Ads Area

Full Mock জিকে পার্ট 22

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. বাণিজ্য, রেস্তেরাকে কোন ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ?

A. প্রাথমিক

B. গৌণ

C. টারশিয়ারী

D. উপরের কোনটি নয়

উত্তর: C

2. কোন সালে প্লানিং এডভাইজারি বোর্ড গঠিত হয় ?

A. 1944

B. 1947

C. 1946

D. 1950

উত্তর: C

3. 1950 সালে গঠিত প্লানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?

A. জওহরলাল নেহেরু

B. বি আর আম্বেদকর

C. রাজেন্দ্র প্রসাদ

D. মতিলাল নেহেরু

উত্তর: A

4. ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলার উপর জোর দেওয়া হয় কততম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় ?

A. প্রথম

B. দ্বিতীয়

C. তৃতীয়

D. চতুর্থ

উত্তর: C

5. নীতি আয়োগের চেয়ার পার্সন কে ?

A. রাষ্ট্রপতি

B. উপরাষ্ট্রপতি

C. স্পিকার

D. প্রধানমন্ত্রী

উত্তর: D

6. কোভিড-19 এর জন্য মালদ্বীপে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে কোন অপারেশন লঞ্চ করা হয় ?

A. অপারেশন মদত

B. অপারেশন পরাক্রম

C. অপারেশন নিস্তার

D. অপারেশন সমুদ্র সেতু

উত্তর: D

7. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত ?

A. আনন্দ

B. বারেলি

C. ভোপাল

D. বেঙ্গালুরু

উত্তর: D

8. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত ?

A. লখনৌ

B. মুম্বাই

C. কলকাতা

D. দিল্লী

উত্তর: B

9. পুলিতজার পুরস্কার শুরু হয় কোন সালে ?

A. 1917

B. 1993

C. 2002

D. 1957

উত্তর: A

10. নিম্নের কোনটি প্রতীকী ভাষা সংক্রান্ত বিদ্যা ?

A. Dactyology

B. Dactylography

C. Deontology

D. Desmology

উত্তর: A

11. নিম্নের কোন রোগ প্রতিরোধে BCG ভ্যাকসিন দেওয়া হয় ?

A. জন্ডিস

B. এনিমিয়া

C. যক্ষ্মা

D. পোলিও

উত্তর: C

12. মানব শরীরের কঠিনতম অংশ হলো - ?

A. হাড়

B. দাঁতের এনামেল

C. মাথার খুলি

D. স্পাইনাল কর্ড

উত্তর: B

13. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি হলেন ?

A. রাষ্ট্রপতি

B. প্রধানমন্ত্রী

C. উপ-রাষ্ট্রপতি

D. ভারতের প্রধান বিচারপতি

উত্তর: C

14. কোন দেশ প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে ?

A. নিউজিল্যান্ড

B. ওয়েস্ট ইন্ডিজ

C. ইংল্যান্ড

D. অস্ট্রেলিয়া

উত্তর: B

15. পাট্টাদাকালে গ্রুপ অফ মনুমেন্ট কে নির্মাণ করেন ?

A. চোল রাজা

B. পল্লব রাজা

C. চেরা রাজা

D. চালুক্য রাজা

উত্তর: D

16. টেলিভিশনের রিমোট কন্ট্রোল এ কোন ধরণের তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহৃত হয় ?

A. দৃশ্যমান তরঙ্গ

B. ইনফ্রারেড তরঙ্গ

C. আল্ট্রাভায়োলেট তরঙ্গ

D. উপরের কোনটি নয়

উত্তর: B

17. জলের pH এর মান কত ?

A. 5 বা 5 এর কম

B. 7 এর কাছাকাছি

C. 6.7 বা তার থেকে বেশি

D. উপরের কোনটি নয়

উত্তর: B

18. কোন বায়ুদূষক পদার্থ শরীরের স্নায়ুতন্ত্র কে ক্ষতিগ্রস্ত করে ?

A. আয়োডিন

B. সীসা

C. সালফার

D. পারদ

উত্তর: B

19. ডাল থেকে নিম্নের কোনটি সর্বাধিক পাওয়া যায় ?

A. কার্বোহাইড্রেট

B. প্রোটিন

C. খনিজ

D. ভিটামিন A

উত্তর: B

20. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

A. 15 বছর

B. 12 বছর

C. 9 বছর

D. 6 বছর

উত্তর: D

21. কেওলাদিও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান

B. আসাম

C. মণিপুর

D. গুজরাট

উত্তর: A

22. হোকেরা জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত - ?

A. জম্মু-কাশ্মীর

B. লাদাখ

C. উত্তরপ্রদেশ

D. মধ্যপ্রদেশ

উত্তর: A

23. ডিপোর ভিল ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম

B. হিমাচল প্রদেশ

C. ত্রিপুরা

D. পাঞ্জাব

উত্তর: A

24. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন সালে UNESCO -র স্বীকৃতি লাভ করে ?

A. 1986

B. 1978

C. 1988

D. 1983

উত্তর: A

25. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. মেঘালয়

B. ওড়িশা

C. পশ্চিমবঙ্গ

D. তামিলনাড়ু

উত্তর: B

26. মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. তামিলনাড়ু

B. কেরল

C. সিকিম

D. মেঘালয়

উত্তর: A

27. কোল্ড ডেসার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ

B. মধ্যপ্রদেশ

C. গুজরাট

D. হিমাচল প্রদেশ

উত্তর: D

28. কাঞ্জলি ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান

B. পাঞ্জাব

C. আসাম

D. ওড়িশা

উত্তর: B

29. সুরিনসার মানসর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. জম্মু-কাশ্মীর

B. মহারাষ্ট্র

C. কর্ণাটক

D. মধ্যপ্রদেশ

উত্তর: A

30. সুন্দরবন জাতীয় উদ্যান কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের জন্য মনোনীত হয় - ?

A. 1980

B. 1983

C. 1984

D. 1987

উত্তর: D

31. চিপকো আন্দোলন টি কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

A. মধ্যপ্রদেশ

B. মহারাষ্ট্র

C. কেরল

D. উত্তরাখন্ড

উত্তর: D

32. জঙ্গল বাঁচাও আন্দোলন ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত - ?

A. ঝাড়খন্ড

B. উত্তরাখন্ড

C. মহারাষ্ট্র

D. মধ্যপ্রদেশ

উত্তর: A

33. বীজ বাঁচাও আন্দোলন ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত - ?

A. উত্তরাখন্ড

B. কেরল

C. কর্ণাটক

D. তামিলনাড়ু

উত্তর: A

34. কাজিরাঙা জাতীয় উদ্যান কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের তকমা পায় - ?

A. 1980

B. 1975

C. 1985

D. 2000

উত্তর: C

35. রেণুকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. পাঞ্জাব

B. উত্তর প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. আসাম

উত্তর: C

36. নিম্নের কোনটি ভারতীয় বিপদাপন্ন প্রাণী প্রজাতির অন্তর্ভুক্ত - ?

A. ভারতীয় বাঘ

B. ইন্ডিয়ান বাস্টার্ড

C. রেড পান্ডা

D. উপরের সবগুলি

উত্তর: D

37. নিম্নের কোনটি বায়ু দূষণের উৎস ?

A. কার্বন মনোঅক্সাইড

B. কার্বন ডাই অক্সাইড

C. সালফার ডাই অক্সাইড

D. উপরের সবগুলি

উত্তর: D

38. নিম্নের কোনটি বিলম্বিত বস্তুকনা যা বায়ুদূষণের জন্য দায়ী - ?

A. নাইট্রোজেন ডাই অক্সাইড

B. কার্বন ডাই অক্সাইড

C. SPM

D. স্মগ

উত্তর: C

39. এমোনিয়া সায়ানাইড বজ্য পদার্থ নির্গত হয় নিম্নের কোন কারখানা থেকে ?

A. সিমেন্ট

B. রাসায়নিক সার

C. আয়রন এন্ড স্টিল

D. তুলা কারখানা

উত্তর: B

40. ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী দূষক টি হল - ?

A. পারদ

B. ক্রোমিয়াম

C. ক্যাডমিয়াম

D. আর্সেনিক

উত্তর: D

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ