Ads Area

Full Mock জিকে পার্ট 20

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. কার সময় কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল ?

A. লর্ড ডাফরিন

B. লর্ড রিপন

C. লর্ড মাউন্টব্যাটেন

D. লর্ড ডালহৌসি

উত্তর: B

2. ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কে ?

A. সুপ্রিমকোর্ট

B. রাষ্ট্রপতি

C. স্পিকার

D. প্রধানমন্ত্রী

উত্তর: A

3. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?

A. ২০ জন

B. ২৪ জন

C. ২১ জন

D. ২৮ জন

উত্তর: B

4. পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয় ?

A. তরল

B. কঠিন

C. প্লাজমা

D. বায়বীয়

উত্তর: C

5. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?

A. লীলা মুখার্জি

B. হরিলাল সেন

C. অমিত মিত্র

D. দ্বিতীয় ভাস্কর

উত্তর: D

6. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?

A. ২১ শে ফেব্রুয়ারি

B. ২১ শে জানুয়ারী

C. ২১ শে এপ্রিল

D. ২১ শে মার্চ

উত্তর: A

7. অপরাজিতা দেবী করা ছদ্মনাম ?

A. গৌরকিশোর ঘোষ

B. রাধারানী দেবী

C. চারুচন্দ্র চক্রবর্তী

D. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর: B

8. আয়োডিনের অভাবে কি রোগ হয় ?

A. বেরিবেরি

B. রিকেট

C. গলগন্ড

D. রাতকানা

উত্তর: C

9. ডুয়ার্স শব্দের অর্থ কি ?

A. বিস্তর মাঠ

B. বাইরে

C. উচুঁ অংশ

D. দরজা

উত্তর: D

10. কোন শহরকে প্রসাদের শহর বলা হয় ?

A. কলকাতা

B. দিল্লি

C. কাশ্মীর

D. বেনারস

উত্তর: A

11. গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন কোন নদী ?

A. গঙ্গা ও যমুনা

B. নর্মদা ও তাপ্তি

C. মহানন্দা ও আত্রেই

D. তিস্তা ও তোর্সা

উত্তর: B

12. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয় ?

A. ১৭ নং ধারা

B. ১৬ নং ধারা

C. ১৫ নং ধারা

D. ১৪ নং ধারা

উত্তর: A

13. দু-আপসা শি-আপসা ব্যবস্থা কে চালু করেছিলেন ?

A. ঔরঙ্গজেব

B. জাহাঙ্গীর

C. আকবর

D. শাহজাহান

উত্তর: B

14. ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন ?

A. ১৯২১ সালে

B. ১৯২৬ সালে

C. ১৯৩১ সালে

D. ১৯৩৯ সালে

উত্তর: C

15. রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে সম্বোধন করবেন ?

A. লোকসভার স্পিকার

B. ভারতের প্রধান বিচারপতি

C. প্রধানমন্ত্রী

D. উপরাষ্ট্রপতি

উত্তর: D

16. আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত ?

A. নেদারল্যান্ডস

B. ব্রাসেলস

C. নিউইয়র্ক

D. জেনেভা

উত্তর: A

17. উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত ?

A. পশ্চিমবঙ্গ

B. জম্মু-কাশ্মীর

C. কর্নাটক

D. মণিপুর

উত্তর: B

18. মরুস্থলি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?

A. পশ্চিমবঙ্গ

B. মেঘালয়

C. রাজস্থান

D. ওড়িশা

উত্তর: C

19. কে ইন্ডিয়ান ন্যশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ ?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি

B. যতীন্দ্রমোহন সেনগুপ্ত

C. সূর্য সেন

D. রাসবিহারী বসু

উত্তর: D

20. “অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত ছিলেন ?

A. টাঙ্গুতুরি প্রকাশম

B. আবদুল গাফফার খান

C. চিত্তরঞ্জন দাস

D. মহাত্মা গান্ধী

উত্তর: A

21. পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ?

A. ভিক্টোরিয়া

B. নায়াগ্রা

C. অ্যাঞ্জেল

D. ভার্জিনিয়া

উত্তর: C

22. নিম্নলিখিত কোন স্থানটি ল্যান্ড অফ মিডনাইট সান নামেও পরিচিত ?

A. আমেরিকা

B. ডেনমার্ক

C. নরওয়ে

D. রাশিয়া

উত্তর: C

23. The Argumentative Indian - বইটি কার লেখা ?

A. চেতন ভগত

B. অমর্ত্য সেন

C. এন সি চৌধুরী

D. অরুন্ধতী রায়

উত্তর: B

24. A passage to England - কার লেখা ?

A. অমর্ত্য সেন

B. চেতন ভগৎ

C. অরুন্ধতী রায়

D. এন সি চৌধুরী

উত্তর: D

25. এস মিরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত ?

A. বক্সিং

B. ভার উত্তোলন

C. সাঁতার

D. জিমন্যাস্টিক

উত্তর: B

26. কোন খেলার সাথে ফর্মুলা-1 শব্দটি যুক্ত ?

A. ক্রিকেট

B. মোটর রেসিং

C. পোলো

D. আইস হকি

উত্তর: B

27. নিম্নের কোন দেশটি BRICS এর সদস্য নয় ?

A. রাশিয়া

B. ভারত

C. ব্রাজিল

D. কানাডা

উত্তর: D

28. জালিকাত্তু খেলাটি কোন রাজ্যে জনপ্রিয় ?

A. তামিলনাড়ুতে

B. কর্ণাটক

C. কেরালা

D. অন্ধ্রপ্রদেশ

উত্তর: A

29. নিম্নের কোন সীমান্ত বাহিনী ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয় ?

A. SSB

B. ITBP

C. CRPF

D. BSF

উত্তর: B

30. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

A. ওডোমিটার

B. ক্রনোমিটার

C. ফ্যাদোমিটার

D. গ্যালভানোমিটার

উত্তর: C

31. সময় পরিমাপ করে কোনো স্থানে দ্রাঘিমা নির্নয় করে নিম্নের কোন যন্ত্র ?

A. ক্রোনোমিটার

B. রেডিওমিটার

C. গ্যালভানোমিটার

D. উপরের কোনটি নয়

উত্তর: A

32. জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হল ?

A. প্যালিওনটোলজি

B. পেট্রোলজি

C. আর্কিওলজি

D. প্যালিওবোটানি

উত্তর: A

33. উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় ?

A. আঙলোফোবিয়া

B. অ্যাক্রোফোবিয়া

C. আরগোফোবিয়া

D. এনিমিওফোবিয়া

উত্তর: B

34. বরদলুই সত্যাগ্রহ কোন সালে হয়েছিল ?

A. 1928

B. 1929

C. 1899

D. 1939

উত্তর: A

35. মেডিকেল কলেজ, কলকাতা কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল ?

A. 1840

B. 1857

C. 1835

D. 1823

উত্তর: C

36. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ?

A. মধ্যপ্রদেশ

B. দিল্লী

C. মহারাষ্ট্র

D. বিহার

উত্তর: D

37. ন্যাশনাল ডিফেন্স একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. মুম্বাই

B. পুনে

C. কলকাতা

D. নতুন দিল্লী

উত্তর: B

38. কেলকার কমিটি নিম্নের কিসের সাথে সম্পর্কিত ?

A. আইন-কমিশন

B. রাজ্যের পুনগঠন

C. স্টক এক্সচেঞ্জ

D. কর ব্যবস্থা

উত্তর: D

39. দুর্গেশনন্দিনী - কার লেখা ?

A. মাইকেল মধুসূদন দত্ত

B. কাজী নজরুল ইসলাম

C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: C

40. পান্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি ?

A. নীহাররঞ্জন গুপ্ত

B. ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

C. রাজশেখর বসু

D. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ