Ads Area

Full Mock জিকে পার্ট 5

Buttons Visit Now Youtube Channel Follow Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. পাকা কলায় কোন এসিড উপস্থিত ?

A. ফরমিক এসিড

B. সালফিউরিক এসিড

C. ম্যালিক এসিড

D. হাউড্রোক্লোরিক এসিড

উত্তর: C

2. নিম্নের কোন গুহা মহারাষ্ট্রে অবস্থিত ?

A. বাদামী

B. অমরনাথ

C. ইলোরা

D. বোররা

উত্তর: C

3. Changing India - বইটি কার লেখা ?

A. নরেন্দ্র মোদী

B. শশী থারুর

C. এ পি জে আব্দুল কালাম

D. মনমোহন সিং

উত্তর: D

4. অপারেটিং সিস্টেম লিনাক্স কে আবিস্কার করেন ?

A. Barbara Liskov

B. Linus Torvalds

C. Leonard M Adleman

D. Leslie Lamport

উত্তর: B

5. সরাবতী নদী সৃষ্ট ভারতের অন্যতম বিখ্যাত জলপ্রপাতটি হল ?

A. ধুয়াধর জলপ্রপাত

B. অথিরাপিললি জলপ্রপাত

C. যোগ জলপ্রপাত

D. দুধসাগর জলপ্রপাত

উত্তর: C

6. কোন আইনটি 1859 সালে লর্ড ক্যানিং প্রবর্তিত পোর্টফোলিও সিস্টেম কে স্বীকৃতি দেয় ?

A. ভারতীয় কাউন্সিল আইন, 1861

B. ভারতীয় কাউন্সিল আইন, 1892

C. ভারত সরকার আইন, 1858

D. উপরের কোনটি নয়

উত্তর: A

7. ওয়েল্ডিং গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণ এর সৃষ্টি হয় তা হল ?

A. এসিটিলিন ও হাইড্রোজেন

B. হাইড্রোজেন ও অক্সিজেন

C. অক্সিজেন ও এসিটিলিন

D. হিলিয়াম ও হাইড্রোজেন

উত্তর: C

8. মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি ?

A. সিরোজেম

B. পডজল

C. রেহ

D. বেট

উত্তর: A

9. কিষান দিবস কোন তারিখে পালিত হয় ?

A. 23 সেপ্টেম্বর

B. 23 অক্টোবর

C. 23 নভেম্বর

D. 23 ডিসেম্বর

উত্তর: D

10. বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি - ?

A. রেনগজ

B. সনোমিটার

C. আল্টমিটার

D. ব্যারোগ্রাফ

উত্তর: A

11. ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?

A. চতুর্থ

B. দ্বিতীয়

C. প্রথম

D. তৃতীয়

উত্তর: B

12. ভাষা কমিশন কোন সালে গঠিত হয় - ?

A. 1955

B. 1949

C. 1950

D. 1947

উত্তর: A

13. ভারতীয় সংবিধানের ধারণা কে দিয়েছিলেন ?

A. বি এন রাও

B. এম এন রায়

C. জে এল নেহেরু

D. বি আর আম্বেদকর

উত্তর: B

14. জাওয়াদ ঘূর্ণিঝড়টির নামকরণ করে কোন দেশ ?

A. ওমান

B. শ্রীলংকা

C. মায়ানমার

D. সৌদ আরব

উত্তর: D

15. কোন পরিকল্পনায় কৃষি উৎপাদন বৃদ্ধি ঋণাত্মক হয় ?

A. তৃতীয় প্লান

B. দ্বিতীয় প্লান

C. প্রথম প্লান

D. চতুর্থ প্লান

উত্তর: A

16. লোকসভা স্পিকার কার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন ?

A. প্রধানমন্ত্রী

B. রাষ্ট্রপতি

C. লোকসভার ডেপুটি স্পিকারের কাছে

D. পার্লামেন্ট আফফায়ার্স মন্ত্রকের কাছে

উত্তর: C

17. কন্সটিটুয়েন্ট এসেম্বলির জন্য কত গুলি মেজর কমিটি গঠিত হয় ?

A. 6 টি

B. 9 টি

C. 12 টি

D. 18 টি

উত্তর: B

18. সংবিধানের মৌলিক অধিকারটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

A. আমেরিকা

B. আয়ারল্যান্ড

C. অস্ট্রেলিয়া

D. রাশিয়া

উত্তর: A

19. কোন ধরনের সরকারে বাই-ক্যামারালিজম একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য ?

A. ফেডারেল সিস্টেম

B. ইউনিটারি সিস্টেম

C. পার্লামেন্টারি সিস্টেম

D. প্রেসিডেন্সিয়াল সিস্টেম

উত্তর: A

20. মৌলিক অধিকারের লঙ্ঘনের কারণে একজন নাগরিক সুপ্রিমকোর্টে যেতে পারে কোন ধারার অধীনে ?

A. আর্টিকেল - 21

B. আর্টিকেল - 32

C. আর্টিকেল - 33

D. আর্টিকেল - 34

উত্তর: B

21. বিহারের নালন্দা মহাবিহার কোন সালে UNESCO স্বীকৃতি লাভ করে ?

A. 2012

B. 2016

C. 2018

D. 2019

উত্তর: B

22. UNESCO স্বীকৃত হুমায়ূনের সমাধি কোথায় অবস্থিত ?

A. লাদাখ

B. মুম্বাই

C. দিল্লী

D. জয়পুর

উত্তর: C

23. ব্যুরো অফ স্টেট সিকিউরিটি (BOSS) গোয়েন্দা সংস্থা টি কোন দেশের ?

A. দক্ষিণ আফ্রিকা

B. ব্রিটেন

C. ভারত

D. আমেরিকা

উত্তর: A

24. হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. নতুন দিল্লী

B. বেঙ্গালুরু

C. রাঁচি

D. কোলবা

উত্তর: B

25. পাওয়াপুরী স্থান টি কোন বিখ্যাত ব্যক্তির সাথে জড়িত ?

A. মহাত্মা গান্ধী

B. মহাবীর

C. গৌতম বুদ্ধ

D. সর্দার প্যাটেল

উত্তর: B

26. ওয়াটারলু স্থানটি কোন বিখ্যাত ব্যক্তির সাথে সম্পর্কিত - ?

A. মহাত্মা গান্ধী

B. গৌতম বুদ্ধ

C. প্রোফেট মহম্মদ

D. নেপোলিয়ান বোনাপার্ট

উত্তর: D

27. বালফক্রম জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. মেঘালয়

B. পশ্চিমবঙ্গ

C. আসাম

D. কেরল

উত্তর: A

28. মুকুর্তি জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত - ?

A. তামিলনাড়ু

B. কর্ণাটক

C. অন্ধ্রপ্রদেশ

D. মধ্যপ্রদেশ

উত্তর: A

29. আজলান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?

A. লন টেনিস

B. হকি

C. ফুটবল

D. ক্রিকেট

উত্তর: B

30. মৈনুদৌল্লা গোল্ড কাপ নিম্নের কোন খেলায় দেওয়া হয় ?

A. ফুটবল

B. হকি

C. ক্রিকেট

D. টেনিস

উত্তর: C

31. বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত - ?

A. পোলো

B. কুস্তি

C. বক্সিং

D. ভার উত্তোলন

উত্তর: D

32. দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া - বইটি কার লেখা ?

A. মালা সেন

B. অনিতা দেশাই

C. রামমোহন রায়

D. জনার্দন ঠাকুর

উত্তর: A

33. এ মিনিস্টার এন্ড হিস রেসপন্সিবিলিটিস - বইটি কার লেখা ?

A. টনি ব্লেয়ার

B. জওহরলাল নেহেরু

C. অমিত চৌধুরী

D. মোরারাজি ভাই দেশাই

উত্তর: D

34. চার্লস ডিকেন্স রচিত বিখ্যাত বইটি হল - ?

A. এ টেল অব টু সিটিস

B. এ ভয়েস অফ ফ্রীডম

C. এডভেঞ্চার অফ শার্লক হোমস

D. সার্কেল অফ দি রিজয়ন

উত্তর: A

35. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় টি গড়ে ওঠে কোন রাজ্যে ?

A. গুজরাট

B. মধ্যপ্রদেশ

C. অন্ধ্রপ্রদেশ

D. কেরল

উত্তর: C

36. অদিতি অশোক নিম্নের কোন খেলার সাথে যুক্ত - ?

A. ক্রিকেট

B. দাবা

C. বক্সিং

D. গল্ফ

উত্তর: D

37. বজরং পুনিয়া নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?

A. বক্সিং

B. কুস্তি

C. ফুটবল

D. হকি

উত্তর: B

38. আলমাত্তি বাঁধ প্রজেক্টটি কোন নদীর উপর অবস্থিত - ?

A. মাহি

B. কৃষ্ণা

C. গোদাবরী

D. কাবেরী

উত্তর: B

39. ওয়ার্ল্ড গ্লোবাল রিসাইক্লিং দিবস কবে পালিত হয় - ?

A. 18 ই মার্চ

B. 15 ই মার্চ

C. 20 শে মার্চ

D. 10 ই মার্চ

উত্তর: A

40. অটল টিনকারিং ল্যাব নিম্নের কোন সংস্থার একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ - ?

A. নীতি আয়োগ

B. ভারতীয় রিজার্ভ ব্যাংক

C. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন

D. ন্যাশনাল আয়ুষ মিশন

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ