Ads Area

Full Mock জিকে পার্ট 34

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. দ্বিতীয় আঙলো-মাইশোর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. লর্ড ওয়েলেসলি

B. লর্ড কর্ণওয়ালিস

C. স্যার জন শোর

D. ওয়ারেন হেস্টিংস

উত্তর: D

2. সিরাজ-উদ-দৌলার কোন শহরের নাম পরিবর্তন করে আলীনগর রাখেন ?

A. ক্যালকাটা

B. আগ্রা

C. ফিরোজপুর

D. ফতেহপুর

উত্তর: A

3. মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

A. পাটলিপুত্র

B. বৈশালী

C. লুম্বিনী

D. গয়া

উত্তর: A

4. মাউন্টব্যাটেন প্লান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

A. জওহরলাল নেহেরু

B. সর্দার প্যাটেল

C. মৌলানা আজাদ

D. আচার্য জে বি কৃপালানি

উত্তর: D

5. পূর্বতন বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে কোন বেদ ?

A. ঋকবেদ

B. যযুরবেদ

C. অথর্ববেদ

D. সামবেদ

উত্তর: A

6. ব্যারেন দ্বীপ একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত ?

A. আন্দামান দ্বীপপুঞ্জ

B. নিকোবর দ্বীপপুঞ্জ

C. লাক্ষাদ্বীপ

D. মিনিকয়

উত্তর: A

7. ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

A. ব্রিটেন

B. মার্কিন যুক্তরাষ্ট্র

C. আয়ারল্যান্ড

D. অস্ট্রেলিয়া

উত্তর: C

8. রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করান ?

A. ভারতের গভর্নর জেনারেল

B. ভারতের মুখ্য বিচারপতি

C. প্রধানমন্ত্রী

D. উপরাষ্ট্রপতি

উত্তর: B

9. চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মতো হয়ে যায় কারণ বিক্রিয়ার পরে কি গঠিত হয় ?

A. ক্যালশিয়াম কার্বনেট

B. বেরিয়াম কার্বনেট

C. ক্যালশিয়াম হাইড্রোজেন কার্বনেট

D. ক্যালশিয়াম অক্সাইড

উত্তর: A

10. নিম্নের কোনটি সময়ের একক নয় ?

A. পারসেক

B. মাইক্রো সেকেন্ড

C. লিপ ইয়ার

D. সৌর দিন

উত্তর: A

11. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

A. বৈশালী

B. রাজগীর

C. পাটলিপুত্র

D. কোশী

উত্তর: C

12. সংবিধানের ধারণা কে দিয়েছিলেন ?

A. বি এন রাও

B. বি আর আম্বেদকর

C. জে এল নেহেরু

D. এম এন রায়

উত্তর: D

13. দক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ সংঘটিত হয় কত সালে ?

A. 1874 সালে

B. 1876 সালে

C. 1875 সালে

D. 1870 সালে

উত্তর: C

14. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় ?

A. 1944

B. 1945

C. 1948

D. 1950

উত্তর: C

15. উস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?

A. বাঁশি

B. সরোদ

C. সেতার

D. তবলা

উত্তর: B

16. ইংরেজ এবং সিন্ধিয়াদের মধ্যে দেওগাঁও এর সন্ধি হয় কোন সালে ?

A. 1804

B. 1803

C. 1802

D. 1805

উত্তর: B

17. তালকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

A. ছত্তিশগড়

B. ঝাড়খন্ড

C. অন্ধ্রপ্রদেশ

D. রাজস্থান

উত্তর: C

18. গৌহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত - ?

A. শতদ্রু

B. রামগঙ্গা

C. মুসি

D. ব্রহ্মপুত্র

উত্তর: D

19. ভারতীয় নৌসেনা দিবস কোন দিন পালন করা হয় ?

A. 4 ই ডিসেম্বর

B. 3 ই ডিসেম্বর

C. 5 ই ডিসেম্বর

D. 6 ই ডিসেম্বর

উত্তর: A

20. ভারত এবং কোন প্রতিবেশী দেশ 6ই ডিসেম্বর মৈত্রী দিবস পালন করে ?

A. মায়ানমার

B. আফগানিস্তান

C. বাংলাদেশ

D. নেপাল

উত্তর: C

21. ভাতিনদা তাপ বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. দিল্লী

B. গুজরাট

C. পাঞ্জাব

D. তামিলনাড়ু

উত্তর: C

22. ধুবারণ ডিজেল বিদ্যুৎকেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. তামিলনাড়ু

B. ছত্তিশগড়

C. পশ্চিমবঙ্গ

D. গুজরাট

উত্তর: D

23. সাতবাহন রাজবংশের সরকারী ভাষা কি ছিল ?

A. পালি

B. সংস্কৃত

C. প্রাকৃত

D. তামিল

উত্তর: C

24. হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন ?

A. মহম্মদ আদিল শাহ

B. নাগদশক

C. অশোক

D. চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর: A

25. প্রথম কোন দেশে সংবিধান রচিত হয় ?

A. সুইডেন

B. ফ্রান্স

C. ইতালি

D. মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর: D

26. 1930 সালে কোন দেশ প্রথমবার ফুটবল বিশ্বকাপ জেতে ?

A. ব্রাজিল

B. আর্জেন্টিনা

C. নেদারল্যান্ড

D. উরুগুয়ে

উত্তর: D

27. কোলেরু জলাভূমি কোন রাজ্যে অবস্থিত ?

A. মণিপুর

B. অন্ধ্রপ্রদেশ

C. উত্তর প্রদেশ

D. ত্রিপুরা

উত্তর: B

28. ভিতরকনিকা ম্যানগ্রোভ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে ?

A. ওড়িশা

B. পাঞ্জাব

C. বিহার

D. পশ্চিমবঙ্গ

উত্তর: A

29. নিম্নের কোন দেশের সংসদের নাম মজলিস ওয়াতানি ?

A. সেনেগাল

B. সুদান

C. টোগো

D. কিউবা

উত্তর: B

30. প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় ?

A. Genetics

B. Genesiology

C. Genecology

D. Gerontology

উত্তর: B

31. নিম্নের কার পরিচিত নাম ছিল বাংলার বাঘ ?

A. যতীন দাস

B. সুভাষচন্দ্র বসু

C. ক্ষুদিরাম বোস

D. আশুতোষ মুখার্জি

উত্তর: D

32. রয়টার সংবাদ এজেন্সিটি কোন দেশের ?

A. ভারত

B. বাংলাদেশ

C. রাশিয়া

D. ইউকে

উত্তর: D

33. FSB গুপ্তচর সংস্থাটি কোন দেশের ?

A. রাশিয়া

B. মার্কিন যুক্তরাষ্ট্র

C. পাকিস্তান

D. জার্মানি

উত্তর: A

34. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. রোম

B. ওয়াশিংটন

C. প্যারিস

D. জেনেভা

উত্তর: D

35. ন্যাশনাল গান্ধী মিউজিয়াম নিম্নের কোথায় অবস্থিত ?

A. নতুন দিল্লী

B. বেঙ্গালুরু

C. এলাহাবাদ

D. মুম্বাই

উত্তর: A

36. পারুল উৎসব মূলত কোন রাজ্যের প্রধান উৎসব ?

A. অসম

B. ছত্তিশগড়

C. বিহার

D. তামিলনাড়ু

উত্তর: C

37. সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নাই - উক্তিটি কার ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর

B. স্বামী বিবেকানন্দ

C. বাল গঙ্গাধর তিলক

D. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: A

38. মিকি মাউস চরিত্রের সৃষ্টি কে করেছেন ?

A. এলেক্স রেমন্ড

B. চাক জোন্স

C. রেনে গেসকিনি

D. ওয়াল্ট ডিজনি

উত্তর: D

39. ঝরাপালক - কাব্যটি কার লেখা ?

A. সুকান্ত ভট্টাচার্য

B. জীবনানন্দ দাশ

C. বুদ্ধদেব বসু

D. যতিন্দ্রনাথ সেনগুপ্ত

উত্তর: B

40. ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একদা সম্পাদক কে ছিলেন ?

A. শ্যামসুন্দর চক্রবর্তী

B. মতিলাল নেহেরু

C. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

D. স্বর্ণকুমারী দেবী

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ