন্দ্র সেন

D. বিদ্যাসাগর

উত্তর: B

6. কাবাডি খেলায় প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে ?

A. পাঁচজন

B. ছয়জন

C. সাতজন

D. এগারোজন

উত্তর: C

7. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

A. আমাজন

B. হোয়াং হো

C. মিসিসিপি-মিসৌরি

D. নীল

উত্তর: D

8. প্রথম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

A. ব্রাজিল

B. ইতালি

C. জার্মানি

D. উরুগুয়ে

উত্তর: D

9. সবুজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয় ?

A. পৃথিবী

B. ইউরেনাস পৃথিবী

C. প্লুটো

D. নেপচুন

উত্তর: B

10. IBM-এর সম্পূর্ণ রূপ কি ?

A. Intell Business Machine

B. International Ballastic Missile

C. International Business Management

D. International Business Machine

উত্তর: D

11. লাহোর জেলে বিপ্লবী যতীন দাস একটানা কতদিন অনশন করেছিলেন ?

A. ৬৩দিন

B. ২৪দিন

C. ৪৯দিন

D. ১৮দিন

উত্তর: A

12. কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ?

A. রাণী শিরোমণি

B. রাণী রাসমণি

C. কল্যাণী দাস

D. রেণু সেন

উত্তর: A

13. কোন খেলার সঙ্গে ফর্মুলা-১ যুক্ত ?

A. হকি

B. দাবা

C. বেসবল

D. মোটর রেসিং

উত্তর: D

14. জিপসাম কোন ধাতুর আকরিক ?

A. লোহা

B. সোডিয়াম

C. ক্যালসিয়াম

D. ম্যাগনেসিয়াম

উত্তর: C

15. অক্সিজেন মৌলের আইসোটোপ সংখ্যা কয়টি ?

A. ২ টি

B. ৩ টি

C. ৪ টি

D. ৫ টি

উত্তর: B

16. পঞ্চ নদীর দেশ কাকে বলা হয় ?

A. উত্তর প্রদেশ

B. কেরালা

C. পাঞ্জাব

D. মধ্যপ্রদেশ

উত্তর: C

17. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

A. ক্যালসিফেরোল

B. টোকোফেরোল

C. রেটিনল

D. অ্যাসকরবিক অ্যাসিড

উত্তর: C

18. ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেন ?

A. কুষাণ

B. মৌর্য

C. গুপ্ত

D. পাল

উত্তর: A

19. জয়ন্তীয়া পাহাড় কোথায় অবস্থিত ?

A. ঝারখণ্ড

B. মেঘালয়

C. আসাম

D. ত্রিপুরা

উত্তর: B

20. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হল ?

A. কার্বন মনোক্সাইড

B. মিথেন

C. কার্বন ডাইঅক্সাইড

D. মিথাইল আইসোসায়ানেট

উত্তর: D

21. কোন কবি চারণ কবি নামে পরিচিত ?

A. মুকুন্দ দাস

B. মোহিতলাল মজুমদার

C. কাশীরাম দাস

D. যতীন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর: A

22. ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে ?

A. জিব্রাল্টার

B. সুয়েজ খাল

C. পানামা খাল

D. কাম্পিয়ান

উত্তর: A

23. ‘Call Your Cop’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

A. নাগাল্যান্ড

B. মেঘালয়

C. মনিপুর

D. মিজোরাম

উত্তর: A

24. মহিলা বিভাগে 2021 Ballon dOr পুরস্কার পেলেন Alexia Putellas, তিনি কোন দেশের ফুটবলার?

A. স্পেন

B. ফ্রান্স

C. আর্জেন্টিনা

D. ব্রাজিল

উত্তর: A

25. অরুনাচলপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কোন বলিউড অভিনেতা?

A. ভিকি কৌশল

B. সঞ্জয় দত্ত

C. অমিতাভ বচ্চন

D. আমির খান

উত্তর: B

26. Would you mind _______ the suitcase, Sir ?

A. open

B. opening

C. to open

D. opened

উত্তর: B

27. When she parted _______ her parents, her eyes were full of tears.

A. from

B. away

C. off

D. with

উত্তর: A

28. Find the gender of : "Enemy"

A. Masculine

B. Feminine

C. Common

D. Neuter

উত্তর: C

29. A planned route or journey.

A. Iterate

B. Itinerary

C. Itinerant

D. Isolate

উত্তর: B

30. Specially skilled in story telling.

A. a narrator

B. a compositor

C. a vocalist

D. a reconteur

উত্তর: A

31. Fable (Synonym word)

A. Story

B. Delicate

C. Small

D. Important

উত্তর: A

32. Fiasco (Synonym word)

A. Entertaining

B. Debacle

C. Puzzle

D. Easy

উত্তর: B

33. Choose the misspelt word :

A. Choice

B. Asian

C. Capacity

D. Surpricing

উত্তর: D

34. She said to me , "Did you write to me before?"

A. She said to me if I has written to her before.

B. She asked me if I had written to her before.

C. She said to me if I had wrote to her before.

D. None of these

উত্তর: B

35. They decided to _______ his number in the yellow pages.

A. Look into

B. Look at

C. Look up

D. Look on

উত্তর: C

36. Lucid (Synonym word)

A. Opaque

B. Solid

C. Clear

D. Hazy

উত্তর: C

37. The sea _______ , we went for sail.

A. being rough

B. disturbed

C. being kind

D. being smooth

উত্তর: D

38. Opposite word of "Explicit".

A. Elusive

B. Allusive

C. Ambidextrous

D. Ambiguous

উত্তর: D

39. You ______ catch the train at once.

A. will

B. can

C. must

D. shall

উত্তর: C

40. Heart and Soul.

A. Very seriously and sincerly

B. Honestly

C. Wearily

D. Very casually

উত্তর: A

41. He would always _______ the police.

A. Elude

B. illude

C. Allude

D. Delude

উত্তর: A

42. I have no desire _______ fame.

A. of

B. for

C. in

D. to

উত্তর: B

43. Insert Correct Phrasal Verb : You should not _____ an old charge against me.

A. rake up

B. rake on

C. rake in

D. rake with

উত্তর: A

44. Choose correct Spelling

A. Mountainer

B. Mounteener

C. Mountaineer

D. Mountiner

উত্তর: C

45. Fill in the blanks : The Prime minister of England called _____ the president of America

A. in

B. out

C. on

D. at

উত্তর: C

46. Complete the idiom by choosing the right part : His regular habit of saving ______ in difficult times.

A. stood him his hand

B. stood him in good stead

C. stood him in good shape

D. stood him in good condition

উত্তর: B

47. Which (Wh) form is applicable to make the sentence a proper interrogative sentence : He wakes up early in the midnight.

A. Where

B. What

C. Which

D. When

উত্তর: D

48. Of the four which sentence is correctly punctuated

A. She always enjoyed sweets,chololate,chips and toffee apples

B. she always enjoyed : sweets,chololate chips and toffee apples

C. she always enjoyed sweets,chololate chips and toffee apples

D. None of the above

উত্তর: A

49. Find out the opposite in meaning : He made an (exhaustive) list of the items.

A. meticulous

B. short

C. interesting

D. incomplete

উত্তর: B

50. Use suitable auxiliary verb : You _______ go only if you have permission.

A. may

B. could

C. would

D. shall

উত্তর: A

51. কিছু টাকা দু জনকে 3:5 অনুপাতে দেওয়া হল। যাতে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 20 টাকা কম পায়। তাহলে মোট টাকার পরিমাণ কত ?

A. 100

B. 80

C. 60

D. 50

উত্তর: B

52. A এর আয়ের 35% টাকা B এর আয়ের 25% এর সমান হলে তাদের টাকার অনুপাত কত ?

A. 4:3

B. 4:7

C. 5:7

D. 7:5

উত্তর: C

53. এক ব্যক্তির মাসিক বেতন 1000 টাকা এবং এক ছুতোর মিস্ত্রী দৈনিক উপার্জন করে 30 টাকা। কিন্তু সে বছরে 65 দিন কাজে বিরত থাকে । তাদের আয়ের অনুপাত কত ?

A. 4:5

B. 5:6

C. 4:3

D. 5:7

উত্তর: C

54. একটি গ্লাসে জল এবং অ্যালকোহল 2:5 অনুপাতে আছে । যদি 6 লিটার জল ওই গ্লাসে ঢালা হয় তবে তাদের অনুপাত হয় 1:1 । গ্লাসে কত লিটার অ্যালকোহল আছে ?

A. 10

B. 15

C. 20

D. 30

উত্তর: A

55. বৃত্তের ব্যাসার্ধ ২১ সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধির সমান পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?

A. ১১ সেন্টিমিটার

B. ২২ সেন্টিমিটার

C. ৩৩ সেন্টিমিটার

D. তথ্য সম্পূর্ণ নয়

উত্তর: C

56. 20 লিটারের একটি মিশ্রণে স্পিরিট ও জলের আয়তনের অনুপাত 4:1 ।ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে তাদের অনুপাত 5:1 হবে ?

A. 3

B. 5

C. 4

D. 4.5

উত্তর: C

57. যখন A:B = 2:3, B:C = 4:7, C:D = 5:6 হয় তখন A:D কত হবে ?

A. 11:16

B. 13:19

C. 28:57

D. 20:63

উত্তর: D

58. তিনটি সংখ্যার যোগফল 92, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:4 হলে, প্রথম সংখ্যাটি কত হবে ?

A. 20

B. 22

C. 24

D. 26

উত্তর: C

59. A এবং B এর মাসিক বেতনের অনুপাত 3:5 এবং প্রত্যেকের ইনক্রিমেন্ট 500 টাকা ।যদি বর্তমানে তাদের বেতনের অনুপাত 7:11 হয় তবে ইনক্রিমেন্ট -এর পূর্বে A -এর বেতন কত ছিল ?

A. 2500

B. 3000

C. 4500

D. 5000

উত্তর: B

60. একটি টাকার থলিতে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা এবং এর 20 পয়সার মুদ্রার অনুপাত 1:2:4:5 ।যদি ওই মুদ্রাগুলির মোট মূল্য 400 টাকা হয়, তবে 20 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা থেকে সংখ্যায় কত বেশি ?

A. 500

B. 300

C. 250

D. 200

উত্তর: B

61. একটি খালি চৌবাচ্চায় একটি নল দ্বারা 1 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়। খালি অবস্থায় চৌবাচ্চাটির দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে এর তিন-চতুর্থাংশ পূর্ণ হয় ?

A. 15 মিনিট

B. 18 মিনিট

C. 20 মিনিট

D. 25 মিনিট

উত্তর: B

62. একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তিনি আসল টাকার 6/25 অংশ সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন ?

A. 250 টাকা

B. 350 টাকা

C. 450 টাকা

D. 555 টাকা

উত্তর: B

63. একটি ছাগল বিক্রয় করে 10% ক্ষতি হলো। আরোও 9 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে শতকরা 12½% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত ছিল ?

A. 30 টাকা

B. 40 টাকা

C. 50 টাকা

D. 80 টাকা

উত্তর: B

64. একটি রেডিওর দাম প্রতি বছর 5% করে বাড়ে । বর্তমানে রেডিওটির দাম 750 টাকা হলে 2 বছর পর রেডিওটির দাম কত হবে ?

A. 756.87 টাকা

B. 826.87 টাকা

C. 926.87 টাকা

D. 1001 টাকা

উত্তর: B

65. 10 বছর পর রামের স্ত্রী ও পুত্র 3:2 অনুপাতে ভাগ পাবে এই শর্তে এক ব্যক্তি বার্ষিক 14% সরল সুদের হারে সরকারি ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষে তার পুত্র যদি 6720 টাকা পায় তবে তিনি কত টাকার ঋণপত্র কিনেছিলেন ?

A. 4000 টাকা

B. 5000 টাকা

C. 6000 টাকা

D. 7000 টাকা

উত্তর: D

66. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 হলে, 5 বছর পরে ওই অনুপাত 8:3 হয়। পুত্রের বর্তমান বয়স কত ?

A. 8 বছর

B. 10 বছর

C. 12 বছর

D. 14 বছর

উত্তর: B

67. ১০ মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ২ মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত?

A. ৪৪ বর্গমিটার

B. ৩৬ বর্গমিটার

C. ৪০ বর্গমিটার

D. ৪২ বর্গমিটার

উত্তর: B

68. একজন ক্রিকেটারের নবম ইনিংস পর্যন্ত রানের গড় 27.5, দশম ইনিংসে সে কত রান করলে নতুন গড় 30 হবে ?

A. 49.2

B. 52.5

C. 54.25

D. 60.2

উত্তর: B

69. একজন ফুল বিক্রেতা 8 টাকা প্রতি ডজন হিসেবে 360টি গোলাপ কেনে, সে প্রতিটি গোলাপ 1 টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে ?

A. 100 টাকা

B. 120 টাকা

C. 130 টাকা

D. 150 টাকা

উত্তর: B

70. 11টি সংখ্যার গড় সংখ্যা 10.9 , যদি প্রথম ছয়টির গড় সংখ্যা 10.5 এবং শেষের ছয়টির গড় সংখ্যা 11.4 হয় ।তবে মাঝের সংখ্যাটি কত ?

A. 10.5

B. 10.9

C. 11.5

D. 14.2

উত্তর: C

71. Doctor : Patient : : ?

A. Engineer : Computer

B. Lawyer : Judge

C. Crop : Farmar

D. Pilot : Plane

উত্তর: B

72. BFJN : EIMQ : : DHLP : ?

A. DJNR

B. EIMQ

C. CGKO

D. GKOS

উত্তর: D

73. 123 : 369 : : 321 : ?

A. 960

B. 396

C. 963

D. 693

উত্তর: C

74. 4, 11, 30, 85, 248, ?

A. 333

B. 445

C. 687

D. 735

উত্তর: D

75. _b_baaabb_a_ _bb_a_

A. ababbaa

B. abbaaba

C. babaaba

D. baabaab

উত্তর: B

76. ASHA = 79 , তাহলে VINAY BHUSHAN = ?

A. 211

B. 200

C. 144

D. 180

উত্তর: D

77. যদি সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে হলুদ বলা হয়, হলুদকে সবুজ বলা হয়, সবুজকে কালো বলা হয়, কালোকে বেগুনি বলা হয়, বেগুনিকে কমলা বলা হয় তাহলে মানব শরীরের রক্তের রং কি হবে ?

A. লাল

B. হলুদ

C. সবুজ

D. কমলা

উত্তর: B

78. দীপঙ্করবাবু যাত্রা শুরু করার স্থান থেকে পশ্চিম দিকে 4 কিমি হাঁটার পর ডানদিকে ঘুরে 5 কিমি গেলেন। তারপর আবার ডানদিকে ঘুরে 4 কিমি গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি এখন কোন দিকে রয়েছেন ?

A. উত্তর দিকে

B. পূর্ব দিকে

C. দক্ষিণ দিকে

D. পশ্চিম দিকে

উত্তর: A

79. রতন হল রত্নার ভাই। রত্না হল অঙ্কিতার মেয়ে এবং পরেশ হলো রতনের বাবা। অঙ্কিতা, পরেশের কে হন ?

A. স্বামী

B. স্ত্রী

C. নাতনি

D. মেয়ে

উত্তর: B

80. যদি কোনো মাসের 23 তারিখ রবিবার হয়, তবে ওই মাসের দুই সপ্তাহ চারদিন আগে কি বার ছিল ?

A. সোমবার

B. মঙ্গলবার

C. বুধবার

D. বৃহস্পতিবার

উত্তর: C

81. যদি সূর্য হয় চাঁদ, চাঁদ হয় পৃথিবী, পৃথিবী হয় আকাশ, আকাশ হয় নক্ষত্র, এবং নক্ষত্র হয় সূর্য, তবে পাখি কোথায় ওড়ে ?

A. নক্ষত্র

B. চাঁদ

C. আকাশ

D. সূর্য

উত্তর: A

82. যদি Z = 26, TANK = 46, তবে KITE = ?

A. 54

B. 45

C. 65

D. 27

উত্তর: B

83. যদি 12 ই জানুয়ারি, 1980 শনিবার হয় তবে 12 ই জানুয়ারি, 1979 কি বার ছিল ?

A. শনিবার

B. শুক্রবার

C. রবিবার

D. বৃহস্পতিবার

উত্তর: B

84. ইংরেজি অভিধান অনুযায়ী শব্দ গুলিকে পরপর সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে ?

A. Report

B. Rhythm

C. Ripple

D. Repeal

উত্তর: B

85. পতঙ্গ : এন্টমোলজি :: সাপ : ?

A. এগ্রোলজি

B. অফিওলজি

C. মাইকোলজি

D. সাইটোলজি

উত্তর: B

 

For each question, you will have 20 seconds to answer.

Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.

WBP Constable MOCK TEST
Part : 1
General Awareness & General Knowledge 25 Questions (25 marks)
English 10 Questions (10 marks)
Elementary Mathematics 25 Questions (25 marks)
Reasoning & Logical Analysis 25 Questions (25 marks)
Nagetive Marking .25(1/4)
Time: 60 minutes
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ