Ads Area

Full Mock জিকে পার্ট 27

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. কয়লা থেকে কমার্শিয়ালি যে শক্তি উৎপাদিত হয় তা হলো ?

A. আলোক শক্তি

B. গতিশক্তি

C. তাপশক্তি

D. স্থিতিশক্তি

উত্তর: C

2. চৌম্বকত্বের কারণ হলো - ?

A. ইলেকট্রন স্থির থাকা

B. প্রোটন স্থির থাকা

C. নিউট্রন স্থির থাকা

D. ইলেকট্রনের বৃত্তীয় গতি

উত্তর: D

3. র‍্যাডার - কে আবিষ্কার করেন ?

A. ফ্রেড মরিসন

B. এ এইচ টেলর

C. ভ্যান টাসেল

D. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

উত্তর: B

4. কোন কারণের জন্য সাবানের বুদবুদ গোলাকার হয় ?

A. জাড্য

B. চাপ

C. পৃষ্ঠটান

D. সান্দ্রতা

উত্তর: C

5. ভূপৃষ্ঠ থেকে জিও-স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত ?

A. 36000 কিমি

B. 42000 কিমি

C. 30000 কিমি

D. 12000 কিমি

উত্তর: A

6. Fe এর 26 টি প্রোটন থাকলে Fe2+ আয়নের কতগুলি ইলেকট্রন থাকবে ?

A. 24

B. 26

C. 28

D. 13

উত্তর: A

7. শক্তির সবথেকে পরিষ্কারতম উৎস হল ?

A. বায়ো-ফুয়েল

B. ফসিল ফুয়েল

C. নিউক্লিয় শক্তি

D. বায়ু শক্তি

উত্তর: D

8. পিঁয়াজ হল ___ এর পরিবর্তিত রূপ ?

A. পাতা

B. কান্ড

C. মূল

D. উপরের কোনটি নয়

উত্তর: B

9. নিয়াসিন ভিটামিনের অভাবে কোন রোগ ঘটে - ?

A. ম্যারাসমাস

B. পেলেগ্রা

C. রিকেট

D. রাতকানা

উত্তর: B

10. শরীরের কোন অঙ্গ কখনও বিশ্রাম নেয় না ?

A. চোখ

B. অগ্ন্যাশয়

C. লিভার

D. হৃদপিন্ড

উত্তর: D

11. কততম মোলার দাঁত কে Wisdom teeth বলা হয় - ?

A. 1ম

B. 2য়

C. 3য়

D. 4র্থ

উত্তর: C

12. উদ্ভিদ কোশ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি - ?

A. লিপিড

B. ভিটামিন

C. সেলুলোজ

D. প্রোটিন

উত্তর: C

13. AIDS ভাইরাস নিম্নের কোনটিকে ধ্বংস করে - ?

A. লিম্ফোসাইট

B. মনোসাইট

C. নিউট্রোফিল

D. বেসোফিল

উত্তর: A

14. নিম্মের কোন রাসায়নিক উপাদান সব রকম ভাইরাসে উপস্থিত থাকে ?

A. প্রোটিন

B. লিপিড

C. DNA

D. RNA

উত্তর: A

15. Early blight রোগটি নিম্নের কোনটিতে দেখা যায় - ?

A. আলু

B. আদা

C. ফুলকপি

D. বাঁধাকপি

উত্তর: A

16. ছত্রাক নিয়ে পড়াশোনাকে কি বলা হয় - ?

A. Physiology

B. Phrenology

C. Mycology

D. Biology

উত্তর: C

17. নিম্নের কোনটি একটি false fruit এর উদাহরণ - ?

A. আপেল

B. পেয়ারা

C. আম

D. টমেটো

উত্তর: A

18. সালোকসংশ্লেষে উৎপাদিত অক্সিজেনের উৎস কোথায় ?

A. জল

B. কার্বন ডাই অক্সাইড

C. ক্লোরোফিল

D. মেসোফিল

উত্তর: A

19. কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুকটোজ এলকোহলে পরিণত হয় - ?

A. ডায়েস্টেজ

B. মলটেজ

C. ইনভারটেজ

D. জাইমেজ

উত্তর: D

20. কাদের সমর্থন করতে 1918 সালে গুজরাটে মহাত্মা গান্ধী খেদা সত্যাগ্রহ শুরু করেন ?

A. মিল মালিকদের জন্য

B. জমিদারদের জন্য

C. কৃষকদের জন্য

D. কোল বিদ্রোহীদের জন্য

উত্তর: C

21. 1893 সালে নিম্নেরকে হিন্দু ধর্ম Sangrakshini Sabha স্থাপিত করেন ?

A. বাল গঙ্গাধর তিলক

B. রাজা রামমোহন রায়

C. দয়ানন্দ সরস্বতী

D. দামোদর এবং বালকৃষ্ণ চাপেকার

উত্তর: D

22. 1907 সালে বন্দে মাতরম নামে একটি অনুচ্ছেদ সিরিজ কে প্রকাশ করেন ?

A. বাল গঙ্গাধর তিলক

B. শ্রী অরবিন্দ ঘোষ

C. দামোদর চাপেকার

D. বালকৃষ্ণ চাপেকার

উত্তর: B

23. 1935 এর গভর্নমেন্ট ইন্ডিয়া এক্টকে নিম্নের কে চার্টার অফ স্লেভারি বলেছেন - ?

A. মহাত্মা গান্ধী

B. সুভাষচন্দ্র বসু

C. সর্দার বল্লভভাই প্যাটেল

D. পন্ডিত জওহরলাল নেহেরু

উত্তর: D

24. ভারতের জাতীয় কংগ্রেস নিম্নের কোথায় ভারত ছাড়ো প্রস্তাব পাশ করায় ?

A. ওয়ার্ধা অধিবেশন, 1942

B. বোম্বে অধিবেশন, 1934

C. ত্রিপুরী অধিবেশন, 1939

D. রামগড় অধিবেশন, 1940

উত্তর: A

25. সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সুপ্রিম কমান্ডার হন কোন সালে - ?

A. 1932

B. 1935

C. 1943

D. 1945

উত্তর: C

26. কত তারিখে লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান বিভাজনের প্রস্তাব রাখে - ?

A. 3 মে, 1947

B. 3 জুন, 1947

C. 3 জুলাই, 1947

D. 3 আগস্ট, 1947

উত্তর: B

27. 1907 সালে ঢাকায় নিম্নের কে অনুশীলন সমিতি স্থাপন করেন ?

A. কালি মোহন দাস

B. যোগেশ চন্দ্র দত্ত

C. বারিন্দ্র ঘোষ

D. পুলিন বিহারী দাস

উত্তর: D

28. 1918 সালে নিম্নের কে আহমেদাবাদ টেক্সটাইল লেবার এসোসিয়েশন স্থাপন করেন - ?

A. এনি বেসান্ত

B. বাল গঙ্গাধর তিলক

C. মহাত্মা গান্ধী

D. মহম্মদ আলী জিন্নাহ

উত্তর: C

29. 1942 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিম্নের কোনটি ভারতে পাঠিয়েছিলেন - ?

A. ওয়াভেল মিশন

B. ক্রিপস মিশন

C. মাউন্ট মিশন

D. আগস্ট প্রস্তাব

উত্তর: B

30. গভর্নর জেনারেলকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রদান করা হয় কোন আইন বলে ?

A. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট, 1861

B. চার্টার এক্ট, 1853

C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট, 1858

D. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট, 1892

উত্তর: A

31. গুরু শিখর শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান

B. গুজরাট

C. মধ্যপ্রদেশ

D. মহারাষ্ট্র

উত্তর: A

32. ভারতের কনিষ্ঠতম পর্বতমালাটি হল - ?

A. হিমাদ্রি রেঞ্জ

B. আরাবল্লী রেঞ্জ

C. পশ্চিমঘাট

D. বিন্ধ্য রেঞ্জ

উত্তর: A

33. বিশ্ব পরিবেশ সম্মেলন (COP-21) কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

A. নিউইয়র্ক

B. লন্ডন

C. প্যারিস

D. বার্লিন

উত্তর: C

34. সবথেকে প্রাচীন কর্মরত তৈল পরিশোধনাগার টি হল ?

A. বাহামাস

B. বাসরা

C. ডিগবয়

D. মুম্বাই হাই

উত্তর: C

35. গ্রেট ব্যারিয়ার রিফ - কোন মহাসাগরে অবস্থিত ?

A. প্রশান্ত মহাসাগর

B. ভারত মহাসাগর

C. আটলান্টিক মহাসাগর

D. আর্কটিক মহাসাগর

উত্তর: A

36. হিমালয়ের বহিঃস্থ রেঞ্জ (outermost range) কে কি বলা হয় - ?

A. হিমাদ্রি

B. শিবালিক

C. হিমাচল

D. কুমায়ন

উত্তর: B

37. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীটি হল - ?

A. নর্মদা

B. গোদাবরী

C. মহানদী

D. কাবেরী

উত্তর: B

38. কেরল উপকূল জুড়ে নিম্নের কোন তেজস্ক্রিয় পদার্থ দূষণ ঘটায় ?

A. প্লুটোনিয়াম

B. জিঙ্ক

C. থোরিয়াম

D. রেডিয়াম

উত্তর: C

39. পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে - ?

A. নীলগিরি পর্বত

B. কারডামন হিল

C. পালানি হিল

D. আন্নামালাই পর্বত

উত্তর: A

40. নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসের তাপ ধারণ করে রাখার ক্ষমতা সর্বোচ্চ - ?

A. ক্লোরোফ্লুরো কার্বন

B. মিথেন

C. কার্বন ডাই-অক্সাইড

D. নাইট্রাস অক্সাইড

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ