Ads Area

Full Mock জিকে পার্ট 35

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নিম্নের কোন মন্ত্রক ট্রাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি (TKDL) তৈরি করেছে ?

A. মিনিস্ট্রি অফ আয়ুষ

B. মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড আর্থ

C. মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স

D. মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট

উত্তর: A

2. অক্সিজেন এবং ওজন হলো পরস্পর ___ মৌল ?

A. বহুরূপী

B. আইসোমার

C. আইসোটোপ

D. আইসোবার

উত্তর: A

3. তেলেঙ্গানা রাজ্যটি কোন তারিখে গঠিত হয় ?

A. 2 মে, 2014

B. 2 জুন, 2014

C. 2 আগস্ট, 2014

D. 14 জানুয়ারি, 2014

উত্তর: B

4. নিম্নের কোন ভারতীয় প্রথমবার এককভাবে অলিম্পিক মেডেল জিতেছিলেন ?

A. মিলখা সিং

B. পি টি ঊষা

C. লিয়ান্ডার পেজ

D. কে ডি যাদব

উত্তর: D

5. নিম্নের কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম - পাইসাম স্যাটিভাম ?

A. বট

B. তামাক

C. কার্পাস

D. মটর

উত্তর: D

6. কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইটো ন্যাপথা কুইনন ?

A. ভিটামিন P

B. ভিটামিন K

C. ভিটামিন A

D. ভিটামিন B12

উত্তর: B

7. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনন্দিন কতগ্রাম কার্বোহাইড্রেট এর প্রয়োজন হয় ?

A. 100 গ্রাম

B. 200 গ্রাম

C. 15 মিলিগ্রাম

D. 425 গ্রাম

উত্তর: D

8. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাস্টেনেবল গ্রোথ এর উপর গুরুত্ব আরোপ করা হয় ?

A. নবম

B. দশম

C. এগারোতম

D. বারোতম

উত্তর: D

9. ঋগবেদে কতগুলি স্তুতি আছে ?

A. 1028

B. 1017

C. 1128

D. 1020

উত্তর: A

10. হ্যালোজেন মৌল গুলির সর্ববহিঃস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন বর্তমান ?

A. 5 টি

B. 6 টি

C. 8 টি

D. 7 টি

উত্তর: D

11. হেনরি ক্যাভেন্ডিস নিম্নের কোন মৌলটি আবিষ্কার করেন ?

A. অক্সিজেন

B. হিলিয়াম

C. হাইড্রোজেন

D. বোরন

উত্তর: C

12. জল বরফে পরিণত হয় কত ডিগ্রি ফারেনহাইটে ?

A. 212°F

B. 32°F

C. 0°F

D. 100°F

উত্তর: B

13. নিম্নের কোনটির সর্বাধিক গলনাঙ্ক বর্তমান ?

A. কার্বন

B. টাংস্টেন

C. অসমিয়াম

D. পারদ

উত্তর: A

14. ময়সার পদ্ধতিতে কোন মৌল নিষ্কাশিত করা হয় ?

A. সোডিয়াম

B. সালফার

C. অক্সিজেন

D. ফ্লুওরিন

উত্তর: D

15. হাইড্রক্সিল যৌগমূলকের যোজ্যতা কত ?

A. 1

B. 0

C. 2

D. 3

উত্তর: B

16. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?

A. 98.6°F

B. 100°F

C. 95.6°F

D. 99.6°F

উত্তর: A

17. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন ?

A. 4℃

B. 0℃

C. 10℃

D. 100℃

উত্তর: A

18. যদি কোনো লিফট কোনো ত্বরণ নিয়ে নীচে নামতে থাকে, তখন বস্তুর আপাত ওজন তার প্রকৃত ওজনের থেকে কি হয় ?

A. বেশি হয়

B. কম হয়

C. সমান থাকে

D. সবসময় পরিবর্তন ঘটে

উত্তর: B

19. পৃথিবীর নিকটস্থ কৃত্রিম উপগ্রহের আবর্তনের পর্যায়কাল হলো ?

A. 24 ঘন্টা

B. 2 ঘন্টা 24 মিনিট

C. 1 ঘন্টা 24 মিনিট

D. 24 মিনিট

উত্তর: C

20. যখন বরফ জলে ভাসে এর কত অংশ জলের উপরে থাকে ?

A. 1/20

B. 1/5

C. 1/4

D. 1/10

উত্তর: D

21. নিম্নের কোন দেশে সর্বপ্রথম নবজাগরণ ঘটে ?

A. ইতালি

B. ফ্রান্স

C. ইংল্যান্ড

D. জার্মানি

উত্তর: A

22. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরের উপর যে পারমানিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম কি ছিল ?

A. ফ্যাট ম্যান

B. লিটল বয়

C. থিন ম্যান

D. উপরের কোনটিই নয়

উত্তর: B

23. ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোন মন্ত্রকের অধীনে ?

A. কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

B. কনজিউমার আফফায়ার্স এন্ড পাবলিক এডমিনিষ্ট্রেশন

C. ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি

D. হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার

উত্তর: B

24. ভারতের শেষ গভর্নর জেনারেল এবংপ্রথম ভাইসরয় কে ছিলেন ?

A. লর্ড ডালহৌসি

B. লর্ড এলগিন

C. লর্ড ক্যানিং

D. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর: C

25. সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

A. মাইসোর

B. বেঙ্গালুরু

C. হায়দ্রাবাদ

D. কোচি

উত্তর: A

26. কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. কটক

B. ভুবনেশ্বর

C. রাউরকেল্লা

D. সম্বলপুর

উত্তর: A

27. নিম্নের কোন সংস্থা ভারতে এগ্রিকালচার ক্রেডিট প্রদান করে ?

A. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

B. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

C. নাবার্ড

D. রিজিওনাল রুরাল ব্যাংক

উত্তর: C

28. ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয় ?

A. লখনৌ

B. পাটনগর

C. কানপুর

D. দিল্লী

উত্তর: B

29. নিম্নের কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?

A. তেজস্ক্রিয়তা

B. চৌম্বক ধর্ম

C. বহুরূপতা

D. উপরের সবগুলি

উত্তর: D

30. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

A. দাদাভাই নৌরজি

B. গোপাল কৃষ্ণ গোখলে

C. বালগঙ্গাধর তিলক

D. সুভাষচন্দ্র বসু

উত্তর: B

31. শিকাগো ধর্ম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় ?

A. 1890

B. 1891

C. 1893

D. 1895

উত্তর: C

32. কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় ?

A. ফসফরাস

B. ক্যালসিয়াম

C. আয়োডিন

D. কোনটি নয়

উত্তর: B

33. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত ?

A. একটি

B. দুটি

C. তিনটি

D. চারটি

উত্তর: C

34. আরাবল্লি পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান

B. হিমাচল প্রদেশ

C. অন্ধ্রপ্রদেশ

D. গুজরাট

উত্তর: A

35. কোন নদ/নদীকে বাংলার দুঃখ বলা হয় ?

A. অজয়

B. ভাগীরথী

C. দামোদর

D. তিস্তা

উত্তর: C

36. কোলেস্টেরল হলো একটি - ?

A. সম্পৃক্ত ফ্যাট

B. অসম্পৃক্ত ফ্যাট

C. স্টেরয়েড

D. ডাইগ্লিসারাইড

উত্তর: C

37. কৃষিজমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে কি বলে ?

A. শিফটিং কাল্টিভেশন

B. ফ্যালোয়িং

C. ইনটেনসিভ ফার্মিং

D. সাবসিটেন্স ফার্মিং

উত্তর: B

38. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কোন সালে ঘটে ?

A. 1911

B. 1914

C. 1919

D. 1916

উত্তর: D

39. কোন সালের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?

A. 1921

B. 1923

C. 1930

D. 1935

উত্তর: C

40. কোন সালের 30 শে ডিসেম্বর নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ গঠিত হয় ?

A. 1900

B. 1901

C. 1905

D. 1906

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ