Ads Area

Full Mock জিকে পার্ট 15

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরের নিম্নে অবস্থিত ?

A. দক্ষিণ আটলান্টিক মহাসাগর

B. পশ্চিম প্রশান্ত মহাসাগর

C. পূর্ব প্রশান্ত মহাসাগর

D. উত্তর আটলান্টিক মহাসাগর

উত্তর: B

2. কোন সাম্রাজ্যের শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেন ?

A. মৌর্য

B. শুঙ্গ

C. কুষান

D. শাক্য

উত্তর: C

3. 1946 এর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নিম্নের কোনটি এসেছিল ?

A. ক্রিপস মিশন

B. ক্যাবিনেট মিশন

C. ওয়াভেল প্লান

D. সাইমন কমিশন

উত্তর: B

4. নিম্নের কোন স্থানে সক্রিয় আগ্নেয়গিরি মৌনা লোয়া ?

A. আলাস্কা

B. হাওয়াই

C. ইতালি

D. জাপান

উত্তর: B

5. কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অফিস তৈরি হয় - ?

A. এক্ট অফ পার্লামেন্ট দ্বারা

B. সংবিধান দ্বারা

C. ক্যাবিনেট রেজোলিউশন দ্বারা

D. উপরের কোনটি নয়

উত্তর: B

6. নীল নদ উৎপত্তি লাভ করেছে - ?

A. ভিক্টরিয়া হ্রদ

B. টানা হ্রদ

C. এডওয়ার্ড হ্রদ

D. এলবার্ট হ্রদ

উত্তর: B

7. ক্লোরোফিলে নিম্নের কোন মৌল অবস্থিত ?

A. লোহা

B. ম্যাগনেসিয়াম

C. জিঙ্ক

D. কোবাল্ট

উত্তর: B

8. ডিপ্রেসিয়েশন হলো - ?

A. GNP - NNP

B. NNP - GNP

C. GNP - পার্সোনাল ইনকাম

D. পার্সোনাল ইনকাম - পার্সোনাল ট্যাক্সেস

উত্তর: A

9. ইকোনমিক প্লানিং নিম্নের কোন তালিকার অন্তর্ভুক্ত ?

A. কেন্দ্রীয় তালিকা

B. রাজ্য তালিকা

C. যুগ্ম তালিকা

D. উপরের কোনটি নয়

উত্তর: C

10. মানুষের রক্তে কত শতাংশ প্লাজমা থাকে ?

A. 35%

B. 40%

C. 50%

D. 55%

উত্তর: D

11. বায়োলজিক্যালি, নিম্নের কাদের মধ্যে বিবাহ সংঘটিত হওয়া উচিত নয় ?

A. Rh+ পুরুষ ও Rh+ মহিলা

B. Rh- মহিলা ও Rh- পুরুষ

C. Rh+ মহিলা ও Rh- পুরুষ

D. Rh+ পুরুষ ও Rh- মহিলা

উত্তর: D

12. চিতরের কীর্তি স্তম্ভ কে নির্মাণ করেন ?

A. রানা কুম্ভ

B. রানা প্রতাপ

C. রানা সঙ্গ

D. বাপ্পা রাভাল

উত্তর: A

13. সাইক্লোন সংঘটিত হয় নিম্নের কোনটির কারণে ?

A. উচ্চ চাপ

B. নিম্ন চাপ

C. নিম্ন উষ্ণতা

D. উচ্চ ঘনত্ব

উত্তর: B

14. গোপাল কৃষ্ণ গোখলে নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেছিল ?

A. বোম্বে প্রেসিডেন্সি এসোসিয়েশন

B. পুনা সার্বজনিক সভা

C. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি

D. ল্যান্ডহোল্ডার্স সোসাইটি

উত্তর: C

15. নিম্নের কোনটির মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকে না ?

A. ছত্রাক

B. শ্যাওলা

C. ব্রায়োফাইট

D. টেরিডোফাইট

উত্তর: A

16. রাওলাট আইন 1919 কার আমলে প্রবর্তিত হয় ?

A. লর্ড উইলিয়াম

B. লর্ড চেমসফোর্ড

C. লর্ড মিন্টো

D. লর্ড বেন্টিঙ্ক

উত্তর: B

17. ইম্পেরিয়াল ব্যাংক কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?

A. 1935

B. 1930

C. 1955

D. 1921

উত্তর: D

18. সিন্ধু সভ্যতার লোকেরা নিম্নের কোনটির পুজো করতো ?

A. পশুপতি

B. বিষ্ণু

C. ইন্দ্র

D. ব্রহ্ম

উত্তর: A

19. গান্ধার শিল্প কোন দুটির মিশ্রণ ?

A. ইন্দো-গ্রিক

B. ইন্দো-রোমান

C. ইন্দো-ইসলামিক

D. ইন্দো-চীন

উত্তর: A

20. কৈবল্য এর সাথে নিম্নের কোন ধর্ম সম্পর্কিত ?

A. জৈন ধর্ম

B. বৌদ্ধ ধর্ম

C. হিন্দু ধর্ম

D. শিখ ধর্ম

উত্তর: A

21. কোন সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা দুইভাগে বিভক্ত হয়ে ?

A. 1980

B. 1986

C. 1990

D. 1996

উত্তর: B

22. কোন সালে মেদিনীপুর জেলা দুই জেলায় বিভক্ত হয় ?

A. 2000

B. 2005

C. 2002

D. 2004

উত্তর: C

23. পশ্চিমবঙ্গে শেষ আদমশুমারি হয় কোন সালে ?

A. 2009

B. 2001

C. 2011

D. 2013

উত্তর: C

24. পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে কৃষিজীবী হল - ?

A. 15% মানুষ

B. 40% মানুষ

C. 55% মানুষ

D. 70% মানুষ

উত্তর: C

25. কোন সালে পশ্চিমবঙ্গের 21 তম জেলা হিসেবে কালিমপঙ আত্মপ্রকাশ করে ?

A. 2015

B. 2016

C. 2017

D. 2018

উত্তর: C

26. নিম্নের কোন উপজাতি সম্প্রদায়ের বাস পশ্চিমবঙ্গে দেখা যায় ?

A. লোধা

B. ভূমিজ

C. মুন্ডা

D. উপরের সবগুলি

উত্তর: D

27. পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাতটি হলো-

A. 1000 : 940

B. 1000 : 1105

C. 1000 : 947

D. 1000 : 967

উত্তর: C

28. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থান অধিকার করে ?

A. 19 তম

B. 15 তম

C. 13 তম

D. 11 তম

উত্তর: C

29. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন মহিলা সাক্ষর জেলা হলো - ?

A. পুরুলিয়া

B. বীরভূম

C. পূর্ব মেদিনীপুর

D. পশ্চিম বর্ধমান

উত্তর: A

30. নিম্নের কোন জেলার জেলাসদর বালুরঘাটে অবস্থিত ?

A. উত্তর দিনাজপুর

B. মালদা

C. মুর্শিদাবাদ

D. দক্ষিণ দিনাজপুর

উত্তর: D

31. পশ্চিমবঙ্গে লোকসভায় মোট কত গুলি আসন রয়েছে ?

A. 32 টি

B. 45 টি

C. 55 টি

D. 42 টি

উত্তর: D

32. নিম্নের কোন জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়নি ?

A. জাতীয় সড়ক - 2

B. জাতীয় সড়ক - 44

C. জাতীয় সড়ক - 31A

D. জাতীয় সড়ক - 117

উত্তর: B

33. নিম্নের কে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার ছিলেন ?

A. বিমান বন্দ্যোপাধ্যায়

B. অপূর্বলাল মজুমদার

C. বিজয়কুমার ব্যানার্জী

D. এদের সবাই

উত্তর: D

34. মনিভঞ্জন পাহাড়টি কোন জেলায় অবস্থিত ?

A. দার্জিলিং

B. বীরভূম

C. অলিপুরদুয়ার

D. জলপাইগুড়ি

উত্তর: A

35. দেওলো পাহাড় নিম্নের কোন জেলায় অবস্থিত ?

A. বীরভূম

B. পুরুলিয়া

C. বাঁকুড়া

D. দার্জিলিং

উত্তর: D

36. মাথাভাঙ্গা নদীর পূর্বদিকের শাখাটি কোন নদী নামে পরিচিত ?

A. ইছামতী

B. সুবর্ণরেখা

C. কংসাবতী

D. অজয়

উত্তর: A

37. ছোটনাগপুর মালভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

A. কংসাবতী

B. রায়ডাক

C. তিস্তা

D. অজয় নদ

উত্তর: D

38. নিম্নের কোন নদীর উপনদীর নাম ভৈরব ?

A. জলঢাকা

B. জলঙ্গি

C. রূপনারায়ন

D. মাতলা

উত্তর: B

39. কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাস বা ভয় বলা হয় ?

A. হলদি

B. মাতলা

C. বিদ্যাধরী

D. তিস্তা

উত্তর: D

40. মায়াপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

A. চূর্ণী

B. কোপাই

C. হুগলি

D. বেতনি

উত্তর: C

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ