আজ আমরা এই পোস্টে GK ওয়ান লাইনার প্রশ্ন এবং উত্তর দিচ্ছি। এই GK অনলাইন WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D পাশ করতে চান তাহলে এই GK জিকে প্রশ্ন-উত্তরগুলি মনে রাখুন এবং রটে শিখুন। WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D পাশ করার জন্য আপনাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে।
WBP,WBP SI,FOOD SI, JAIL WARDEN, KOLKATA POLICE, WB PSC, WBCS, SSC GD , RAILWAY NTPC, RAILWAY GROUP D, RPF, RPF SI, SSC CGL, SSC CPO, SSC CHSL, SSC GROUP D পাশ করতে চান তাহলে আমরা যেসব GK/ইম্পরটেন্ট জিকে প্রশ্ন এবং উত্তর পোস্ট করি, সেগুলি ভালোভাবে পড়ুন এবং যেসব মক টেস্ট দেওয়া হয়, তা অন্তত দুই বার চেষ্টা করুন।
মক টেস্ট দেওয়ার সময় যদি কোনও প্রশ্নের উত্তরে সন্দেহ অথবা মনে না হয়, তবে আবার জিকে ওয়ান লাইনার এবং প্রশ্ন-উত্তর পড়ুন এবং পরে মক টেস্ট দিন। মক টেস্ট দেওয়ার সময় আপনার একটি অবশ্যই উদ্যম থাকতে হবে যে আপনি 100% মার্ক্স পেতে চান। যদি 5 বারের পরেও আপনি 100% ফলাফল প্রাপ্ত না করতে থাকেন তবে আপনি আমাদের কোর্সে যোগ দিতে পারেন, যাতে আমরা আপনাদের নির্দেশ দেবো যে কিভাবে আপনি 95% এর উপর মার্ক্স প্রাপ্ত করতে পারেন এবং আপনি কীভাবে তা তাড়াতাড়ি করতে পারেন এবং প্রশ্নের সঠিক উত্তর মনে রাখতে পারেন, যে কোনও প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তা নিয়ে সব সন্দেহ ক্লিয়ার করে দেওয়া হবে।
যদি কোনও প্রশ্নের উত্তর আপনাকে ভুল মনে হয় তবে দয়া করে কমেন্ট করে অবশ্যই জানান। এই টেস্ট প্রস্তুত করার সময়ে সতর্কতা অবশ্যই অনুযায়ী অন্যান্যত্র হলে আপনাকে প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে অনুমতি প্রদান করা হয়েছে। এই টেস্ট সম্পর্কে যে কোনও সমস্যা অথবা পরামর্শের জন্য কমেন্ট অংশে আপনার মতামত প্রদান করুন।। এই পোস্ট অথবা কুইজ টেস্ট কে আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
MCQs
1. নিউগিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত ?
A. ভারত মহাসাগর
B. সুমেরু মহাসাগর
C. কুমেরু মহাসাগর
D. প্রশান্ত মহাসাগর
উত্তর: D
2. মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত ?
A. ইউরোপ ও আফ্রিকা
B. মালয়েশিয়া ও সুমাত্রা
C. ভারত ও সুমাত্রা
D. ভারত ও চীন
উত্তর: B
3. বিহারের ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A. মহানদী
B. গঙ্গা
C. চম্বল
D. ব্রহ্মপুত্র
উত্তর: B
4. নিম্নের কোন স্থানের উপনাম অর্কিডের শহর ?
A. আসানসোল
B. কলকাতা
C. কার্শিয়াং
D. রানীগঞ্জ
উত্তর: C
5. শোলাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত ?
A. তুলজাত বস্ত্র
B. তামাক
C. কার্পেট শিল্প
D. জরির কাজ
উত্তর: A
6. শৈলশহর কুলু উপত্যকা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
A. উত্তরাখন্ড
B. হিমাচল প্রদেশ
C. উত্তর প্রদেশ
D. জম্মু-কাশ্মীর
উত্তর: B
7. নিম্মের কার উপাধি ছিল দক্ষিনাপথনাথ ?
A. দ্বিতীয় বাহাদুর শাহ
B. অজাতশত্রু
C. দ্বিতীয় পুলকেশী
D. অজাতশত্রু
উত্তর: C
8. তবকত-ই-আকবরি - গ্রন্থটি কার লেখা ?
A. আবুল ফজল
B. গুলবদন বেগম
C. আব্দুল হামিদ লাহরী
D. নিজামউদ্দিন আহমেদ
উত্তর: D
9. বার্মা ভারত থেকে পৃথক হয় কোন সালে ?
A. 1934
B. 1935
C. 1937
D. 1939
উত্তর: B
10. বারিন্দ্র কুমার ঘোষ কত সালে যুগান্তর দল গঠন করেন ?
A. 1906
B. 1908
C. 1911
D. 1912
উত্তর: A
11. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
A. দয়ানন্দ সরস্বতী
B. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
C. উইলিয়াম জোন্স
D. নারায়ণ যোশী
উত্তর: C
12. স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন ?
A. 1610
B. 1614
C. 1620
D. 1615
উত্তর: D
13. নিম্নের কোনটির রেচন অঙ্গ হলো সংকোচি গহবর ?
A. কেঁচো
B. জোঁক
C. অ্যামিবা
D. চিংড়ি
উত্তর: C
14. নিম্নের কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম - My Autobiography ?
A. তেনজিং নোরগে
B. মার্লিন মনরো
C. চার্লি চ্যাপলিন
D. দলাই লামা
উত্তর: C
15. জাতীয় যুব দিবস কবে পালন করা হয় ?
A. 15 জানুয়ারি
B. 12 জানুয়ারি
C. 16 জানুয়ারি
D. 8 জানুয়ারি
উত্তর: B
16. বাল গঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন ?