Ads Area

Full Mock জিকে পার্ট 33

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন ?

A. বিজয় সেন

B. বল্লাল সেন

C. নরসিংহ বর্মন

D. লক্ষণ সেন

উত্তর: D

2. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় ?

A. পশ্চিমবঙ্গ

B. কেরল

C. মেঘালয়

D. হরিয়ানা

উত্তর: D

3. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?

A. বানভট্ট

B. কালিদাস

C. ভাস

D. উপরের কেউ নয়

উত্তর: B

4. সত্যশোধক আন্দোলনের সাথে নিম্নের কার নাম জড়িত ?

A. জ্যোতিবা ফুলে

B. গোপাল হরি দেশমুখ

C. লালা লাজপত রায়

D. বিপিনচন্দ্র পাল

উত্তর: A

5. নিম্নের হরমোন গুলির মধ্যে কোনটি একটি প্রাণীজ হরমোন ?

A. সাইটকাইনিন

B. অক্সিন

C. ইনসুলিন

D. জীববারেলিন

উত্তর: C

6. রোহিঙ্গারা মূলত কোন দেশের বাসিন্দা ?

A. মায়ানমার

B. ভুটান

C. তিব্বত

D. ফিলিপিন্স

উত্তর: A

7. ব্রহ্ম, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিমুর্তি ভাস্কর্য কোন গুহাচিত্র দেখা যায় ?

A. অজন্তা

B. ইলোরা

C. এলিফ্যানটা

D. কালভা

উত্তর: C

8. রাশিয়ার মুদ্রা কি ?

A. রুবেল

B. কিনা

C. ইউরো

D. রিয়েল

উত্তর: A

9. নিম্নের কাকে ভারতের মেট্রো ম্যান বলা হয় ?

A. লর্ড ডালহৌসি

B. এ কে মিত্তল

C. ই শ্রীধরণ

D. জন মাথাই

উত্তর: C

10. সম্প্রতি প্রয়াত পদ্মাবিভূষন জয়ী অনিরুধ জগনাথ, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ?

A. ইজরায়েল

B. মরিশাস

C. বাংলাদেশ

D. সিচিলিস

উত্তর: B

11. হিমালয় হলো একটি ____ পর্বত ?

A. স্তুপ

B. আগ্নেয়

C. ভঙ্গিল

D. সঞ্চয়জাত

উত্তর: C

12. কোন মুঘল সম্রাট অযোধ্যাকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ?

A. বাবর

B. হুমায়ুন

C. আকবর

D. ঔরঙ্গজেব

উত্তর: B

13. নিম্নের কে WHO ডিরেক্টর জেনারেল স্পেশাল আওয়ার্ড পেয়েছেন ?

A. নরেন্দ্র মোদি

B. অশ্বিনী কুমার বৈষ্ণ

C. কুলদ্বীপ নারায়ণ

D. হর্ষবর্ধন

উত্তর: D

14. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা আছে ?

A. সংবিধানের তৃতীয় অধ্যায়

B. সংবিধানের ষষ্ঠ অধ্যায়

C. সংবিধানের সপ্তম অধ্যায়

D. সংবিধানের চতুর্থ অধ্যায়

উত্তর: A

15. 180° দ্রাঘিমা রেখাকে কি বলা হয় ?

A. মূলমধ্যরেখা

B. সাধারন অক্ষরেখা

C. আন্তর্জাতিক তারিখ রেখা

D. গ্রিনীচ প্রমান সময়

উত্তর: C

16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না ?

A. চন্দ্রশেখর

B. মোরারাজি দেশাই

C. চরণ সিং

D. বিশ্বনাথ প্রতাপ সিং

উত্তর: B

17. কোলার হৃদ কোথায় অবস্থিত ?

A. কৃষ্ণা ও কাবেরীর মধ্যে

B. গোদাবরী ও কাবেরীর মধ্যে

C. গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

D. মহানদী ও গোদাবরীর মধ্যে

উত্তর: C

18. কালাকোট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. গুজরাট

B. জম্মু ও কাশ্মীর

C. হরিয়ানা

D. বিহার

উত্তর: B

19. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ?

A. চুম্বি উপত্যকা

B. জেমু হিমবাহ

C. দার্জিলিংয়ের ঘুম পাহাড়

D. সান্দাকফু পর্বত শ্রেণী

উত্তর: B

20. সারিষ্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

A. মহারাষ্ট্র

B. রাজস্থান

C. অন্ধ্রপ্রদেশ

D. হরিয়ানা

উত্তর: B

21. শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়া ____ নামে পরিচিত ?

A. অ্যানাবলিজম

B. ক্যাটাবলিজম

C. মেটাবলিজম

D. উপরের কোনটি নয়

উত্তর: C

22. পতঙ্গভূক উদ্ভিদটি হল ?

A. গুলঞ্চ

B. নয়নতারা

C. বাসক

D. পিচার প্ল্যান্ট

উত্তর: D

23. কোলেস্টেরল হলো একটি - ?

A. সম্পৃক্ত ফ্যাট

B. অসম্পৃক্ত ফ্যাট

C. স্টেরয়েড

D. ডাইগ্লিসারাইড

উত্তর: C

24. কৃষিজমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে কি বলে ?

A. শিফটিং কাল্টিভেশন

B. ফ্যালোয়িং

C. ইনটেনসিভ ফার্মিং

D. সাবসিটেন্স ফার্মিং

উত্তর: B

25. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কোন সালে ঘটে ?

A. 1911

B. 1914

C. 1919

D. 1916

উত্তর: D

26. Golden Girl - কার আত্মজীবনী ?

A. পি টি উষা

B. দীপা কর্মকার

C. সুচেতা কৃপালিনী

D. সরোজিনী নাইডু

উত্তর: A

27. জাতীয় ক্যানসার সচেতনতা দিবস কবে পালিত হয় ?

A. 11 ই ডিসেম্বর

B. 4 ই ফেব্রুয়ারি

C. 12 ই আগস্ট

D. 7 ই নভেম্বর

উত্তর: D

28. ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয় ?

A. 1942

B. 1947

C. 1935

D. 1946

উত্তর: D

29. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

A. উত্তরপ্রদেশ

B. মধ্যপ্রদেশ

C. ছত্তিশগড়

D. ঝাড়খন্ড

উত্তর: B

30. ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় - ?

A. পার্লামেন্টের উভয়কক্ষের যেকোনোটি তে

B. পার্লামেন্টের উভয়কক্ষের যৌথ অধিবেশনে

C. লোকসভায় এককভাবে

D. রাজ্যসভায় এককভাবে

উত্তর: A

31. ভারতে কারা প্রথম নাটকে যবনিকা প্রথা চালু করেন ?

A. শক

B. হুন

C. গুপ্ত

D. মৌর্য্য

উত্তর: A

32. সিল্ক উৎপাদনে ভারতের স্থান কত ?

A. প্রথম

B. দ্বিতীয়

C. তৃতীয়

D. অষ্টম

উত্তর: B

33. বিশুদ্ধ জলে লবন মেশালে এর স্ফুটনাঙ্ক -

A. বাড়বে

B. কমবে

C. একই থাকবে

D. উপরের কোনটিই নয়

উত্তর: A

34. পেশির ক্লান্তির জন্য নিম্নের কোনটি দায়ী ?

A. কার্বন-ডাই-অক্সাইড

B. ক্রিয়েটিনিন

C. ল্যাকটিক এসিড

D. ইথাইল এলকোহল

উত্তর: C

35. বীর সাভারকর আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?

A. চেন্নাই

B. পোর্ট ব্লেয়ার

C. হায়দ্রাবাদ

D. কোচি

উত্তর: B

36. Voice of India সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?

A. বিপিন চন্দ্র পাল

B. জি কে গোখলে

C. দাদাভাই নৌরজি

D. সুভাষচন্দ্র বসু

উত্তর: C

37. সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে কবে ঘোষিত হয় ?

A. 1974

B. 1975

C. 1973

D. 1961

উত্তর: B

38. পশ্চিমবঙ্গে গঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় কত কিমি ?

A. 600 কিমি

B. 410 কিমি

C. 390 কিমি

D. 520 কিমি

উত্তর: D

39. কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে কোন রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়েছে ?

A. যক্ষ্মা

B. পোলিও

C. ম্যালেরিয়া

D. ডেঙ্গু

উত্তর: A

40. টিপ্পনি কোন রাজ্যের লোকনৃত্য?

A. রাজস্থান

B. হরিয়ানা

C. গুজরাট

D. কেরল

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ