Ads Area

Full Mock জিকে পার্ট 9

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নিম্নের কে ডিএনএ এর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন - ?

A. জেকব ও মনোড

B. ওয়াটসন ও ক্রিক

C. এইচ জি খোরানা

D. উপরের কেউ নয়

উত্তর: B

2. নিম্নের কোন রিসেপ্টর গন্ধ ও স্বাদের জন্য দায়ী ?

A. থার্মোরিসেপ্টর

B. কেমোরিসেপ্টর

C. মেকানোরিসেপ্টর

D. ইলেক্ট্ররিসেপ্টর

উত্তর: B

3. প্লাজমার কোন প্রোটিন প্রাথমিক ভাবে প্রতিরক্ষায় জড়িত ?

A. ফাইব্রিনোজেন

B. গ্লোবুলিন

C. এলবুমিন

D. উপরের সবগুলি

উত্তর: B

4. নিচের কোন ব্যাকটেরিয়া ডি-নাইট্রিফিকেশন প্রক্রিয়াতে জড়িত ?

A. নাইট্রোসোমোনাস

B. নাইট্রোকোকাস

C. সিউডোমোনাস

D. নাইট্রোব্যাক্টর

উত্তর: C

5. হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাস কে কি বলে - ?

A. অস্টিওপোরেসিস

B. অ্যাক্রোমেগালি

C. ফাইব্রাস ডিসপ্লাসিয়া

D. ফ্র্যাকচার

উত্তর: A

6. নিম্নের জোড়গুলির মধ্যে কোনটির SI একক এক নয় ?

A. সরণ এবং দূরত্ব

B. বল এবং চাপ

C. কার্য ও শক্তি

D. দ্রুতি ও বেগ

উত্তর: B

7. নৌকা থেকে পাড়ে লাফ দেওয়ার সময় নৌকা কিছুটা পিছনের দিকে চলে যায়, এটি কোন সূত্রের প্রয়োগ ?

A. দ্বিতীয় গতিসূত্র

B. প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র

C. তৃতীয় গতিসূত্র

D. পতনের সূত্র

উত্তর: C

8. যদি একটি চলমান বস্তুর বেগ দ্বিগুন করা হয় এবং ভর স্থির থাকে তবে গতিশক্তি কতগুণ বৃদ্ধি পায় ?

A. 4 গুন

B. 6 গুন

C. 1/4 গুন

D. কোনো পরিবর্তন হবে না

উত্তর: A

9. শব্দ তরঙ্গ কি স্থানান্তর করে ?

A. শক্তি

B. ভরবেগ

C. শক্তি ও ভরবেগ একই

D. কেবল শক্তি, ভরবেগ নয়

উত্তর: C

10. ডাল্টনের তত্ত্বটি কোন সূত্রের ওপর ভিত্তি করে গঠিত ?

A. ভরবেগের সংরক্ষণ শীলতা সূত্র

B. ভর সংরক্ষণশীলতা সূত্র

C. রাসায়নিক সমন্বয় সূত্র

D. স্থিরানুপাত সূত্র

উত্তর: B

11. গুরু গোবিন্দ সিং কোন সালে খালসা পন্থ তৈরি করেছিলেন ?

A. 1707

B. 1599

C. 1699

D. 1657

উত্তর: C

12. নিম্নের কোন আগ্নেয়গিরি কে ভূমধ্যসাগরের লাইটহাউস বলা হয় ?

A. ভিসুভিয়াস

B. এটনা

C. কিলিমাঞ্জারো

D. স্ট্রমবলি

উত্তর: D

13. রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

A. ইউকে

B. ইউএস

C. সোভিয়েত রাশিয়া

D. ফ্রান্স

উত্তর: B

14. নিম্নের কোন স্থানে পশ্চিম ঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে ?

A. কারডামন পাহাড়

B. নীলগিরি পাহাড়

C. পালানি পাহাড়

D. অন্নমালাই পাহাড়

উত্তর: B

15. নিম্নের কে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন ?

A. মহারাজা প্রতাপ সিং

B. গুরু রামাদাস

C. রবীন্দ্রনাথ ঠাকুর

D. ব্রিটিশ সরকার

উত্তর: C

16. Kiel কানাল কোন দুটিকে সংযুক্ত করেছে ?

A. বেরিং সাগর ও চুকচি সাগর

B. ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত সাগর

C. লোহিত সাগর ও ভূমধ্যসাগর

D. বাল্টিক সাগর ও উত্তর সাগর

উত্তর: D

17. মাউন্ট আবু হিল স্টেশন টি কোন রেঞ্জে অবস্থিত

A. সাতপুরা

B. বিন্ধ্য

C. আরাবল্লী

D. সহাদ্রি

উত্তর: C

18. প্রথম তরাইনের যুদ্ধে নিম্নের কে পরাজিত হন ?

A. মহম্মদ ঘোরি

B. বলবন

C. গজনির মামুদ

D. ইলতুতমিস

উত্তর: A

19. কনজিউমার প্রাইস ইনডেক্স কে প্রকাশ করে ?

A. ইকোনমিক এডভাইজার

B. ফাইন্যান্স কমিশন

C. পলিসি কমিটি

D. সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিস

উত্তর: D

20. সংবিধানের কোন ধারা ইউনিফর্ম সিভিল কোডের সাথে যুক্ত ?

A. আর্টিকেল - 43

B. আর্টিকেল - 46

C. আর্টিকেল - 44

D. আর্টিকেল - 46

উত্তর: C

21. ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত - ?

A. ইন্ডিগো বিপ্লব

B. হোয়াইট বিপ্লব

C. ইয়েলো বিপ্লব

D. গ্রীন বিপ্লব

উত্তর: B

22. রাষ্ট্রপতি নির্বাচনে নিম্নের কারা অংশগ্রহণ করতে পারে না ?

A. লোকসভা ও রাজ্যসভার সদস্যরা

B. স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরা

C. ইউনিয়ন টেরিটোরি লেজিসলেচারের সদস্যরা

D. উপরের কেউ নয়

উত্তর: B

23. Algebra of Infinite Justice - বইটি কে লিখেছেন ?

A. অরুন্ধতী রায়

B. বিক্রম শেঠ

C. চেতন ভগত

D. অনিতা দেশাই

উত্তর: A

24. অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কোন সালে ?

A. 1905

B. 1910

C. 1908

D. 1906

উত্তর: D

25. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন -

A. ভগত সিং

B. রাজগুরু

C. সুখদেব

D. সূর্য সেন

উত্তর: D

26. Sargasso সাগর নিম্নের কোথায় অবস্থিত ?

A. আটলান্টিক মহাসাগর

B. প্রশান্ত মহাসাগর

C. ভারত মহাসাগর

D. উপরের কোনটি নয়

উত্তর: A

27. টমেটমের লাল রঙের জন্য দায়ী হলো - ?

A. ক্যাপসাইসিন

B. ক্যারোটিন

C. এন্থসিয়ানিন

D. লাইকোপিন

উত্তর: D

28. অটোট্রফিক পুষ্টির জন্য প্রয়োজনীয় হলো - ?

A. CO2 এবং H2O2

B. ক্লোরোফিল

C. সূর্যালোক

D. উপরের সবগুলি

উত্তর: D

29. নিম্নের কোন কলায় কন্ট্রাকটাইল প্রোটিন উপস্থিত ?

A. নার্ভাস টিস্যু

B. মাসেল টিস্যু

C. বোন (Bone) টিস্যু

D. ব্লাড টিস্যু

উত্তর: B

30. যুদ্ধের সময় ইমারজেন্সি ক্ষেত্রে নিম্নের কোন ধারা আরোপ করা যেতে পারে ?

A. আর্টিকেল - 352

B. আর্টিকেল - 356

C. আর্টিকেল - 353

D. আর্টিকেল - 354

উত্তর: A

31. নিম্নের কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন ?

A. মুবারক খিলজি

B. জালাল-উদ্দিন খিলজি

C. খুসরু খান

D. আলাউদ্দিন খলজি

উত্তর: D

32. কন্সটিটুয়েন্ট এসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন ?

A. সর্দার প্যাটেল

B. জওহরলাল নেহেরু

C. রাজেন্দ্র প্রসাদ

D. বি আর আম্বেদকর

উত্তর: C

33. অলকনন্দা ও ভাগীরথীর মিলন স্থল কি নামে পরিচিত ?

A. দেবপ্রয়াগ

B. রুদ্রপ্রয়াগ

C. হরিদ্বার

D. কেদারনাথ

উত্তর: A

34. একটি ট্রান্সফর্মার এর কাজ কি ?

A. এসি কে ডিসি তে রূপান্তর করা

B. বিদ্যুৎ উৎপাদন করা

C. এসি ভোল্টেজকে উপরে বা নীচে নামানো

D. ডিসি ভোল্টেজ কে উপরে বা নীচে নামানো

উত্তর: C

35. নিচের কোনটি একটি হাইড্রোজেন পরমাণুর একটি আইসোটোপ ?

A. প্রোটিয়াম

B. ডয়টেরিয়াম

C. ট্রিটিয়াম

D. উপরের সবগুলি

উত্তর: D

36. Ca(OCl)2 এর সাধারণ নাম কি ?

A. খাবার সোডা

B. ব্লিচিং পাউডার

C. কাপড় কাচার সোডা

D. বেকিং সোডা

উত্তর: B

37. নিম্নে উল্লেখিত কোন পলিমার থার্মোপ্লাস্টিক নয় ?

A. টেফলন

B. নিওপ্রিন

C. পলিস্টেরিন

D. পলিথিন

উত্তর: B

38. নিচের কোন গ্যাসটি জলের বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়

A. সালফার ডাই অক্সাইড

B. ক্লোরিন

C. ফ্লোরিন

D. কার্বন ডাই অক্সাইড

উত্তর: B

39. নিচের কোনটি মাটি দূষণের উৎস নয় ?

A. জৈব ও প্রাকৃতিক সার ব্যবহার করা

B. অজৈব সার ও কীটনাশক ব্যবহার করা

C. বর্জ্য ও পয়:নিষ্কাশন স্তূপীকরণ

D. খনন

উত্তর: A

40. নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে ?

A. কেওলাদেও জাতীয় উদ্যান

B. সারিষ্কা জাতীয় উদ্যান

C. রনথম্বর জাতীয় উদ্যান

D. উপরের কোনটি নয়

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ