1. পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন ?
উত্তর: D
2. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় ?
উত্তর: D
3. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?
উত্তর: B
4. সত্যশোধক আন্দোলনের সাথে নিম্নের কার নাম জড়িত ?
উত্তর: A
5. নিম্নের হরমোন গুলির মধ্যে কোনটি একটি প্রাণীজ হরমোন ?
উত্তর: C
6. রোহিঙ্গারা মূলত কোন দেশের বাসিন্দা ?
উত্তর: A
7. ব্রহ্ম, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিমুর্তি ভাস্কর্য কোন গুহাচিত্র দেখা যায় ?
উত্তর: C
8. রাশিয়ার মুদ্রা কি ?
উত্তর: A
9. নিম্নের কাকে ভারতের মেট্রো ম্যান বলা হয় ?
উত্তর: C
10. সম্প্রতি প্রয়াত পদ্মাবিভূষন জয়ী অনিরুধ জগনাথ, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তর: B
11. হিমালয় হলো একটি ____ পর্বত ?
উত্তর: C
12. কোন মুঘল সম্রাট অযোধ্যাকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ?
উত্তর: B
13. নিম্নের কে WHO ডিরেক্টর জেনারেল স্পেশাল আওয়ার্ড পেয়েছেন ?
উত্তর: D
14. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা আছে ?
উত্তর: A
15. 180° দ্রাঘিমা রেখাকে কি বলা হয় ?
উত্তর: C
16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না ?
উত্তর: B
17. কোলার হৃদ কোথায় অবস্থিত ?
উত্তর: C
18. কালাকোট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: B
19. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
উত্তর: B
20. সারিষ্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: B
21. শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়া ____ নামে পরিচিত ?
উত্তর: C
22. পতঙ্গভূক উদ্ভিদটি হল ?
উত্তর: D
23. কোলেস্টেরল হলো একটি - ?
উত্তর: C
24. কৃষিজমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে কি বলে ?
উত্তর: B
25. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কোন সালে ঘটে ?
উত্তর: D
26. Golden Girl - কার আত্মজীবনী ?
উত্তর: A
27. জাতীয় ক্যানসার সচেতনতা দিবস কবে পালিত হয় ?
উত্তর: D
28. ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয় ?
উত্তর: D
29. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর: B
30. ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় - ?
উত্তর: A
31. ভারতে কারা প্রথম নাটকে যবনিকা প্রথা চালু করেন ?
উত্তর: A
32. সিল্ক উৎপাদনে ভারতের স্থান কত ?
উত্তর: B
33. বিশুদ্ধ জলে লবন মেশালে এর স্ফুটনাঙ্ক -
উত্তর: A
34. পেশির ক্লান্তির জন্য নিম্নের কোনটি দায়ী ?
উত্তর: C
35. বীর সাভারকর আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?
উত্তর: B
36. Voice of India সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?
উত্তর: C
37. সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে কবে ঘোষিত হয় ?
উত্তর: B
38. পশ্চিমবঙ্গে গঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় কত কিমি ?
উত্তর: D
39. কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে কোন রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়েছে ?
উত্তর: A
40. টিপ্পনি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: C
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।