1. পাকা কলায় কোন এসিড উপস্থিত ?
উত্তর: C
2. নিম্নের কোন গুহা মহারাষ্ট্রে অবস্থিত ?
উত্তর: C
3. Changing India - বইটি কার লেখা ?
উত্তর: D
4. অপারেটিং সিস্টেম লিনাক্স কে আবিস্কার করেন ?
উত্তর: B
5. সরাবতী নদী সৃষ্ট ভারতের অন্যতম বিখ্যাত জলপ্রপাতটি হল ?
উত্তর: C
6. কোন আইনটি 1859 সালে লর্ড ক্যানিং প্রবর্তিত পোর্টফোলিও সিস্টেম কে স্বীকৃতি দেয় ?
উত্তর: A
7. ওয়েল্ডিং গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণ এর সৃষ্টি হয় তা হল ?
উত্তর: C
8. মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি ?
উত্তর: A
9. কিষান দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর: D
10. বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি - ?
উত্তর: A
11. ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
উত্তর: B
12. ভাষা কমিশন কোন সালে গঠিত হয় - ?
উত্তর: A
13. ভারতীয় সংবিধানের ধারণা কে দিয়েছিলেন ?
উত্তর: B
14. জাওয়াদ ঘূর্ণিঝড়টির নামকরণ করে কোন দেশ ?
উত্তর: D
15. কোন পরিকল্পনায় কৃষি উৎপাদন বৃদ্ধি ঋণাত্মক হয় ?
উত্তর: A
16. লোকসভা স্পিকার কার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন ?
উত্তর: C
17. কন্সটিটুয়েন্ট এসেম্বলির জন্য কত গুলি মেজর কমিটি গঠিত হয় ?
উত্তর: B
18. সংবিধানের মৌলিক অধিকারটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: A
19. কোন ধরনের সরকারে বাই-ক্যামারালিজম একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য ?
উত্তর: A
20. মৌলিক অধিকারের লঙ্ঘনের কারণে একজন নাগরিক সুপ্রিমকোর্টে যেতে পারে কোন ধারার অধীনে ?
উত্তর: B
21. বিহারের নালন্দা মহাবিহার কোন সালে UNESCO স্বীকৃতি লাভ করে ?
উত্তর: B
22. UNESCO স্বীকৃত হুমায়ূনের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তর: C
23. ব্যুরো অফ স্টেট সিকিউরিটি (BOSS) গোয়েন্দা সংস্থা টি কোন দেশের ?
উত্তর: A
24. হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: B
25. পাওয়াপুরী স্থান টি কোন বিখ্যাত ব্যক্তির সাথে জড়িত ?
উত্তর: B
26. ওয়াটারলু স্থানটি কোন বিখ্যাত ব্যক্তির সাথে সম্পর্কিত - ?
উত্তর: D
27. বালফক্রম জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: A
28. মুকুর্তি জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত - ?
উত্তর: A
29. আজলান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর: B
30. মৈনুদৌল্লা গোল্ড কাপ নিম্নের কোন খেলায় দেওয়া হয় ?
উত্তর: C
31. বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত - ?
উত্তর: D
32. দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া - বইটি কার লেখা ?
উত্তর: A
33. এ মিনিস্টার এন্ড হিস রেসপন্সিবিলিটিস - বইটি কার লেখা ?
উত্তর: D
34. চার্লস ডিকেন্স রচিত বিখ্যাত বইটি হল - ?
উত্তর: A
35. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় টি গড়ে ওঠে কোন রাজ্যে ?
উত্তর: C
36. অদিতি অশোক নিম্নের কোন খেলার সাথে যুক্ত - ?
উত্তর: D
37. বজরং পুনিয়া নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: B
38. আলমাত্তি বাঁধ প্রজেক্টটি কোন নদীর উপর অবস্থিত - ?
উত্তর: B
39. ওয়ার্ল্ড গ্লোবাল রিসাইক্লিং দিবস কবে পালিত হয় - ?
উত্তর: A
40. অটল টিনকারিং ল্যাব নিম্নের কোন সংস্থার একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ - ?
উত্তর: A
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।