Ads Area

Full Mock জিকে পার্ট 23

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নিম্নের কোন গ্রহের উপগ্রহ হলো টাইটান ?

A. বৃহস্পতি

B. মঙ্গল

C. ইউরেনাস

D. শনি

উত্তর: D

2. নিম্নের কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম - পাইসাম স্যাটিভাম ?

A. বট

B. তামাক

C. কার্পাস

D. মটর

উত্তর: D

3. কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইটো ন্যাপথা কুইনন ?

A. ভিটামিন P

B. ভিটামিন K

C. ভিটামিন A

D. ভিটামিন B12

উত্তর: B

4. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনন্দিন কতগ্রাম কার্বোহাইড্রেট এর প্রয়োজন হয় ?

A. 100 গ্রাম

B. 200 গ্রাম

C. 15 মিলিগ্রাম

D. 425 গ্রাম

উত্তর: D

5. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাস্টেনেবল গ্রোথ এর উপর গুরুত্ব আরোপ করা হয় ?

A. নবম

B. দশম

C. এগারোতম

D. বারোতম

উত্তর: D

6. ঋগবেদে কতগুলি স্তুতি আছে ?

A. 1028

B. 1017

C. 1128

D. 1020

উত্তর: A

7. সংবিধানের কোন পার্টে মৌলিক কর্তব্যের কথা উল্লেখিত আছে ?

A. পার্ট III

B. পার্ট IV

C. পার্ট IVA

D. পার্ট VI

উত্তর: C

8. রানী ঝাঁসি মেরিটাইম ন্যাশনাল পার্ক কবে স্থাপিত হয় ?

A. 1994

B. 1995

C. 1996

D. 1997

উত্তর: B

9. কোন কংগ্রেস অধিবেশনে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থীতে বিভক্ত হয়ে ?

A. সুরাট অধিবেশন, 1907

B. লাহোর অধিবেশন, 1909

C. ক্যালকাটা অধিবেশন, 1911

D. করাচি অধিবেশন, 1913

উত্তর: A

10. মন্ট্রিল প্রোটোকল (1987) নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?

A. ক্লোরোফ্লুরো কার্বন

B. জল দূষণ

C. ওজন স্তর

D. শব্দ দূষণ

উত্তর: C

11. ন্যাশনাল বায়োলজিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ?

A. মুম্বাই

B. লখনৌ

C. নতুন দিল্লী

D. বেঙ্গালুরু

উত্তর: C

12. এসিড __ লিটমাসকে __ এ পরিণত করে ?

A. লাল, নীল

B. সবুজ, হলুদ

C. নীল, লাল

D. হলুদ, সবুজ

উত্তর: C

13. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. লর্ড কর্ণওয়ালিস

B. লর্ড ওয়ারেন হেস্টিংস

C. লর্ড ওয়েলেসলি

D. লর্ড কার্জন

উত্তর: B

14. 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ?

A. ডাচ এবং বাজিরাও দ্বিতীয়

B. ফরাসি এবং বাজিরাও প্রথম

C. ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাও

D. ব্রিটিশ এবং বাজিরাও প্রথম

উত্তর: C

15. ভারতে আম পাকার জন্য নিচের কোনটি সর্বাধিক ব্যবহৃত রাসায়নিক পদার্থ ?

A. এমোনিয়াম নাইট্রেট

B. ক্যালশিয়াম কার্বাইড

C. সিলভার আয়োডাইড

D. পটাশিয়াম আয়োডাইড

উত্তর: B

16. ভারতের কোন রাজ্য রাবার উৎপাদনে প্রথম ?

A. রাজস্থান

B. হিমাচল প্রদেশ

C. কর্ণাটক

D. কেরল

উত্তর: D

17. কাশ্মীর ভ্যালি এবং লাদাখের মধ্যে অবস্থিত পাসটি হলো - ?

A. খাইবার

B. জোজিলা

C. কুনজুম

D. নাথুলা

উত্তর: B

18. ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম - ?

A. কর্কটক্রান্তি

B. মকরক্রান্তি

C. বিষুব রেখা

D. সুমেরু বলয়

উত্তর: A

19. ট্রপস্ফিয়ারের উপর প্রবাহিত বায়ুর নাম - ?

A. আয়ন বায়ু

B. পশ্চিম বায়ু

C. মৌসুমী বায়ু

D. জেট বায়ু

উত্তর: D

20. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো - ?

A. কলসুবাই

B. মাউন্ট আবু

C. দোদাবেতা

D. গুরুশিখর

উত্তর: D

21. চৈতন্যদেবের সবচেয়ে বিখ্যাত জীবনীগ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন ?

A. সুন্দর দাস

B. তুলসীদাস

C. মাধবাচার্য

D. কৃষ্ণদাস কবিরাজ

উত্তর: D

22. কোন সাতবাহন শাসক একব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন ?

A. প্রথম সাতকর্নি

B. হাল

C. গৌতমীপুত্র সাতকর্নি

D. যজ্ঞশ্রী সাতকর্নি

উত্তর: C

23. 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ?

A. মহাত্মা গান্ধী

B. সুভাষচন্দ্র বসু

C. মতিলাল নেহেরু

D. জওহরলাল নেহেরু

উত্তর: D

24. কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

A. লর্ড ওয়েলেসলি

B. ওয়ারেন হেস্টিংস

C. লর্ড কর্ণওয়ালিস

D. স্যার জন শোর

উত্তর: A

25. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?

A. অসম

B. গুজরাট

C. বিহার

D. হরিয়ানা

উত্তর: A

26. ভারতে আক্রমনের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল ?

A. ইব্রাহিম লোদী

B. সিকান্দার লোদী

C. দৌলত খান লোদী

D. শের খান

উত্তর: C

27. তারিখ-ই-ফিরোজ শাহী কার লেখা ?

A. আবুল ফজল

B. মিনহাজ উস সিরাজ

C. জিয়াউদ্দিন বারাউনী

D. আল বেরুনী

উত্তর: C

28. নিম্নের কোন দিল্লি সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল ?

A. ইলতুতমিস

B. বলবন

C. মহ: বিন তুঘলক

D. ফিরোজ শাহ তুঘলক

উত্তর: D

29. বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল, কোন দেশের নাগরিক ?

A. স্পেন

B. সুইজারল্যান্ড

C. সার্বিয়া

D. অস্ট্রিয়া

উত্তর: A

30. লেজিসলেটিভ এসেম্বলির সদস্য হতে নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন ?

A. 32 বছর

B. 42 বছর

C. 20 বছর

D. 25 বছর

উত্তর: D

31. স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত ?

A. কন্যাকুমারী

B. রায়পুর

C. রাঁচি

D. দুর্গাপুর

উত্তর: B

32. সংবিধান অনুসারে, আর্টিকেল 123 এর অধীনে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা নিম্নের কার রয়েছে ?

A. রাষ্ট্রপতি

B. লোকসভা স্পিকার

C. রাজ্যসভা চেয়ারম্যান

D. এটর্নি জেনারেল

উত্তর: A

33. মানব শরীরের দীর্ঘতম অস্থিটি হলো - ?

A. ফিমার

B. ইনকাস

C. মেলিয়াস

D. স্টেপিস

উত্তর: A

34. এলবার্ট আইনস্টাইন কে কোন সালে নোবেল প্রাইজ সম্মানে সম্মানিত করা হয় ?

A. 1934

B. 1921

C. 1914

D. 1939

উত্তর: B

35. আন্তর্জাতিক নৃত্য দিবস কোন তারিখে পালন করা হয় ?

A. 7 ই জুন

B. 29 শে এপ্রিল

C. 23 শে মার্চ

D. 8 ই মে

উত্তর: B

36. নিম্নের কোন রাজার আমলে চীনা পর্যটক Xuanzang ভারতে এসেছিলেন ?

A. হর্ষবর্ধন

B. প্রভাকর বর্ধন

C. চন্দ্রগুপ্ত মৌর্য

D. অশোক

উত্তর: A

37. কোল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. কেরল

B. কর্ণাটক

C. তামিলনাড়ু

D. অন্ধ্রপ্রদেশ

উত্তর: D

38. ক্রোনোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় - ?

A. উচ্চতা মাপতে

B. সময় ও দ্রাঘিমা নির্ণয়ের কাজে

C. প্রবাহী তড়িৎ এর ক্ষমতা মাপতে

D. বায়ুমণ্ডলের চাপ মাপতে

উত্তর: B

39. মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

A. চন্দ্রগুপ্ত মৌর্য

B. অশোক

C. বৃহদ্রথ

D. বিন্দুসার

উত্তর: B

40. কোন বিদেশি শক্তি সর্বপ্রথম ভারতে আসে ?

A. ইংরেজ

B. ওলন্দাজ বা ডাচ

C. পর্তুগিজ

D. ফরাসী

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ