Ads Area

Full Mock জিকে পার্ট 13

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. নাগার্জুন সাগর বাঁধ - কোন রাজ্যে অবস্থিত ?

A. তামিলনাড়ু

B. অন্ধ্রপ্রদেশ

C. কর্ণাটক

D. ওড়িশা

উত্তর: B

2. ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন যিনি ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন ?

A. লর্ড ডালহৌসি

B. লর্ড ওয়েলেসলি

C. লর্ড অকল্যান্ড

D. লর্ড বেন্টিঙ্ক

উত্তর: A

3. উমিয়াম হ্রদ - ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. মণিপুর

B. মিজোরাম

C. মেঘালয়

D. ত্রিপুরা

উত্তর: C

4. হীরাকুন্দ বাঁধ - কোন নদীর উপর অবস্থিত ?

A. দামোদর

B. বরাকর

C. হুগলি

D. মহানদী

উত্তর: D

5. মুসলিম লীগ প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয় - ?

A. মহম্মদ আলী জিন্নাহ

B. সৈয়দ আহমেদ খান

C. সলিমুল্লা

D. খান আব্দুল গফফার খান

উত্তর: C

6. নীচের কোনটি কে ভারতের পিটসবার্গ বলা হয় ?

A. জামশেদপুর

B. বিশাখাপত্তনম

C. ভিলাই

D. দুর্গাপুর

উত্তর: A

7. অ্যানি বেসন্ত কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ?

A. 1914 সালে

B. 1915 সালে

C. 1916 সালে

D. 1917 সালে

উত্তর: D

8. কোন মুঘল শাসক কে আলমগীর বলা হতো ?

A. আকবর

B. শাহজাহান

C. জাহাঙ্গীর

D. ঔরঙ্গজেব

উত্তর: D

9. কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. গুজরাট

B. রাজস্থান

C. উত্তরপ্রদেশ

D. মধ্যপ্রদেশ

উত্তর: D

10. দেশের কোন রাজ্যে ঝিকরঙ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন ?

A. অসম

B. ঝাড়খন্ড

C. উত্তরাখন্ড

D. অরুণাচল প্রদেশ

উত্তর: D

11. হাড়ে সর্বাধিক পরিমাণে কোন লবণ থাকে ?

A. ম্যাগনেসিয়াম কার্বনেট

B. ফেরিক নাইট্রেট

C. ক্যালসিয়াম ফসফেট

D. সোডিয়াম ক্লোরাইড

উত্তর: C

12. বঙ্গভঙ্গ কত সালে সম্পন্ন হয় ?

A. 1908 সালে

B. 1905 সালে

C. 1903 সালে

D. 1909 সালে

উত্তর: B

13. উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?

A. বানিহাল

B. রোটাং

C. নাথুলা

D. জেলেপ লা

উত্তর: A

14. ভারতের প্রথম কোন রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয় ?

A. বিহার

B. অন্ধ্রপ্রদেশ

C. উত্তরাখন্ড

D. রাজস্থান

উত্তর: B

15. মধুবনী কোন রাজ্যের বিখ্যাত চিত্র কলা ?

A. বিহার

B. ওড়িশা

C. পশ্চিমবঙ্গ

D. ত্রিপুরা

উত্তর: A

16. ইস্ট কোস্ট রেলওয়ে স্টেডিয়াম কোন জায়গায় অবস্থিত ?

A. হায়দ্রাবাদ

B. রায়পুর

C. ভুবনেশ্বর

D. সুরাট

উত্তর: C

17. হোয়াইট ক্লিফ দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

A. সিকিম

B. হরিয়ানা

C. চন্ডীগড়

D. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

উত্তর: D

18. দক্ষিণ ভারতের কাশী বলা হয় নিম্নের কোন স্থান কে ?

A. মাদুরাই

B. জামশেদপুর

C. মণিপুর

D. মানালি

উত্তর: A

19. নিম্নের কোন ব্যক্তিত্ব ভারতের তোতাপাখি নামে পরিচিত ?

A. তানসেন

B. সুরদাস

C. সরোজিনী নাইডু

D. আমির খসরু

উত্তর: D

20. কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত ?

A. হিমাচল প্রদেশ

B. গুজরাট

C. ওড়িশা

D. অন্ধ্রপ্রদেশ

উত্তর: A

21. বৈদ্যুতিক তারে ব্যবহৃত হয় - ?

A. Mn

B. Al

C. Ag

D. Cu

উত্তর: D

22. মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. নয়ডা

B. হায়দ্রাবাদ

C. কলকাতা

D. নতুন দিল্লী

উত্তর: D

23. নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে ?

A. 1960 সালে

B. 1962 সালে

C. 1964 সালে

D. 1963 সালে

উত্তর: B

24. সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল - ?

A. শিকার করা

B. পশুপালন

C. ব্যবসা

D. কৃষিকাজ

উত্তর: D

25. সবচেয়ে হালকা ধাতু হলো - ?

A. সীসা

B. রুপো

C. লিথিয়াম

D. পারদ

উত্তর: C

26. সিলভার প্রলেপ দিতে কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় ?

A. পটাশিয়াম ক্লোরেট

B. সিলভার ক্লোরাইড

C. পটাশিয়াম আর্জেন্টসায়া নাইড

D. সিলভার নাইট্রেট

উত্তর: C

27. মন্ট্রিল প্রটোকলের সাথে যুক্ত হল - ?

A. সমুদ্রের তলদেশ

B. ওজোন স্তরের ক্ষয়

C. পারমানবিক অস্ত্র

D. ল্যান্ড মাইন

উত্তর: B

28. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হন - ?

A. লিয়াকত আলী খান

B. সি রাজাগোপালাচারী

C. যোগীন্দর নাথ মন্ডল

D. জন মাথাই

উত্তর: D

29. নিম্নের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে ?

A. চীন

B. বাংলাদেশ

C. পাকিস্তান

D. মায়ানমার

উত্তর: B

30. ইয়ুথ অভ্যাস নামক সামরিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে সংঘটিত হয় ?

A. জাপান

B. সিঙ্গাপুর

C. ইউকে

D. ইউএস

উত্তর: D

31. কোন পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয় ?

A. প্রথম

B. ষষ্ঠ

C. সপ্তম

D. অষ্টম

উত্তর: D

32. কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন ?

A. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

B. উপরাষ্ট্রপতি

C. প্রধানমন্ত্রী

D. রাজ্যের মুখ্যমন্ত্রী

উত্তর: C

33. মডার্ন আর্ট ও মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায় আছে ?

A. হায়দ্রাবাদ

B. নিউ দিল্লী

C. কলকাতা

D. সিমলা

উত্তর: B

34. কোন যুদ্ধ জয়ের পর বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ?

A. খানুয়ার যুদ্ধ জয়ের পর

B. ঘর্ঘরার যুদ্ধ জয়ের পর

C. প্রথম পানিপথের যুদ্ধ জয়ের পর

D. চান্দেরী যুদ্ধ জয়ের পর

উত্তর: C

35. কে বাবরকে ভারত আক্রমনের আমন্ত্রণ জানিয়েছিলেন ?

A. আলম খাঁ

B. দৌলত খাঁ লোদী

C. হামিদ খাঁ

D. আলম খাঁ লোদী

উত্তর: B

36. পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠা করা হয় ?

A. 1878

B. 1900

C. 1905

D. 1920

উত্তর: C

37. বিপ্লবী ক্ষুদিরাম বসু কোন সালে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টায় গ্রেফতার হন

A. 1904

B. 1906

C. 1908

D. 1910

উত্তর: C

38. সম্প্রতি কলকাতার কোন ক্লাবের ১০০ বছর পূর্তি হলো ?

A. মহামেডান

B. মোহনবাগান

C. ইস্টবেঙ্গল

D. পিয়ারলেস

উত্তর: C

39. রক্তে হিমোগ্লোবিনের কাজ হল - ?

A. অক্সিজেন পরিবহন করা

B. রোগ প্রতিরোধ করা

C. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

D. উল্লেখিত সবকয়টিই

উত্তর: A

40. রাতকানা রোগ প্রতিরোধ করতে কোন ভিটামিন যুক্ত খাবার বেশি প্রয়োজন ?

A. ভিটামিন - A

B. ভিটামিন - B কমপ্লেক্স

C. ভিটামিন - C

D. ভিটামিন - D

উত্তর: A

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

.এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ