Ads Area

Full Mock জিকে পার্ট 14

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. 1919 এর ভারত সরকার আইন কি নামে পরিচিত ?

A. মরলে-মিন্টো রিফর্ম

B. মন্তেগু-চেমসফোর্ড রিফর্ম

C. রেগুলেটিং এক্ট

D. পিটস ইন্ডিয়া এক্ট

উত্তর: B

2. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?

A. মহাত্মা গান্ধী

B. এ ও হিউম

C. লোকমান্য তিলক

D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তর: B

3. 1912 সালে নিম্নের কে হোম রুল লীগ স্থাপন করেছিলেন - ?

A. বিপিন চন্দ্র পাল

B. অরবিন্দ ঘোষ

C. লোকমান্য তিলক

D. এনি বেসন্ত

উত্তর: D

4. আইএনএ ট্রায়ালের সময় নিম্নের কে আইনজীবী ছিলেন -

A. ভুলাভাই দেশাই

B. আবুল কালাম আজাদ

C. সুভাষ চন্দ্র বসু

D. সি রাজাগোপালাচারী

উত্তর: A

5. নিম্নের কোন ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয় ?

A. কলকাতা অধিবেশন, 1920

B. নাগপুর বার্ষিক অধিবেশন, 1920

C. লাহোর অধিবেশন, 1929

D. হরিপুরা কংগ্রেস অধিবেশন, 1938

উত্তর: C

6. সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল-কলেজ গুলিতে ইংরেজি মাধ্যম কে বাধ্যতামূলক করা হয় কোন নীতির মাধ্যমে ?

A. ম্যাকাউলে মিনিট, 1835

B. এডুকেশনাল ডিস্প্যাচ, 1854

C. পিটস ইন্ডিয়া এক্ট, 1784

D. রেগুলেটিং এক্ট, 1773

উত্তর: A

7. নিম্নের কে বলেছিলেন - মধ্যরাতে বিশ্ব যখন ঘুমে মগ্ন, ভারত স্বাধীন দেশ হিসেবে জেগে উঠবে

A. নেতাজী সুভাষচন্দ্র বসু

B. মহাত্মা গান্ধী

C. জওহরলাল নেহেরু

D. সি রাজাগোপালাচারী

উত্তর: C

8. ভারতে ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?

A. বাল গঙ্গাধর তিলক

B. রাজা রামমোহন রায়

C. জে এ হিকি

D. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর: C

9. গান্ধীজির আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলন কার বিরুদ্ধে সংঘটিত হয় ?

A. ব্রিটিশ সরকারের প্রতিনিধি

B. মিল মালিক

C. ঋণ প্রদানকারী

D. ভারত সরকারের প্রতিনিধি

উত্তর: B

10. নিম্নের কোন আইন লেজিসলেশনে প্রথমবার ভারতীয়দের প্রতিনিধিত্ব প্রদান করেছিল ?

A. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট, 1909

B. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট, 1919

C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট, 1919

D. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট, 1935

উত্তর: A

11. ইলেকট্রিক হিটারে কোন পদার্থ ব্যবহৃত হয় - ?

A. টাংস্টেন

B. নাইক্রোম

C. ব্রোঞ্জ

D. স্টিল

উত্তর: B

12. পোলিও হলো একটি __ ঘটিত রোগ - ?

A. প্রোটোজোয়া

B. ব্যাকটেরিয়া

C. ছত্রাক

D. ভাইরাস

উত্তর: D

13. রামধনু ঘটে নিম্নের কোন কারণে -

A. প্রতিসরণ ও ব্যতিচার

B. বিক্ষেপন ও প্রতিসরণ

C. প্রতিফলন

D. প্রতিফলন ও প্রতিসরণ

উত্তর: D

14. বলটোরো (Baltoro) হিমবাহ নিম্নের কোথায় অবস্থিত ?

A. কারাকোরাম পর্বতমালা

B. পামির পর্বতমালা

C. শিবালিক

D. আল্পস

উত্তর: A

15. মহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেছিল কত সালে ?

A. 712 AD

B. 812 AD

C. 912 AD

D. 1012 AD

উত্তর: A

16. কোন বছর সত্যাগ্রহ চলাকালীন মহাত্মা গান্ধী গ্রেফতার হন ?

A. 1906

B. 1908

C. 1913

D. 1917

উত্তর: B

17. রাম প্রসাদ বিসমিল কোন কেসের সাথে যুক্ত ছিলেন ?

A. কাকোরি ষড়যন্ত্র মামলা

B. কানপুর ষড়যন্ত্র মামলা

C. আলিপুর ষড়যন্ত্র মামলা

D. মিরাট ষড়যন্ত্র মামলা

উত্তর: A

18. Cape of Good Hope - কে আবিষ্কার করেন

A. Vasco-da-Gama

B. Almeida

C. Albuquerque Diaz

D. Bartolomeu Dias

উত্তর: D

19. দিল্লিতে লাল দুর্গ কে নির্মাণ করেন ?

A. আকবর

B. জাহাঙ্গীর

C. শাহজাহান

D. ঔরঙ্গজেব

উত্তর: C

20. চন্দ্রগুপ্ত মৌর্য নিম্মের কোনটির অনুগামী ছিল ?

A. বৌদ্ধধর্ম

B. হিন্দু ধর্ম

C. জৈন ধর্ম

D. উপরের কোনটি নয়

উত্তর: C

21. নিম্নের কার কবিরাজ উপাধি ছিল ?

A. সমুদ্রগুপ্ত

B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

C. কুমারগুপ্ত

D. প্রথম চন্দ্রগুপ্ত

উত্তর: A

22. একটি IP অ্যাড্রেসে কত গুলি বিট থাকে ?

A. 64 বিটস

B. 32 বিটস

C. 128 বিটস

D. 256 বিটস

উত্তর: B

23. প্রথম স্টিম ইঞ্জিন লোকোমোটিভ কে আবিস্কার করেন - ?

A. সাইমন স্টেভিন

B. জর্জ স্টিফেনসন

C. গ্যারি স্টকয়েদার

D. পার্সি স্পেন্সার

উত্তর: B

24. মেডুলা অবলংগটা নিম্নের কোনটির অংশ -

A. হৃদপিন্ড

B. মস্তিস্ক

C. পাকস্থলী

D. ফুসফুস

উত্তর: B

25. নিম্নের কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ?

A. লিউয়েনহক

B. বেলারুশ

C. হুগো দা ভৃস

D. রবার্ট ব্রাউন

উত্তর: A

26. আলফা কণা সম্পর্কিত নিম্নের কোনটি মিথ্যা ?

A. এটির উচ্চ আয়নায়ন ক্ষমতা আছে

B. এটির ভেদন ক্ষমতা সর্বোচ্চ

C. এটির উচ্চ গতিশক্তি আছে

D. এটি হিলিয়াম কণার স্রোত

উত্তর: B

27. চন্দ্রগিরি দূর্গ নিম্নের কোথায় অবস্থিত ?

A. কর্ণাটক

B. মহারাষ্ট্র

C. মধ্যপ্রদেশ

D. অন্ধ্রপ্রদেশ

উত্তর: D

28. মোহিনীআট্টম নৃত্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ

B. আসাম

C. কেরল

D. ত্রিপুরা

উত্তর: C

29. পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ

B. অরুণাচল প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. মধ্যপ্রদেশ

উত্তর: C

30. নিম্নের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা নেই ?

A. সিকিম

B. মণিপুর

C. মিজোরাম

D. অরুণাচল প্রদেশ

উত্তর: A

31. হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেন ?

A. থানেশ্বর, কনৌজ

B. দিল্লী, দেওগিরি

C. কম্বোজ, কনৌজ

D. বল্লভী, দিল্লী

উত্তর: A

32. মহাত্মা গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কোন সালে গড়ে তোলেন ?

A. 1854

B. 1863

C. 1894

D. 1874

উত্তর: C

33. মুসলিম লীগ কত সালে গড়ে ওঠে ?

A. 1901

B. 1906

C. 1903

D. 1905

উত্তর: B

34. Vakataka সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

A. রুদ্রসেনা

B. বিন্ধ্যশক্তি

C. প্রভরসেনা

D. নাগভট্ট

উত্তর: B

35. নিম্নের বায়ুমন্ডলের উষ্ণতম স্তর ?

A. থার্মোস্ফিয়ার

B. ট্রপোস্ফিয়ার

C. স্ট্রাটোস্ফিয়ার

D. মেসোস্ফিয়ার

উত্তর: A

36. নিম্নের কে জামা মসজিদ নির্মাণ করেন ?

A. আকবর

B. শাহজাহান

C. কুতুবউদ্দিন আইবক

D. শেরশাহ সুরি

উত্তর: B

37. পিঁপড়ের শরীরে কোন এসিড উপস্থিত?

A. ফরমিক এসিড

B. অক্সালিক এসিড

C. সালফিউরিক এসিড

D. এসেটিক এসিড

উত্তর: A

38. ভারতের দীর্ঘতম রোড টানেল কোনটি?

A. অটল টানেল

B. যোজিলা টানেল

C. পাটনিটপ টানেল

D. জওহর টানেল

উত্তর: A

39. অষ্টম সিডিউলে মোট কতগুলি ভাষা আছে ?

A. 21 টি

B. 9 টি

C. 31 টি

D. 22 টি

উত্তর: D

40. UNICEF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. মালয়েশিয়া

B. ইউএসএ

C. ফ্রান্স

D. ইউকে

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ