1. ব্যাকটেরিয়া কোশে মেসোজম কি ?
উত্তর: C
2. জার্মান সিলভার কোন দুটির মিশ্রনে তৈরি হয় ?
উত্তর: D
3. ডায়িং ও ট্যানিং ইন্ডাস্ট্রিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর: D
4. গ্রানাইট এর প্রধান দুই উপাদান কি কি ?
উত্তর: C
5. আবেশাঙ্কের SI এককের চিন্হ হলো H, H এর পুরো কথা কি ?
উত্তর: C
6. ভোপাল গ্যাস ট্রাজেডির জন্য দায়ী হলো - ?
উত্তর: A
7. ভারত বিভাজনের জন্য 3 জুলাই, 1947 কোন দল ব্ল্যাক দিবস পালন করেছিল ?
উত্তর: C
8. নিম্নের কোন নদী যমুনা নদীর শাখানদী / উপনদী নয় ?
উত্তর: D
9. নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয় নি ?
উত্তর: C
10. নিম্নের কোনটি দ্বারা ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন রাজ্য তৈরি হয় ?
উত্তর: D
11. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন নিযুক্ত করে ?
উত্তর: A
12. কোন ভাইসরয়ের আমলে ভগত সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয় ?
উত্তর: B
13. কাকোরি ষড়যন্ত্র মামলা কোন সালে সংঘটিত হয় ?
উত্তর: B
14. প্রথম গোল টেবিল বৈঠকের ব্যাপারে নিম্নের কোনটি সত্য নয় ?
উত্তর: D
15. সম্ভর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: A
16. ভারতে সংবিধান কার্যকর হওয়ার তারিখটি হলো ?
উত্তর: B
17. ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয় কি কারণে ?
উত্তর: C
18. মুদ্রারাক্ষস - নামক বিখ্যাত বইটি কে লিখেছেন ?
উত্তর: A
19. হিমালয় হলো ___ এর উদাহরণ ?
উত্তর: B
20. নিম্নের কে গুরু নানকের জীবনী লিখেছিলেন ?
উত্তর: B
21. নিম্নের কোন অক্ষাংশ দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক রয়েছে ?
উত্তর: B
22. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো ?
উত্তর: B
23. বিপদাপন্ন প্রজাতিকে কোন বইতে লেখা হয় ?
উত্তর: B
24. ঋক বেদের কততম মন্ডলে Soma কে সম্পূর্ণ ভাবে উৎসর্গ করা আছে ?
উত্তর: C
25. নিম্নের কোন ভারতীয় সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় ?
উত্তর: D
26. রাজ্য সভার চেয়ারম্যান পদ কে অলঙ্কৃত করেন - ?
উত্তর: C
27. নবম শতাব্দীতে নিম্নের কে বিখ্যাত বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?
উত্তর: C
28. ভারতের দক্ষিণতম রেঞ্জটি হলো-
উত্তর: C
29. স্তুপ - শব্দ টি গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে যুক্ত ?
উত্তর: A
30. ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নের কোনটি কোর্টে এনফোর্সেবেল ?
উত্তর: D
31. সংবিধানের ধারা 21A কোনটির অধিকার প্রদান করে ?
উত্তর: C
32. The Four Noble Turths - নিম্নের কোন ধর্মের সাথে সম্পর্কিত ?
উত্তর: D
33. বেশিরভাগ জীববৈচিত্র্য নিম্নের কোথায় দেখা যায় ?
উত্তর: A
34. তৃতীয় আঙলো-মাইশোর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: C
35. পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: C
36. মহারাষ্ট্রে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: D
37. ওয়াটার পলিউশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল এক্ট কবে কার্যকর হয় ?
উত্তর: B
38. বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের উপর বৈষম্যতার কথা উল্লেখ করে সংবিধানের কোন ধারা ?
উত্তর: A
39. রাজ্য সভার সদস্যদের কে নির্বাচিত করে ?
উত্তর: C
40. গ্লুকোমার ফলে মানব শরীরের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয় ?
উত্তর: D
প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।
নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Your Score:
Percentage:
.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।