1. নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সাথে নিম্নের কে যুক্ত নয় ?
উত্তর: B
2. নিম্নের কোনটি প্রোগ্রেসিভ ট্যাক্স এর উদাহরণ - ?
উত্তর: B
3. নিম্নের কোন পণ্য জয়েন্ট সাপ্লাই এর উদাহরণ ?
উত্তর: D
4. আয় ও ব্যবহার হলো - ?
উত্তর: B
5. স্পেশ্যাল ইকোনমিক জোন ধারণা প্রথম কোন দেশ প্রবর্তন করে ?
উত্তর: A
6. ক্লাসিকাল সিস্টেম অনুযায়ী, সেভিং কিসের ফাংশন - ?
উত্তর: A
7. মার্কেট ল - কে চালু করেন - ?
উত্তর: B
8. ক্যাশ রিজার্ভ অনুপাত যদি কমে তবে ক্রেডিট ক্রিয়েশন কি হবে ?
উত্তর: A
9. ইনডেন গ্যাস কোন দুটির মিশ্রণ ?
উত্তর: C
10. ধান ক্ষেত থেকে যে গ্যাস নির্গত হয় সেটি হল ?
উত্তর: B
11. আর্কিমিডিস নীতির ভিত্তিতে কোনটি প্রতিষ্ঠিত নয় ?
উত্তর: B
12. তামা ও দস্তার সংকরকে কি বলা হয় ?
উত্তর: C
13. কার্বোহাইড্রেট কি দিয়ে গঠিত - ?
উত্তর: B
14. এটমিক সংখ্যা কে কোন অক্ষর দ্বারা নির্দেশ করা হয় - ?
উত্তর: C
15. এটমিক এক্সপ্লোশন কি কারণে ঘটিত ?
উত্তর: D
16. রাতকানা রোগ থেকে বাঁচতে কোন ধরনের ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত - ?
উত্তর: A
17. থার্মাল পাওয়ার প্রজেক্টের সাপেক্ষে কোনটি সঠিক জোড় ?
উত্তর: D
18. ইন্দিরা গান্ধী টানেল কোন নদী থেকে জল পায় ?
উত্তর: A
19. ভারতে সবথেকে বেশি লিগনাইট উৎপাদিত হয় কোন রাজ্যে ?
উত্তর: C
20. নিম্নের কোন শহরে হিন্দুস্তান মেশিন এন্ড টুল ইন্ডাস্ট্রি অবস্থিত ?
উত্তর: D
21. ক্যালশিয়াম সমৃদ্ধ মৃত্তিকা কি নামে পরিচিত ?
উত্তর: A
22. পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কি কারণে বিখ্যাত ?
উত্তর: A
23. অভ্রের বৃহত্তম খনি কোথায় রয়েছে ?
উত্তর: B
24. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে - ?
উত্তর: B
25. নিম্নের কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ু তে উপস্থিত নয় ?
উত্তর: A
26. নিম্নের কোন রাজ্যকে বাংলাদেশ তিনদিক থেকে ঘিরে রয়েছে ?
উত্তর: D
27. সোম প্রকাশ - সংবাদপত্রটি কে শুরু করেছিলেন ?
উত্তর: C
28. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল ?
উত্তর: C
29. Jnana Yoga, Karma Yoga এবং Raja Yoga - বই গুলি কে লিখেছেন ?
উত্তর: B
30. ভারতের প্রথম গভর্নর জেনারেল কোন সালে নিযুক্ত করা হয় ?
উত্তর: B
31. ভারতের সেক্রেটারি অফ স্টেট গঠিত হয় কোন আইন দ্বারা ?
উত্তর: C
32. কোন সালে গভর্নর এর খেতাব পাল্টে ভাইসরয় করা হয় ?
উত্তর: A
33. অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয় ?
উত্তর: B
34. মেঘদূত - গ্রন্থটি কার লেখা ?
উত্তর: A
35. মহাত্মা গান্ধীকে কোন সালে ব্রিটিশ সরকার কইজার-ই-হিন্দ উপাধি প্রদান করে ?
উত্তর: D
36. সংবিধানের কোন ধারায় যুদ্ধের কারণে ইমারজেন্সি ঘোষণার কথা বলা রয়েছে ?
উত্তর: B
37. জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর: D
38. এশিয়ার সৌদি আরব এবং আফ্রিকার ইজিপ্ট, সুদানকে পৃথক করেছে নিম্নের কোন সাগর ?
উত্তর: C
39. ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের Talkie ফিল্ম কোনটি ?
উত্তর: D
40. ভারতের বৃহত্তম নদী-দ্বীপটি হল-
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।