Ads Area

Full Mock জিকে পার্ট 30

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নিম্নের কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?

A. পন্ডিত মদনমোহন মালব্য

B. রাজা রামমোহন রায়

C. বিবেকানন্দ

D. চৌধুরী নারায়ণ সিং

উত্তর: A

2. নিম্নের কোন সাগর অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ড থেকে পৃথক করেছে ?

A. টিমর সাগর

B. লোহিত সাগর

C. প্রশান্ত মহাসাগর

D. তাসমান সাগর

উত্তর: D

3. 3 ওহম, 6 ওহম এবং 5 ওহম এর তিনটি রোধকে শ্রেণী সমবায় তে যুক্ত করলে তাদের মধ্যে তুল্যরোধ কত হবে ?

A. 0.8 ওহম

B. 5 ওহম

C. 14 ওহম

D. 1.4 ওহম

উত্তর: C

4. নিম্নের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ ?

A. সোডিয়াম কোরাইড

B. পটাশিয়াম ক্লোরাইড

C. হাইড্রোক্লোরিক এসিড

D. ইথাইল এলকোহল

উত্তর: D

5. নিম্নের হরমোন গুলির মধ্যে কোনটি একটি প্রাণীজ হরমোন ?

A. সাইটকাইনিন

B. অক্সিন

C. ইনসুলিন

D. জীববারেলিন

উত্তর: C

6. রোহিঙ্গারা মূলত কোন দেশের বাসিন্দা ?

A. মায়ানমার

B. ভুটান

C. তিব্বত

D. ফিলিপিন্স

উত্তর: A

7. ব্রহ্ম, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিমুর্তি ভাস্কর্য কোন গুহাচিত্র দেখা যায় ?

A. অজন্তা

B. ইলোরা

C. এলিফ্যানটা

D. কালভা

উত্তর: C

8. রাশিয়ার মুদ্রা কি ?

A. রুবেল

B. কিনা

C. ইউরো

D. রিয়েল

উত্তর: A

9. নিম্নের কাকে ভারতের মেট্রো ম্যান বলা হয় ?

A. লর্ড ডালহৌসি

B. এ কে মিত্তল

C. ই শ্রীধরণ

D. জন মাথাই

উত্তর: C

10. সম্প্রতি প্রয়াত পদ্মাবিভূষন জয়ী অনিরুধ জগনাথ, কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ?

A. ইজরায়েল

B. মরিশাস

C. বাংলাদেশ

D. সিচিলিস

উত্তর: B

11. প্রতিবছর কোন দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় ?

A. 25 সেপ্টেম্বর

B. 20 ডিসেম্বর

C. 11 সেপ্টেম্বর

D. 10 ডিসেম্বর

উত্তর: D

12. হিমালয় হলো একটি ____ পর্বত ?

A. স্তুপ

B. আগ্নেয়

C. ভঙ্গিল

D. সঞ্চয়জাত

উত্তর: C

13. কোন মুঘল সম্রাট অযোধ্যাকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন ?

A. বাবর

B. হুমায়ুন

C. আকবর

D. ঔরঙ্গজেব

উত্তর: B

14. নিম্নের কে WHO ডিরেক্টর জেনারেল স্পেশাল আওয়ার্ড পেয়েছেন ?

A. নরেন্দ্র মোদি

B. অশ্বিনী কুমার বৈষ্ণ

C. কুলদ্বীপ নারায়ণ

D. হর্ষবর্ধন

উত্তর: D

15. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা আছে ?

A. সংবিধানের তৃতীয় অধ্যায়

B. সংবিধানের ষষ্ঠ অধ্যায়

C. সংবিধানের সপ্তম অধ্যায়

D. সংবিধানের চতুর্থ অধ্যায়

উত্তর: A

16. শিলং শৈল শহরটি কোন পর্বতে অবস্থিত ?

A. পালানি

B. নীলগিরি

C. কুমায়ুন

D. খাসি

উত্তর: D

17. হরদুয়ারপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. উত্তর প্রদেশ

B. মধ্য প্রদেশ

C. রাজস্থান

D. গুজরাট

উত্তর: A

18. সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?

A. নর্মদা

B. শতদ্রু

C. ঝিলাম

D. চেনাব

উত্তর: D

19. নিম্নের কোন পণ্যকে মাদার অব কমোডিটিস বলা হয় ?

A. পেট্রোল

B. গ্যাস

C. মশলা

D. পাট

উত্তর: A

20. ওয়ারেন হেস্টিংস দ্বারা কলকাতা GPO প্রতিষ্ঠা হয় কোন সালে ?

A. 1766

B. 1774

C. 1762

D. 1768

উত্তর: B

21. 2011 জনগণনা অনুযায়ী, ভারতে শিক্ষিতের হার কত ?

A. 74.44%

B. 74.48%

C. 76.04%

D. 74.04%

উত্তর: D

22. RBI এর প্রথম গভর্নর কে ছিলেন ?

A. জেন্স টেলর

B. অসবর্ন স্মিথ

C. সি ডি দেশমুখ

D. পি সি ভট্টাচার্য

উত্তর: B

23. গতিধারা প্রকল্পটি কোন সালে শুরু হয় ?

A. 2013

B. 2014

C. 2015

D. 2016

উত্তর: B

24. নিম্নের কোন ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ?

A. গণিত

B. পদার্থবিজ্ঞান

C. সাহিত্য

D. রসায়ন

উত্তর: A

25. মাউন্ট কমিউনিজম শৃঙ্গ কোন দেশে অবস্থিত ?

A. আর্জেন্টিনা

B. তাজিকিস্তান

C. পেরু

D. বলিভিয়া

উত্তর: B

26. 1969 এর সরকারি ব্যাংক জাতীয়করণের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

A. জওহরলাল নেহেরু

B. লাল বাহাদুর শাস্ত্রী

C. মোরারাজি দেশাই

D. ইন্দিরা গান্ধী

উত্তর: D

27. UPSC এর চেয়ারম্যান কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন ?

A. প্রধানমন্ত্রী

B. রাজ্যপাল

C. রাষ্ট্রপতি

D. লোকসভার স্পিকার

উত্তর: C

28. 29 তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা কত সালে আত্মপ্রকাশ করে ?

A. 2013

B. 2015

C. 2014

D. 2016

উত্তর: C

29. ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কোথায় ?

A. হলদিয়া, কলকাতা

B. বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

C. মুম্বাই, মহারাষ্ট্র

D. আন্দামান-নিকোবর

উত্তর: B

30. CBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. মুম্বাই

B. দেরদুন

C. নতুন দিল্লী

D. ফিরোজাবাদ

উত্তর: C

31. SEBI কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয় ?

A. ষষ্ঠ

B. সপ্তম

C. অষ্টম

D. পঞ্চম

উত্তর: B

32. এলিফ্যান্ট ফুট বা গোদ রোগের বাহক কে ?

A. কিউলেক্স মশা

B. এডিস মশা

C. এনোফিলিস মশা

D. ছাড় পোকা

উত্তর: A

33. হরমনপ্রীত কৌর কোন ক্রীড়ার সাথে যুক্ত ?

A. ফুটবল

B. হকি

C. দাবা

D. ক্রিকেট

উত্তর: D

34. সৌম্যজিত ঘোষ কোন খেলার সাথে যুক্ত ?

A. টেবিল টেনিস

B. বিলিয়ার্ড

C. গল্ফ

D. তীরন্দাজ

উত্তর: A

35. রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত ?

A. টেনিস

B. ব্যাডমিন্টন

C. ফুটবল

D. হকি

উত্তর: C

36. আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন কে ?

A. ডেমোক্রীটাস

B. হাইগেন

C. রজার বেকন

D. নিউটন

উত্তর: B

37. এক্স রে কে আবিষ্কার করেন ?

A. ম্যাক্সওয়েল

B. গ্যালিলিও

C. এরিস্টটল

D. রন্টজেন

উত্তর: D

38. নিম্নের কোনটি ভেক্টর রাশি ?

A. দৈর্ঘ্য

B. সরণ

C. দূরত্ব

D. দ্রুতি

উত্তর: B

39. বলের মাত্রা হলো ?

A. MLT^(-2)

B. MLT^2

C. M/LT

D. LT^(-2)

উত্তর: A

40. কোনো গাড়ির বেগ তিনগুন করা হলে প্রাপ্ত গতিশক্তি পূর্বের গতিশক্তি কত গুন হবে ?

A. 6 গুন

B. 8 গুন

C. 9 গুন

D. 3 গুন

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ