Ads Area

Full Mock জিকে পার্ট 4

 

Full Mock Test GK GS





                    আজ আমরা এই পোস্টে GK ওয়ান লাইনার প্রশ্ন এবং উত্তর দিচ্ছি। এই GK অনলাইন WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D  এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

                    WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D  পাশ করতে চান তাহলে এই GK জিকে প্রশ্ন-উত্তরগুলি মনে রাখুন এবং রটে শিখুন। WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D  পাশ করার জন্য আপনাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে।

                    WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D  পাশ করতে চান তাহলে আমরা যেসব GK/ইম্পরটেন্ট জিকে প্রশ্ন এবং উত্তর পোস্ট করি, সেগুলি ভালোভাবে পড়ুন এবং যেসব মক টেস্ট দেওয়া হয়, তা অন্তত দুই বার চেষ্টা করুন।
                মক টেস্ট দেওয়ার সময় যদি কোনও প্রশ্নের উত্তরে সন্দেহ অথবা মনে না হয়, তবে আবার জিকে ওয়ান লাইনার এবং প্রশ্ন-উত্তর পড়ুন এবং পরে মক টেস্ট দিন। মক টেস্ট দেওয়ার সময় আপনার একটি অবশ্যই উদ্যম থাকতে হবে যে আপনি 100% মার্ক্স পেতে চান। যদি 5 বারের পরেও আপনি 100% ফলাফল প্রাপ্ত না করতে থাকেন তবে আপনি আমাদের কোর্সে যোগ দিতে পারেন, যাতে আমরা আপনাদের নির্দেশ দেবো যে কিভাবে আপনি 95% এর উপর মার্ক্স প্রাপ্ত করতে পারেন এবং আপনি কীভাবে তা তাড়াতাড়ি করতে পারেন এবং প্রশ্নের সঠিক উত্তর মনে রাখতে পারেন, যে কোনও প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তা নিয়ে সব সন্দেহ ক্লিয়ার করে দেওয়া হবে।

                যদি কোনও প্রশ্নের উত্তর আপনাকে ভুল মনে হয় তবে দয়া করে কমেন্ট করে অবশ্যই জানান। এই টেস্ট প্রস্তুত করার সময়ে সতর্কতা অবশ্যই অনুযায়ী অন্যান্যত্র হলে আপনাকে প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে অনুমতি প্রদান করা হয়েছে। এই টেস্ট সম্পর্কে যে কোনও সমস্যা অথবা পরামর্শের জন্য কমেন্ট অংশে আপনার মতামত প্রদান করুন।। এই পোস্ট অথবা কুইজ টেস্ট কে আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ।


 

MCQs

1. নিউগিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত ?

A. ভারত মহাসাগর

B. সুমেরু মহাসাগর

C. কুমেরু মহাসাগর

D. প্রশান্ত মহাসাগর

উত্তর: D

2. মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত ?

A. ইউরোপ ও আফ্রিকা

B. মালয়েশিয়া ও সুমাত্রা

C. ভারত ও সুমাত্রা

D. ভারত ও চীন

উত্তর: B

3. বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

A. মহানদী

B. গঙ্গা

C. চম্বল

D. ব্রহ্মপুত্র

উত্তর: B

4. নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর ?

A. আসানসোল

B. কলকাতা

C. কার্শিয়াং

D. রানীগঞ্জ

উত্তর: C

5. শোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত ?

A. তুলজাত বস্ত্র

B. তামাক

C. কার্পেট শিল্প

D. জরির কাজ

উত্তর: A

6. শৈলশহর কুলু উপত্যকা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

A. উত্তরাখন্ড

B. হিমাচল প্রদেশ

C. উত্তর প্রদেশ

D. জম্মু-কাশ্মীর

উত্তর: B

7. নিম্মের কার উপাধি ছিল দক্ষিনাপথনাথ ?

A. দ্বিতীয় বাহাদুর শাহ

B. অজাতশত্রু

C. দ্বিতীয় পুলকেশী

D. অজাতশত্রু

উত্তর: C

8. তবকত-ই-আকবরি - গ্রন্থটি কার লেখা ?

A. আবুল ফজল

B. গুলবদন বেগম

C. আব্দুল হামিদ লাহরী

D. নিজামউদ্দিন আহমেদ

উত্তর: D

9. বার্মা ভারত থেকে পৃথক হয় কোন সালে ?

A. 1934

B. 1935

C. 1937

D. 1939

উত্তর: B

10. বারিন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন ?

A. 1906

B. 1908

C. 1911

D. 1912

উত্তর: A

11. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

A. দয়ানন্দ সরস্বতী

B. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

C. উইলিয়াম জোন্স

D. নারায়ণ যোশী

উত্তর: C

12. স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন ?

A. 1610

B. 1614

C. 1620

D. 1615

উত্তর: D

13. নিম্নের কোনটির রেচন অঙ্গ হলো সংকোচি গহবর ?

A. কেঁচো

B. জোঁক

C. অ্যামিবা

D. চিংড়ি

উত্তর: C

14. নিম্নের কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম - My Autobiography ?

A. তেনজিং নোরগে

B. মার্লিন মনরো

C. চার্লি চ্যাপলিন

D. দলাই লামা

উত্তর: C

15. জাতীয় যুব দিবস কবে পালন করা হয় ?

A. 15 জানুয়ারি

B. 12 জানুয়ারি

C. 16 জানুয়ারি

D. 8 জানুয়ারি

উত্তর: B

16. বাল গঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন ?

A. গোপাল হরি দেশমুখ

B. মহাত্মা গান্ধী

C. মহাদেব গোবিন্দ রানাডে

D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: B

17. ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার ?

A. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

C. ভারতচন্দ্র রায়

D. সুভাষ মুখোপাধ্যায়

উত্তর: D

18. বিষের বাঁশি - কার লেখা ?

A. বিহারিলাল চক্রবর্তী

B. কাজী নজরুল ইসলাম

C. যতিন্দ্রনাথ সেনগুপ্ত

D. মোহিতলাল মজুমদার

উত্তর: B

19. সৌর জগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি ?

A. মঙ্গল

B. পৃথিবী

C. বুধ

D. শুক্র

উত্তর: C

20. ডন - কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ?

A. ইংল্যান্ড

B. ভারত

C. আফগানিস্তান

D. পাকিস্তান

উত্তর: D

21. জয় জওয়ান জয় কিষান - উক্তিটি প্রবক্তা কে ?

A. জওহরলাল নেহেরু

B. ইন্দিরা গান্ধী

C. লাল বাহাদুর শাস্ত্রী

D. রাজীব গান্ধী

উত্তর: C

22. টারজান - চরিত্র টি কার তৈরি ?

A. এডগার রাইস বরোস

B. লি ফক

C. উইল আইসনার

D. কেনেথ রবসন

উত্তর: A

23. কোন স্থানকে ভারতের রূঢ় বলা হয় ?

A. বর্ধমান

B. দুর্গাপুর

C. হাওড়া

D. কলকাতা

উত্তর: B

24. রক্সওল বিমান বন্দর কোথায় অবস্থিত ?

A. ঝাড়খন্ড

B. ওড়িশা

C. বিহার

D. উত্তর প্রদেশ

উত্তর: C

25. নিম্নের কোন মৌলের একটি আকরিকের নাম গ্যালেনা ?

A. নিকেল

B. কপার

C. লেড

D. আয়রন

উত্তর: C

26. ভূপেন হাজারিকা সেতু অসমের সাথে নিম্নের কোন রাজ্যকে সংযুক্ত করেছে ?

A. সিকিম

B. মেঘালয়

C. পশ্চিমবঙ্গ

D. অরুণাচল প্রদেশ

উত্তর: D

27. বাল্মীকির রামায়ণের অন্যতম অংশ পঞ্চবটি - নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

A. তামিলনাড়ু

B. উত্তর প্রদেশ

C. মহারাষ্ট্র

D. উত্তরাখন্ড

উত্তর: C

28. নিম্নের কোন অঙ্গে লাইপেজ উৎসেচক উৎপন্ন হয় ?

A. পকস্থলী

B. লালাগ্রন্থি

C. যকৃৎ

D. অগ্ন্যাশয়

উত্তর: D

29. প্রিন্সপিলস অফ পলিটিক্যাল ইকোনমি - এর লেখক কে ?

A. মিলটন ফ্রেডম্যান

B. জন স্টুয়ার্ট মিল

C. জোসেফ স্কুম্পটার

D. ডেভিড রিকার্ডো

উত্তর: B

30. ধারকত্ব বোঝাতে ব্যাটারি শব্দটির প্রথম ব্যবহার কে করেন ?

A. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

B. লুইগি গালভানি

C. জন ফ্রেডরিক ড্যানিয়েল

D. লিউস উরি

উত্তর: A

31. নিম্নের কোনটি ভারতের শীতলতম স্থান ?

A. অমরনাথ

B. দ্রাস

C. লেহ

D. শ্রীনগর

উত্তর: B

32. গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত ?

A. 93 মিটার

B. 120 মিটার

C. 153 মিটার

D. 182 মিটার

উত্তর: D

33. চারুলতা - চরিত্র টি কার সৃষ্টি ?

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

D. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তর: B

34. ভানুমতি, সত্যচরণ চরিত্র গুলি কে তৈরি করেছেন ?

A. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

B. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

C. রবীন্দ্রনাথ ঠাকুর

D. বলাইচাঁদ মুখোপাধ্যায়

উত্তর: A

35. বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয় ?

A. 1765

B. 1767

C. 1789

D. 1780

উত্তর: D

36. গ্রামীন পশ্চিমবঙ্গের খড়ের ছাদ সবথেকে ভালো তৈরি হয় কোন ধানের খড় দিয়ে ?

A. আমন ধান

B. আউশ ধান

C. বোরো ধান

D. কোনটি নয়

উত্তর: A

37. ওড়িশার দামোনজরি কি কারণে বিখ্যাত ?

A. লৌহ-ইস্পাত শিল্প

B. অভ্র শিল্প

C. এলুমিনিয়াম ফ্যাক্টরি

D. গ্রাফাইট প্রস্তুতি

উত্তর: C

38. কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত বই আমুক্তমাল্যদা - কোন ভাষায় লেখা হয়েছিল ?

A. তামিল

B. সংস্কৃত

C. হিন্দি

D. তেলেগু

উত্তর: D

39. হেলসিঙ্কি কোন দেশের রাজধানী ?

A. জর্জিয়া

B. ফিনল্যান্ড

C. হার্জেগোভিনা

D. তাইওয়ান

উত্তর: B

40. বিরহোর উপজাতি দেখা যায় কোন রাজ্যে ?

A. পশ্চিমবঙ্গ

B. মধ্য প্রদেশ

C. ঝাড়খন্ড

D. বিহার

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

SSC CGL SSC GD Constable CSIR ASO SSC CHSL SSC MTS SSC CPO SSC Selection Post SSC Stenographer SSC JE CE IB ACIO SSC JE EE SSC JE ME SSC JHT SSC Head Constable AWO TPO Delhi Police Constable IB Security Assistant SSC Scientific Assistant Delhi Forest Guard RSMSSB JE Supreme Court Junior Court Assistant NBE Delhi Police Head Constable NTA Delhi University Non-Teaching Delhi Police MTS SSC JE SSC Havaldar Supreme Court Law Clerk Delhi Police Driver

 

  • India GK
  • World GK
  • GK Questions
  • GK Quiz
  • Biology GK
  • Science GK
  • Physics GK
  • Chemistry GK
  • General Awareness
  • Computer GK
  • Political GK
  • Indian Political GK
  • Economics GK
  • History GK
  • Sports GK

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ