1. হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে ?
উত্তর: B
2. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তর: B
3. অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান ?
উত্তর: D
4. নীল বিপ্লব কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
উত্তর: D
5. এদের মধ্যে কে কখনই স্বরাজ দলের নেতা ছিলেন না?
উত্তর: C
6. চারমিনার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: D
7. প্রাকৃতিক গ্যাসের উপাদান কী ?
উত্তর: B
8. কোন গর্ভনর জেনারেল ভারতে ডাকটিকিট প্রচলন করেন ?
উত্তর: A
9. পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ী কক্ষ হিসেবে বিবেচিত হয় ?
উত্তর: B
10. পদাতিক কবি কাকে বলা হয়?
উত্তর: D
11. গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: A
12. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তর: C
13. কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: A
14. বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: D
15. বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায় যুক্ত থাকে?
উত্তর: A
16. রেডিয়াম কে আবিষ্কার করেন ?
উত্তর: B
17. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?
উত্তর: C
18. ভারতের কোথায় প্রথম সূর্যোদয় হয় ?
উত্তর: C
19. বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটি হল -
উত্তর: C
20. সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় ?
উত্তর: C
21. 2022 Odisha Open-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?
উত্তর: B
22. Asian Games 2022 হোস্ট করলো কোন দেশ ?
উত্তর: D
23. Xiomara Castro কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ?
উত্তর: B
24. World Games Athlete of the Year Award 2021 জিতলো ভারতের কোন খেলোয়াড় ?
উত্তর: C
25. ভারতের প্রথম Geological Park তৈরি করা হবে কোন রাজ্যে ?
উত্তর: C
26. A person who renounces the world and practices self-discipline in order to attain to salvation :
উত্তর: B
27. A hater of knowledge and learning :
উত্তর: D
28. A person who loves everybody.
উত্তর: C
29. Our task had been completed before sunset. ( Voice change)
উত্তর: D
30. We must respect the elders.
উত্তর: B
31. You need not come unless you want to. (Sentence Correction)
উত্তর: A
32. I met him after a long time, but he gave me the cold shoulder .
উত্তর: D
33. I saw a _______ of cows in the field.
উত্তর: B
34. Wheat ______ carbohydrates, vitamins, proteins, and dietary fibre in our daily diet.
উত্তর: D
35. The traveler slept under the ______ shade of banyan tree.
উত্তর: B
36. The boy laughed at the beggar. (Change the Voice)
উত্তর: D
37. She said to her friend, "I know where is everyone".
উত্তর: B
38. Paltry (Synonym word)
উত্তর: A
39. Find the correct spelt word.
উত্তর: A
40. Find the correct spelt word.
উত্তর: C
41. To hit the nail right on the head.
উত্তর: A
42. In the armed forces, it is considered a great privilege to die in harness.
উত্তর: C
43. He visits the doctor off and on.
উত্তর: D
44. I am sure they will fight tooth and nail for their rights.
উত্তর: A
45. I don`t know the city _______ he lives.
উত্তর: B
46. Beautiful (Antonym word)
উত্তর: D
47. Rectify (Synonym Word)
উত্তর: A
48. Find the correct spelt word.
উত্তর: C
49. Find the correctly spelt word :
উত্তর: A
50. He said to her, "What a cold day!"
উত্তর: D
51. এক ব্যক্তি 13.50 টাকা প্রতি কেজি দরের এক প্রকার 80 কেজি চালের সাথে 16 টাকা প্রতি কেজি দরের আরো এক প্রকার 120 কেজি চালের সাথে মিশিয়ে, কত কেজি দরে নতুন চালটি বিক্রি করতে হবে যাতে মোটের উপর 20% লাভ হয় ?
উত্তর: B
52. 64 সেমি উচ্চতার একটি লম্ব-বৃত্তাকার চোঙ গলিয়ে এর সমান ব্যাসার্ধের 12 টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত ?
উত্তর: C
53. একটি বৃত্তের পরিলিখিত ও অন্তলিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত ?
উত্তর: C
54. খাঁটি দুধের দাম 15.50 টাকা প্রতি লিটার, এরকম 56 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা প্রতি লিটার হবে ?
উত্তর: A
55. একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একটি কাজ 3,4 ও 12 দিনে করতে পারে। 1 জন পুরুষ ও 1 জন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটি 1/4 দিনে করতে পারবে ?
উত্তর: C
56. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে, তার ক্ষেত্রফল কত ?
উত্তর: C
57. কোনো সেনাপতি তার সৈন্যদের বর্গাকার এ সাজিয়ে দেখলেন 24 জন সৈন্য বেশি আছে । সৈন্য সংখ্যা 15400 হলে, প্রতি সারিতে কতজন সৈন্য ছিল ?
উত্তর: C
58. এক ব্যক্তি কোনো স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে 36 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্লাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত ?
উত্তর: A
59. একটি চৌবাচ্চা জল ভরবার জন্য দুটি পাম্প আছে যার প্রথমটি 8 ঘন্টায়,দ্বিতীয়টি 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, যদি পাম্প দুটি একসাথে 4 ঘন্টা চালু রাখা যায় তাহলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে ?
উত্তর: B
60. একটি খুঁটির অর্ধেক কাদায় পোঁতা আছে, এক তৃতীয়াংশ জলে এবং 10 ডেসিমি জলের ওপরে আছে, খুঁটিটির মোট দৈর্ঘ্য কত ?
উত্তর: A
61. 2 জন পুরুষ, 4 জন স্ত্রীলোকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক যে কাজটি 40 দিনে করতে পারে, 12 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক সেই কাজটি কতদিনে করবে ?
উত্তর: C
62. 30 টাকায় 15 টি লেবু বিক্রি করায় এক ব্যক্তির 10% ক্ষতি হলো, কি দরে প্রতি লেবু বিক্রি করলে 35% লাভ হবে ?
উত্তর: A
63. বিধানসভায় এক নির্বাচন কেন্দ্রে 80% ভোটার ভোট দিলেন, প্রদত্ত মোট ভোটের 65% পেয়ে কোনো প্রার্থী বিজয়ী হন, মোট ভোটের শতকরা কত ভোট তার অনুকূলে পড়েছিল ?
উত্তর: C
64. A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?
উত্তর: D
65. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বয়স কত ?
উত্তর: A
66. A ও B একত্রে একটি কাজ 30 দিনে এবং B ও C একত্রে 40 দিনে করতে পারে। যদি C একা কাজটি 60 দিনে শেষ করে, তবে A একা কাজটি কতদিনে করবে ?
উত্তর: A
67. 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর 6টি ঘন্টা বাজে। 30 মিনিটে তারা একত্রে কতবার বাজবে ?
উত্তর: D
68. দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3; তাদের মাসিক খরচের অনুপাত 5:8, যদি প্রত্যেকে প্রতিমাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন কত ?
উত্তর: B
69. রেশন দোকানে ময়দার দর 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। এক কেজি ময়দার বর্তমান দাম কত টাকা ?
উত্তর: C
70. এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?
উত্তর: D
71. সিরিজটি সম্পূর্ণ করো : 5, 29,143,569, ?
উত্তর: D
72. ভুল সংখ্যাটি নির্নয় করো : 888,454,222,111,55.5,27.75
উত্তর: B
73. FATHER এর সঙ্কেত GCWLJX হলে AMOUNT এর সঙ্কেত কি হবে ?
উত্তর: D
74. সিরিজ সম্পূর্ণ করো : aba_____baca____ba_____bacaaba_____bac ?
উত্তর: A
75. বেমানান টি খুঁজে বের করো ?
উত্তর: D
76. রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিমি উত্তর দিকে গেল, তারপর বামদিকে ঘুরে 8 কিমি গেল এবং তারপর দক্ষিণ দিকে আরো 10 কিমি গেল, সবশেষে সে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে ?
উত্তর: C
77. সঠিক ক্রম টি লেখ : (1) নিয়োগপত্র (2) যোগদান (3) আবেদন (4) ইন্টারভিউ (5) বিজ্ঞাপন ?
উত্তর: C
78. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে । A, E এবং F এর মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই, তাহলে B এর বিপরীতে কে আছে ?
উত্তর: C
79. সুরেশের বোন হয় রামের স্ত্রী । রনির ভাই হল রাম এবং রামের বাবা হলো মধু। শীতল হলো রামের ঠাকুমা। রিমা হল শীতলের পুত্রবধূ। রোহিত হল রনির ভাইয়ের পুত্র। রোহিত, সুরেশের কে হয় ?
উত্তর: D
80. একটি দেওয়ালে টাঙানো ঘড়ির সময় 4.25 মিনিট, ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো দর্পনে কি সময় দেখাবে ?
উত্তর: C
81. a _ cead _ e _ dceadc _ ?
উত্তর: B
82. কোনটি ভুল সংখ্যা :
7, 28, 63, 124, 215, 342
উত্তর: A
83. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে :
5, 7, 17, 31, 65, 127, ?
উত্তর: D
84. "কমলালেবু" যদি "মাখন", হয় "মাখন" যদি "সাবান" হয়, "সাবান" যদি "কালি" হয়, "কালি" যদি "মধু" হয়, এবং "মধু" যদি "কমলালেবু" হয়, তবে কাপড়-জামা ধুতে কি ব্যবহার করা হয়?
উত্তর: B
85. অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে নির্ণয় করো:
[1] Counter [2] Courier [3] Courage [4] Counsel [5] Country
উত্তর: B
For each question, you will have 20 seconds to answer.
Note: Care has been taken to create this test. However, if there are any mistakes, please let me know in the comment box.
WBP Constable | MOCK TEST |
---|---|
Part : | 1 |
General Awareness & General Knowledge | 25 Questions (25 marks) |
English | 10 Questions (10 marks) |
Elementary Mathematics | 25 Questions (25 marks) |
Reasoning & Logical Analysis | 25 Questions (25 marks) |
Nagetive Marking | .25(1/4) |
Time: | 60 minutes |
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।