Ads Area

Full Mock জিকে পার্ট 19

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?

A. আন্টার্কটিক

B. আরব সাগর

C. ভারত মহাসাগর

D. হিমালয়

উত্তর: A

2. ভারতের সর্ব প্রাচীন পর্বতমালা হল ?

A. বিন্ধ্য

B. আরাবল্লি

C. হিমালয়

D. নীলগিরি

উত্তর: B

3. নিচের কোনটির প্রস্তাবে গণ পরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?

A. ক্যাবিনেট মিশন পরিকল্পনা

B. সাইমন কমিশন

C. ক্রিপস মিশন

D. ওয়াভেল পরিকল্পনা

উত্তর: A

4. ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে যুক্ত ?

A. কর্ণাটক

B. জম্মু-কাশ্মীর

C. আসাম

D. কেরালা

উত্তর: B

5. যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?

A. লোকপাল

B. অর্থ কমিশন

C. নীতি আয়োগ

D. লোকযুক্ত

উত্তর: C

6. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি ?

A. COMAU

B. FANUC

C. BRABO

D. MOTOMAN

উত্তর: C

7. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?

A. এরোপ্লেন

B. সুপারসনিক শব্দ

C. জাহাজের গতি

D. উপরের কোনটি নয়

উত্তর: C

8. তড়িৎ এ আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্র টি কার সৃষ্টি ?

A. নিউটন

B. ফ্লেমিং

C. ফ্যারাডে

D. ,কুলম্ব

উত্তর: D

9. শক্তির নিত্যতা সূত্র কার আবিষ্কার ?

A. আইনস্টাইন

B. মাদাম কুরী

C. নীলস বোর

D. জেমস প্রেসকর্ট জুল

উত্তর: D

10. অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন এসিড কে ?

A. সালফিউরিক এসিড

B. হাইড্রোক্লোরিক এসিড

C. নাইট্রিক এসিড

D. কার্বনিক এসিড

উত্তর: A

11. লঙ্কা হলো উদ্ভিদের ____ অংশ ?

A. পাতা

B. কন্দ

C. মুকুল

D. ফল

উত্তর: D

12. বন্দিবাসের যুদ্ধ কোন সালে ঘটেছিল ?

A. 1761

B. 1760

C. 1762

D. 1763

উত্তর: B

13. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নবরত্নদের মধ্যে অন্যতম খপনক কিসে পারদর্শী ছিলেন ?

A. নাটক

B. ব্যাকরণ

C. স্থাপত্য

D. জ্যোতিষশাস্ত্র

উত্তর: D

14. ব্রোঞ্জ এর মধ্যে কোনটি দ্রাবক ও কোনটি দ্রাব ?

A. AL দ্রাবক ও SN দ্রাব

B. CU দ্রাবক ও SN দ্রাব

C. MG দ্রাবক ও SN দ্রাব

D. CU দ্রাবক ও MG দ্রাব

উত্তর: B

15. আধুনিক দীর্ঘ পর্যায় সুত্র কে প্রকাশ করেন ?

A. মেন্ডেলিভ

B. মোজলে

C. নিউল্যান্ড

D. কোনটাই নয়

উত্তর: B

16. পারদ সংকর কোন ধরনের দ্রাবকের উদাহরণ ?

A. দ্রাবক ও দ্রাব উভয় তরল

B. দ্রাবক কঠিন ও দ্রাব তরল

C. দ্রাবক তরল ও দ্রাব কঠিন

D. কোনটাই নয়

উত্তর: B

17. নিচের কোনটি বিজারক পদার্থ ?

A. H2S

B. SO2

C. CO

D. সব কটি

উত্তর: D

18. অসম্পৃক্ত দ্রবণ কিভাবে সম্পৃক্ত করবে ?

A. দ্রাবক যোগ করে

B. আরো দ্রবণ যোগ করে

C. দ্রাব যোগ করে

D. সব কটি

উত্তর: C

19. নিচের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত ?

A. ইথার

B. জল

C. ক্লোরোফর্ম

D. কোনটাই নয়

উত্তর: B

20. কোনো নির্দিষ্ঠ পর্যায় এর বাদিক থেকে ডানদিকে গেলে পরমানুর কোন পরিবর্তন হবে ?

A. ধাতব ধর্ম বাড়বে

B. আকারে কমে

C. অধাতব ধর্ম বাড়বে

D. কোনটাই নয়

উত্তর: B

21. বি সি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?

A. সঙ্গীত

B. সাংবাদিকতা

C. চিকিৎসা

D. পরিবেশ

উত্তর: C

22. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?

A. অরবিন্দ ঘোষ

B. যতীন দাস

C. বিপিনচন্দ্র পাল

D. বাদল গুপ্ত

উত্তর: A

23. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে -

A. পার্লামেন্ট দ্বারা

B. একটি সংবিধান সভার দ্বারা

C. সুপ্রিম কোর্ট দ্বারা

D. রাষ্ট্রপতি দ্বারা

উত্তর: A

24. পাঞ্জাবের স্বর্ণমন্দির সেনা অভিযানের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

A. ইন্দিরা গান্ধী

B. রাজীব গান্ধী

C. ভি পি সিং

D. এদের কেউই নন

উত্তর: A

25. কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম ?

A. রাইন

B. লরেন্স

C. কল্কা

D. সিন্ধু

উত্তর: C

26. কোন শহরের ডাকনাম "The Big Apple" ?

A. লন্ডন

B. নিউইয়র্ক

C. সিডনি

D. জোহানেসবার্গ

উত্তর: B

27. 1946 -এ নৌ বিদ্রোহ কোথায় হয় ?

A. বোম্বাইতে তলোয়ার জাহাজে

B. কলকাতায় এম ভি নিকোবর

C. এম ভি হর্ষবর্ধন

D. কোনোটিই নয়

উত্তর: A

28. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?

A. কাঁচি

B. ঢেঁকি

C. জাতি

D. তুলা যন্ত্র

উত্তর: C

29. শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত ?

A. সন্তুর বাদন

B. সেতার বাদন

C. সরোদ বাদন

D. বাঁশি বাদন

উত্তর: A

30. বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়?

A. NO2

B. H2S

C. CO2

D. SO2

উত্তর: B

31. উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কি রূপে ?

A. মনোস্যাকারাইড রূপে

B. সেলুলোজ রূপে

C. শ্বেতসার রূপে

D. গ্লাইকোজেন রূপে

উত্তর: C

32. ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশক নীতিসমূহ অনুপ্রাণিত হয়েছে ?

A. ব্রিটিশ সংবিধানের থেকে

B. আমেরিকার সংবিধানের থেকে

C. দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে

D. আয়ারল্যান্ডের সংবিধানের থেকে

উত্তর: D

33. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

A. কৃষ্ণা

B. গঙ্গা

C. শিপ্রা

D. সরস্বতী

উত্তর: C

34. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো -

A. হিলিয়াম

B. নিয়ন

C. আর্গন

D. জেনন

উত্তর: C

35. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন -

A. বেড়ে যাবে

B. কমে যাবে

C. একই থাকবে

D. গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে

উত্তর: A

36. নাথুলা গিরিপথটি ভারতের কোন
রাজ্যে অবস্থিত ?

A. সিকিম

B. হিমাচল প্রদেশ

C. অরুণাচল প্রদেশ

D. মেঘালয়

উত্তর: A

37. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ?

A. গৌতম বুদ্ধ

B. হজরত মহম্মদ

C. মহাবীর

D. গুরু নানক

উত্তর: C

38. কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না, সেটি হল -

A. HNO₃

B. HCL

C. HF

D. কোনোটিই নয়

উত্তর: C

39. কোন দেশকে চিনির ভান্ডার বলা হয়?

A. থাইল্যান্ড

B. জাপান

C. কিউবা

D. চীন

উত্তর: C

40. "বাংলার দুঃখ" নামে পরিচিত?

A. দামোদর

B. হুগলী

C. কাটিগঙ্গা

D. ব্রহ্মপুত্র

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ