Ads Area

Full Mock জিকে পার্ট 29

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. ভারতীয় মুদ্রার রূপী প্রতীকটি কে ডিজাইন করেছিলেন ?

A. শিবেন্দ্র যাদব

B. উদয় কুমার ধর্মলিঙ্গম

C. গীতা গোপীনাথ

D. রঘুরাম রাজন

উত্তর: B

2. বাংলার রূপকার কাকে বলা হয় ?

A. ডক্টর বি আর আম্বেদকর

B. আচার্য জগদীশচন্দ্র বসু

C. ডক্টর বিধানচন্দ্র রায়

D. মহাত্মা গান্ধী

উত্তর: C

3. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?

A. প্রফুল্ল চন্দ্র রায়

B. সি ভি রমন

C. জগদীশ চন্দ্র বসু

D. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর: A

4. গোয়েন্দা ব্যোমকেশ বক্সি চরিত্রটির সৃষ্টি কে করেছিলেন - ?

A. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

B. নারায়ণ গঙ্গোপাধ্যায়

C. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

D. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর: A

5. কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত ?

A. কৃষ্ণা

B. তাপ্তি

C. তিস্তা

D. ভাগীরথী

উত্তর: B

6. দানসাগর বইটির লেখক কে ?

A. রাজা বল্লাল সেন

B. ধর্মপাল

C. শশাঙ্ক

D. হর্ষবর্ধন

উত্তর: A

7. কোনাগা উৎসব কোন রাজ্যে পালিত হয় ?

A. অন্ধ্রপ্রদেশ

B. পশ্চিমবঙ্গ

C. ত্রিপুরা

D. কর্ণাটক

উত্তর: D

8. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. ওসলো

B. ব্রাসেলস

C. জেনেভা

D. হেগ

উত্তর: C

9. বায়ুর ঘনত্ব কমলে তার চাপ - ?

A. বাড়ে

B. কমে

C. একই থাকে

D. প্রথমে বাড়ে তারপর কমে

উত্তর: B

10. যে পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে কম সেটি হল - ?

A. রুপা

B. তামা

C. লোহা

D. কাঁচ

উত্তর: D

11. খালিমপুর তাম্রোপট পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?

A. দেবপাল

B. রামপাল

C. ধর্মপাল

D. প্রথম মহীপাল

উত্তর: C

12. দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন ?

A. আলাউদ্দিন আলম শাহ

B. ইব্রাহিম লোদী

C. বাহলুল লোদী

D. সিকান্দার লোদী

উত্তর: B

13. খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?

A. এম এ জিন্নাহ

B. খান আব্দুল গফফর খান

C. এ কে আজাদ

D. মহম্মদ আলী

উত্তর: B

14. কোন অংশ সাপের বিষ দাঁত গঠন করেছে ?

A. নিম্ন চোয়াল

B. ঊর্ধ্ব চোয়াল

C. ন্যাসাল অস্থি

D. কৃন্তক দাঁত

উত্তর: B

15. ভিটামিন কে আবিষ্কার করেন ?

A. বাকনার

B. ফ্রাঙ্ক

C. মেলানবি

D. জেনার

উত্তর: B

16. ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান

B. অন্ধ্রপ্রদেশ

C. গুজরাট

D. কর্ণাটক

উত্তর: A

17. সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যটির নাম হল - ?

A. জলদাপাড়া

B. ভেনাদ

C. গির

D. বোড়ি

উত্তর: C

18. জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহোক কমিটির চেয়ারম্যান হলেন - ?

A. জওহরলাল নেহেরু

B. ড: বি আর আম্বেদকর

C. বি এন রাও

D. ড: রাজেন্দ্র প্রসাদ

উত্তর: C

19. Mg হল একটি ?

A. ক্ষার ধাতু

B. হ্যালজেন মৌল

C. ক্ষারীয় মৃত্তিকা ধাতু

D. নিষ্ক্রিয় মৌল

উত্তর: C

20. জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় ?

A. 4 ই সেপ্টেম্বর

B. 5 ই অক্টোবর

C. 5 ই আগস্ট

D. 5 ই সেপ্টেম্বর

উত্তর: D

21. তুন্দ্রা শব্দটির মানে কি?

A. বরফে ঢাকা অঞ্চল

B. গাছবিহীন অঞ্চল

C. বালি ঢাকা অঞ্চল

D. জলা অঞ্চল

উত্তর: A

22. নীচের কোন ব্যক্তি গণ পরিষদের সদস্য ছিলেন না?

A. ভি বি প্যাটেল

B. জে বি কৃপালিনী

C. জয় প্রকাশ নারায়ণ

D. কে এন মুন্সী

উত্তর: C

23. দেশলাই কে আবিষ্কার করেন?

A. জন ওয়াকার

B. ওয়াল্টার হান্ট

C. গ্যালিলিও

D. গ্রাহাম বেল

উত্তর: A

24. বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

A. বিলিয়ার্ড

B. ব্রীজ

C. গলফ

D. দাবা

উত্তর: D

25. নীচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ?

A. খাপছাড়া

B. চাঁদের পাহাড়

C. ভূত ও মানুষ

D. পাততাড়ি

উত্তর: B

26. বুদ্ধদেব তাঁর ধর্মমত কোন ভাষায় প্রচার করেন?

A. পালি ভাষায়

B. হিন্দিতে

C. গ্রিক ভাষায়

D. কোনটিই নয়

উত্তর: A

27. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি?

A. বুদ্ধচরিত

B. এলাহাবাদ প্রশস্তি

C. অর্থশাস্ত্র

D. ইন্ডিকা

উত্তর: D

28. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

A. রাজা রামমোহন রায়

B. কেশবচন্দ্র সেন

C. রাধাকান্ত দেব

D. পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তর: A

29. পাঞ্জাব কেশর নামে কে পরিচিত ছিলেন?

A. ভগৎ সিং

B. লালা হরদয়াল

C. গোপালকৃষ্ণ গোখলে

D. লালা লাজপৎ রায়

উত্তর: D

30. নিম গাছের কোন অংশ বহুমূত্র রোগে বাবহৃত হয়?

A. ফল

B. কান্ড

C. মূল

D. পাতা

উত্তর: D

31. শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়া ____ নামে পরিচিত ?

A. অ্যানাবলিজম

B. ক্যাটাবলিজম

C. মেটাবলিজম

D. উপরের কোনটি নয়

উত্তর: C

32. পতঙ্গভূক উদ্ভিদ টি হল ?

A. গুলঞ্চ

B. নয়নতারা

C. বাসক

D. পিচার প্ল্যান্ট

উত্তর: D

33. নিম্নের কোন রাজপুত মিরাবাই এর স্বামী ছিলেন ?

A. ভোজ রাই

B. রানা সঙ্গম সিং

C. বিক্রম সিং

D. উপরের কেউ না

উত্তর: A

34. জ্যোতিবা ফুলে কোন সালে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন ?

A. 1870

B. 1861

C. 1865

D. 1873

উত্তর: D

35. দ্বিতীয় কংগ্রেস অধিবেশন কোন সালে সম্পন্ন হয়েছিল ?

A. 1887

B. 1906

C. 1886

D. 1893

উত্তর: C

36. কোলেস্টেরল হলো একটি - ?

A. সম্পৃক্ত ফ্যাট

B. অসম্পৃক্ত ফ্যাট

C. স্টেরয়েড

D. ডাইগ্লিসারাইড

উত্তর: C

37. কৃষিজমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে কি বলে ?

A. শিফটিং কাল্টিভেশন

B. ফ্যালোয়িং

C. ইনটেনসিভ ফার্মিং

D. সাবসিটেন্স ফার্মিং

উত্তর: B

38. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কোন সালে ঘটে ?

A. 1911

B. 1914

C. 1919

D. 1916

উত্তর: D

39. কোন সালের 8 ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?

A. 1921

B. 1923

C. 1930

D. 1935

উত্তর: C

40. কোন সালের 30 শে ডিসেম্বর নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ গঠিত হয় ?

A. 1900

B. 1901

C. 1905

D. 1906

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ