Ads Area

Full Mock জিকে পার্ট 31

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নিম্নের কোনটি জিপসামের রাসায়নিক সংকেত?

A. CaSO4.H2O

B. CaSO4.1/2 H2O

C. CaSO4.2H2O

D. CsSO4.3H2O

উত্তর: C

2. গান পাউডারের উপাদান কী?

A. পটাশিয়াম নাইট্রেট

B. সালফার

C. চারকোল

D. উপরের সবগুলি

উত্তর: D

3. শুস্ক পটাশিয়াম নাইট্রেট এর সাথে গাঢ় সালফিউরিক এসিড মেশালে বাদামি বর্ণের যে গ্যাস সৃষ্টি হয় যেটি হলো ?

A. SO2

B. N2

C. CO2

D. NO2

উত্তর: D

4. ওয়াটার গ্যাস হলো কার্বন মনো-অক্সাইড এবং _____ এর মিশ্রণ ?

A. হাইড্রোজেন

B. অক্সিজেন

C. কার্বন ডাই অক্সাইড

D. সালফার ডাই অক্সাইড

উত্তর: A

5. পেঁয়াজ এবং রসুনের বিশেষ গন্ধের জন্য নিম্নের কোন মৌলটি দায়ী ?

A. সোডিয়াম

B. ক্যালশিয়াম

C. পটাশিয়াম

D. ম্যাগনেসিয়াম

উত্তর: C

6. ডাউন পদ্ধতির দ্বারা নিম্নের কোনটি প্রস্তুত করা যায় ?

A. হাইড্রোজেন

B. সোডিয়াম

C. ম্যাগনেসিয়াম

D. ক্লোরিন

উত্তর: B

7. কুইক লাইম এর সংকেত কোনটি ?

A. Ca(OH)2

B. CaCO3

C. Ca3(PO4)2

D. CaO

উত্তর: D

8. আনবিক মডেল টি নিম্নের কোন বিজ্ঞানীর অবদান ?

A. নীলস বোর

B. হেনরি বেকারেল

C. ডি ব্রগলি

D. জেমস চ্যাডউইক

উত্তর: A

9. জার্মান সিলভারের মুখ্য উপাদান কোনটি ?

A. তামা

B. সোনা

C. জিঙ্ক

D. এলুমিনিয়াম

উত্তর: A

10. গ্রিনহাউস গ্যাস যেটা ফসিল ফুয়েলের দহনের ফলে সৃষ্ট হয় তা হলো ?

A. কার্বন ডাই অক্সাইড

B. মিথেন

C. ওজন

D. নাইট্রাস অক্সাইড

উত্তর: A

11. পিতল কোনটির মিশ্রণ ?

A. তামা ও দস্তা

B. তামা ও টিন

C. তামা, নিকেল ও দস্তা

D. তামা, এলুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

উত্তর: A

12. বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল ?

A. হিলিয়াম

B. নিয়ন

C. আর্গন

D. জেনন

উত্তর: C

13. নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল ?

A. ইউরেনিয়াম

B. পারদ

C. ক্যাডমিয়াম

D. আর্সেনিক

উত্তর: B

14. শিবা থাপা কোন খেলার সাথে যুক্ত ?

A. ব্যাডমিন্টন

B. লন টেনিস

C. বক্সিং

D. ক্রিকেট

উত্তর: C

15. কম্পিউটারে স্ক্রিনে কিছু লেখার সময় যেটি ব্লিঙ্ক করে সেটির নাম কী ?

A. মাউস

B. ট্যাব

C. কারসার

D. আইকন

উত্তর: C

16. ভারতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন খনিজটি প্রধানরূপে ব্যবহৃত হয় ?

A. খনিজ তেল

B. প্রাকৃতিক গ্যাস

C. ইউরেনিয়াম

D. কয়লা

উত্তর: D

17. ট্রেড ইউনিয়ন নিম্নের কোন তালিকার অন্তর্ভুক্ত ?

A. কেন্দ্রীয় তালিকা

B. রাজ্য তালিকা

C. গ্লোবাল তালিকা

D. যুগ্ম তালিকা

উত্তর: D

18. সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হল ?

A. আইনত অধিকার

B. মৌলিক অধিকার

C. মানব অধিকার

D. প্রাকৃতিক অধিকার

উত্তর: B

19. নোবেল প্রাইজ জেতার ক্ষেত্রে, নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?

A. জিম্যান এফেক্ট - হেন্ড্রিক লরেঞ্জ

B. কোয়ান্টাম মেকানিক্স - গ্যালিলিও গ্যালিলি

C. আলোর বিক্ষেপন - সি ভি রমন

D. X রশ্মি বিচ্ছুরণ - ম্যাক্স ভিন লুই

উত্তর: B

20. Target 3 Billion - বইটি কে লিখেছেন ?

A. প্রণব মুখার্জী

B. শঙ্কর দয়াল শর্মা

C. এপিজে আব্দুল কালাম

D. রাম নাথ কোভিন্দ

উত্তর: C

21. নিম্নের কোন সম্রাটকে আলোকিত স্বৈরশাসক বলা যেতে পারে ?

A. জাহাঙ্গীর

B. হুমায়ুন

C. আকবর

D. বাবর

উত্তর: C

22. নিম্নের কে জাবতি ব্যবস্থা চালু করেছিলেন ?

A. সিকান্দার লোদী

B. শের শাহ

C. রাজা টোডর মল

D. উপরের কেউ না

উত্তর: C

23. দ্য কপিল শর্মা স্টোরি - নামক বইটি কে লিখেছেন ?

A. চিত্রা সেহগাল

B. নেপাল কুমার সিং

C. অজিতভা বসু

D. উপরের কেউ না

উত্তর: C

24. ভারতে আম পাকানোর জন্য নিম্নের কোন রাসায়নিক পদার্থ টি সর্বাধিক ব্যবহৃত হয় ?

A. ক্যালশিয়াম কার্বাইড

B. এমোনিয়াম নাইট্রেট

C. সিলভার আয়োডাইড

D. পটাশিয়াম আয়োডাইড

উত্তর: A

25. ওজোন স্তর ধ্বংসের জন্য নিম্নের কোনটি মূলত দায়ী ?

A. ক্লোরোফ্লুরো কার্বন

B. কার্বন-ডাই-অক্সাইড

C. কার্বন মনোক্সাইড

D. নাইট্রাস অক্সাইড

উত্তর: A

26. 1802 সালে বেসিনের চুক্তি নিম্নের কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

A. ডাচ এবং বাজীরাও দ্বিতীয়

B. ফরাসি এবং বাজীরাও প্রথম

C. ব্রিটিশ এবং দ্বিতীয় বাজীরাও

D. ব্রিটিশ ও বাজীরাও প্রথম

উত্তর: C

27. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. লর্ড কর্ণওয়ালিস

B. লর্ড ওয়ারেন হেস্টিংস

C. লর্ড ওয়েলেসলি

D. লর্ড ক্লাইভ

উত্তর: B

28. ব্লক স্তরে, পঞ্চায়েত সমিতি কেবল একটি ?

A. উপদেষ্টা সংস্থা

B. পরামর্শমূলক কমিটি

C. কো-অর্ডিনেটিং এবং সুপারভাইজারি অর্থরিটি

D. প্রশাসনিক কতৃপক্ষ

উত্তর: D

29. 73 তম সংবিধান সংশোধন কার্যকর হয় প্রথম কোন রাজ্যে ?

A. অন্ধ্রপ্রদেশ

B. পশ্চিমবঙ্গ

C. মধ্য প্রদেশ

D. গুজরাট

উত্তর: C

30. পঞ্চায়েতী রাজ ব্যবস্থার জন্য অশোক মেহতা কমিটি কোন মডেলটির সুপারিশ করেছিল ?

A. এক স্তর

B. দ্বি স্তর

C. ত্রি স্তর

D. এর কোনটিই নয়

উত্তর: B

31. গৌতম বুদ্ধের জন্ম হয় কোন সালে ?

A. 651 BC

B. 558 BC

C. 578 BC

D. 563 BC

উত্তর: D

32. নিম্নের কোন নদী মোহনা তৈরি করে না ?

A. মহানদী

B. নর্মদা

C. তাপ্তি

D. উপরের কোনটিই নয়

উত্তর: A

33. ভারতে লোকসভার স্পিকার হলেন - ?

A. মনোনীত

B. বাছাই করা

C. নির্বাচিত

D. নিযুক্ত

উত্তর: C

34. কাউন্সিল অফ স্টেটের সদস্যদের মেয়াদ কত ?

A. 3 বছর

B. 5 বছর

C. 6 বছর

D. 7 বছর

উত্তর: C

35. রাজ্যসভার চেয়ারম্যান পদে দায়িত্ব কে পালন করেন ?

A. উপ-রাষ্ট্রপতি

B. রাষ্ট্রপতি

C. প্রধানমন্ত্রী

D. স্বরাষ্ট্র মন্ত্রী

উত্তর: A

36. কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?

A. চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

B. অশোক

C. হর্ষবর্ধন

D. চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর: D

37. প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে কয়টি ক্যানাইন দাঁত রয়েছে ?

A. 2

B. 8

C. 6

D. 4

উত্তর: D

38. নিম্নের কোনটি মৌলিক একক ?

A. আয়তন

B. সময়

C. বেগ

D. বল

উত্তর: B

39. কোন রাজ্য কে ভারতের দুধের বালতি বলা হয় ?

A. পশ্চিমবঙ্গ

B. কেরল

C. মেঘালয়

D. হরিয়ানা

উত্তর: D

40. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?

A. বানভট্ট

B. কালিদাস

C. ভাস

D. উপরের কেউ নয়

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ