Ads Area

Full Mock জিকে পার্ট 24

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. আকবর নিচের কোন চিত্রশিল্পীকে তাঁর দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন - ?

A. মীর সৈয়দ আলী

B. আবদাল সামাদ

C. ফারুক বেগ

D. উপরের সবাই

উত্তর: D

2. সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের ন্যূনতম কতজন বিচারকের প্রয়োজন ?

A. 10 জন

B. 8 জন

C. 7 জন

D. 5 জন

উত্তর: A

3. নিচের কোন এলাকাগুলো অভ্র সঞ্চয়ের জন্য বিখ্যাত - ?

A. নেলোর, অন্ধ্রপ্রদেশ

B. ভিলওয়ারা, রাজস্থান

C. হাজারিবাগ, বিহার

D. উপরের সবগুলি

উত্তর: D

4. ডেভিড মালপাস নিম্নের কোন সংস্থার সাথে যুক্ত আছেন ?

A. ওয়ার্ল্ড ব্যাংক

B. ইউনিসেফ

C. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

D. ইউনেস্কো

উত্তর: A

5. আগাখান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?

A. ফুটবল

B. গল্ফ

C. দাবা

D. হকি

উত্তর: D

6. পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত - ?

A. টেবিল টেনিস

B. ব্যাডমিন্টন

C. লন টেনিস

D. ক্রিকেট

উত্তর: A

7. অম্লবৃষ্টিতে যে এসিড সবচেয়ে বেশি থাকে সেটি হলো ?

A. নাইট্রিক এসিড

B. হাইড্রোক্লোরিক এসিড

C. সালফিউরিক এসিড

D. সাইট্রিক এসিড

উত্তর: A

8. কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন ?

A. আইজ্যাক নিউটন

B. এলবার্ট আইনস্টাইন

C. বেঞ্জামিন ফ্র্যাঙ্ক

D. মেরি কুরী

উত্তর: D

9. মানবদেহের হাড়ের সংখ্যা হলো - ?

A. 200

B. 225

C. 306

D. 206

উত্তর: D

10. The Discovery of India - বইটি কে লিখেছেন ?

A. মহাত্মা গান্ধী

B. জওহরলাল নেহেরু

C. ইন্দিরা গান্ধী

D. সত্যজিৎ রায়

উত্তর: B

11. সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন সমগ্র ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল - ?

A. গুপ্ত বংশ

B. মৌর্য্য বংশ

C. শাক্য বংশ

D. নন্দ বংশ

উত্তর: D

12. প্রথম জিনগত উপাদানটি হল - ?

A. প্রোটিন

B. DNA

C. RNA

D. কার্বোহাইড্রেট

উত্তর: C

13. সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ - ?

A. কৃত্রিম নির্বাচন

B. জিন প্রবাহ

C. অভিসারী বিবর্তন

D. অপসারী বিবর্তন

উত্তর: C

14. লজ্জাবতী লতার পত্রকের চলনের কারণ হলো - ?

A. আলোকব্যাপ্ত চলন

B. তাপব্যাপ্তি চলন

C. স্পর্শব্যাপ্তি চলন

D. রসায়নব্যাপ্তি চলন

উত্তর: C

15. কোন হরমোনটি অমরা থেকে ক্ষরিত হয় না ?

A. hCG

B. ইস্ট্রোজেন

C. প্রজেস্টেরন

D. LH

উত্তর: D

16. মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপি ও ফিনোটাইপের সংখ্যা কত ?

A. ফিনোটাইপ - 4 জিনোটাইপ - 9

B. ফিনোটাইপ - 9 জিনোটাইপ - 4

C. ফিনোটাইপ - 4 জিনোটাইপ - 16

D. ফিনোটাইপ - 4 জিনোটাইপ - 8

উত্তর: A

17. আদার গ্রন্থিকান্ড, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষী কি জাতীয় অঙ্গ - ?

A. সমসংস্থ অঙ্গ

B. সমবৃত্তীয় অঙ্গ

C. নিষ্ক্রিয় অঙ্গ

D. প্রতিস্থাপিত অঙ্গ

উত্তর: A

18. পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় ?

A. সাইকন

B. শামুক

C. ঝিনুক

D. প্লানেরিয়া

উত্তর: D

19. মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে ?

A. হাইপোথ্যালামাস

B. থ্যালামাস

C. পনস

D. সেরিবেলাম

উত্তর: B

20. কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে ?

A. অক্সিন

B. সাইটোকাইনিন

C. জীব্বারেলিন

D. ফ্লোরিজেন

উত্তর: B

21. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?

A. বোম্বে

B. লাহোর

C. দিল্লী

D. কলকাতা

উত্তর: B

22. 1907 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেন ?

A. বি এন দত্ত

B. এম এল ধিঙড়া

C. সর্দার অজিত সিং

D. এস সি চ্যাটার্জী

উত্তর: B

23. মৌলবী জিয়াউদ্দিন - ছদ্মনাম ছিল কোন বিপ্লবীর ?

A. সুভাষচন্দ্র বসু

B. রাসবিহারী বসু

C. ঋষি অরবিন্দ

D. চিত্তরঞ্জন দাস

উত্তর: A

24. কোন শহরে মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত ?

A. রামেশ্বরম

B. মুসৌরি

C. মাদুরাই

D. কোয়েম্বাটুর

উত্তর: C

25. গাড়ির পাশের আয়না কি প্রকারের ?

A. উত্তল

B. অবতল

C. সমতল

D. অসমতল

উত্তর: A

26. ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি ?

A. বিহার

B. গুজরাট

C. কেরালা

D. পশ্চিমবঙ্গ

উত্তর: A

27. কিসের অভাবের জন্য অ্যানিমিয়া রোগ হয় ?

A. ভিটামিন

B. আয়রন

C. আয়োডিন

D. ক্যালশিয়াম

উত্তর: B

28. টিকটিকি নিয়ে যাবতীয় চর্চা কোন কোন বিভাগে ?

A. সারোলজি

B. গ্যাস্ট্রোলজি

C. ডেন্ড্রলজি

D. ফাইকোলজি

উত্তর: A

29. টেফলনের রাসায়নিক নাম কি ?

A. পলিটেট্রাফ্লুরো ইথিলিন

B. পলিভিনাইল ক্লোরাইড

C. পলিভিনাইল ফ্লুরাইড

D. ডাইক্লোরোডাইফ্লুরো মিথেন

উত্তর: A

30. মাম্পস হয় নিম্নের কোন গ্রন্থিতে ?

A. প্যারোটিড গ্রন্থি

B. সাবম্যান্ডিবুলার গ্রন্থি

C. সাবলিঙ্গুয়াল গ্রন্থি

D. সাবম্যম্যাক্সিলারি গ্রন্থি

উত্তর: A

31. নিম্নের কোন জোড়টি ভাইরাস গঠিত রোগ ?

A. রেবিস, মাম্পস

B. AIDS, সিফিলিস

C. টাইফয়েড, টিটেনাস

D. কলেরা, যক্ষা

উত্তর: A

32. নিম্নের কোন টি শ্বাস নালীর মাধ্যমে ছড়িয়ে পড়ে ?

A. ইনফ্লুয়েঞ্জা

B. মাম্পস

C. মিসেলস

D. উপরের সবগুলি

উত্তর: D

33. সাধারণ সর্দির জন্য নিম্নের কোন ভাইরাস দায়ী ?

A. T4 ভাইরাস

B. HIV ভাইরাস

C. ভ্যারিওলা ভাইরাস

D. রাইনো ভাইরাস

উত্তর: D

34. গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত ?

A. নার্ভাস সিস্টেম

B. চোখ

C. পাকস্থলী

D. কিডনি

উত্তর: B

35. নিম্নের কে এন্টিসেপটিক আবিষ্কার করেন ?

A. জোসেফ লিস্টার

B. লুইস পাস্তুর

C. রবার্ট কোচ

D. উপরের কেউ নয়

উত্তর: A

36. এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া কোথায় স্থাপিত হয় ?

A. কুমারগঞ্জ

B. পান্টনগর

C. কলকাতা

D. ভোপাল

উত্তর: B

37. জ্ঞানপিঠ আওয়ার্ড প্রদান কোন সাল থেকে শুরু হয় ?

A. 1948

B. 1955

C. 1961

D. 1985

উত্তর: C

38. নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ ?

A. তেহরি বাঁধ

B. হিরাকুন্দ বাঁধ

C. ফারাক্কা বাঁধ

D. পং বাঁধ

উত্তর: A

39. ব্যারিয়াট্রিক সার্জারি ব্যক্তির দেহের কোনটির পরিবর্তন করে ?

A. নাক

B. হৃদপিন্ড

C. পাকস্থলী

D. ডাইজেস্টিভ সিস্টেম

উত্তর: D

40. বিরাট কোহলিকে কোন সালে রাজীব গান্ধী খেল রত্ন সম্মান দেওয়া হয় ?

A. 2017

B. 2019

C. 2020

D. 2018

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ