Ads Area

Full Mock জিকে পার্ট 12

Buttons Visit Now Youtube Channel Visit Now Facebook Page Join Now Telegram Join Now Whats App Group Follow Us On Instagram MCQs

1. প্রতিবছর 24 শে জানুয়ারি কোন দিবস পালন করা হয় - ?

A. জাতীয় শিশু কন্যা দিবস

B. জাতীয় কৃষি দিবস

C. জাতীয় কৃষক দিবস

D. জাতীয় মহিলা দিবস

উত্তর: A

2. AIBA সংস্থাটি কোন খেলার সাথে সম্পর্কিত ?

A. হকি

B. ফুটবল

C. বক্সিং

D. কুস্তি

উত্তর: C

3. EWS দের 10% সংরক্ষণ চালু করে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য ?

A. গুজরাট

B. মধ্যপ্রদেশ

C. ওড়িশা

D. ত্রিপুরা

উত্তর: A

4. ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত - ?

A. আন্দামান

B. রাজকোট

C. নতুন দিল্লী

D. কোচি

উত্তর: C

5. মালিমথ কমিটি রিপোর্ট নিম্নের কোন বিষয় সম্পর্কিত ?

A. জুডিশিয়াল বিলম্ব

B. টেক্সটাইল সেক্টর রিফর্ম

C. ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম

D. স্টক মার্কেট রিফর্ম

উত্তর: C

6. দরাবজি টাটা কোন সালে TISCO প্রতিষ্ঠা করেন ?

A. 1919

B. 1913

C. 1907

D. 1911

উত্তর: C

7. নিম্নের কোন প্যানেল চিনি শিল্প নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত ?

A. শ্রীকৃষ্ণ প্যানেল

B. রামসেবক প্যানেল

C. রাধেশ্যাম প্যানেল

D. রঙ্গরাজন প্যানেল

উত্তর: D

8. নিম্নের কোনটি কোয়াটারনারী সেক্টরের অন্তর্ভুক্ত নয় ?

A. ইনফরমেশন টেকনোলজি

B. ম্যানুফ্যাকচারিং

C. ফিশারি

D. মাইনিং

উত্তর: A

9. 1994 এর ইন্ডিয়ান ইউনিভার্সিটি এক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

A. লর্ড ডাফরিন

B. লর্ড ল্যান্সডাউন

C. লর্ড মিন্টো

D. লর্ড কার্জন

উত্তর: D

10. নিম্নের কে "সারদা সদন" প্রতিষ্ঠা করেন ?

A. মহাদেব গোবিন্দ রানাডে

B. সরোজিনী নাইডু

C. দয়ানন্দ সরস্বতী

D. পন্ডিতা রমাবাই

উত্তর: D

11. কথাকলি - ক্লাসিক্যাল নৃত্যটি কোন রাজ্য থেকে উদ্ভূত ?

A. রাজস্থান

B. তামিলনাড়ু

C. কেরল

D. কর্ণাটক

উত্তর: C

12. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. মুম্বাই

B. হায়দ্রাবাদ

C. নতুন দিল্লী

D. কলকাতা

উত্তর: C

13. নিম্নের কোন সময়ে স্বদেশী আন্দোলন শুরু হয় ?

A. বাংলা বিরোধী বিভাজন বিক্ষোভ

B. 1919-22 এর প্রথম অসহযোগ আন্দোলন

C. গান্ধীজির চম্পারন সত্যাগ্রহ

D. রাওলাট এক্টের বিরুদ্ধে প্রতিবাদ-বিদ্রোহ

উত্তর: A

14. ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ?

A. আন্দামান

B. রাজকোট

C. নতুন দিল্লি

D. কোচি

উত্তর: C

15. "Cowrie Shawl" কোন রাজ্যের ট্রাডিশনাল টেক্সটাইল ?

A. আসাম

B. ঝাড়খন্ড

C. ওড়িশা

D. নাগাল্যান্ড

উত্তর: D

16. সোমেশ্বর রেঞ্জ নিম্নের কোনটির অংশ ?

A. পূর্ব ঘাট

B. শিবালিক রেঞ্জ

C. বিন্ধ্য রেঞ্জ

D. সাতপুরা রেঞ্জ

উত্তর: B

17. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা-চ্যুত করার পদ্ধতি হলো ?

A. লেজিসলেটিভ

B. এক্সিকিউটিভ

C. জুডিশিয়াল

D. কোয়াসি-জুডিশিয়াল

উত্তর: D

18. নিম্নের কে / কারা নোবেল শান্তি পুরস্কার নির্ধারণ করে ?

A. নরওয়ে সরকার

B. নরওয়ে নোবেল কমিটি

C. UNO

D. উপরের কোনটি নয়

উত্তর: B

19. মিটটি বাঁচাও (Save the Soil) আন্দোলন ভারতের কোথায় শুরু হয়েছিল ?

A. থানে, মহারাষ্ট্র

B. মাইশোর, কর্ণাটক

C. দ্বারভাঙা, বিহার

D. হোসাঙ্গাবাদ, মধ্যপ্রদেশ

উত্তর: D

20. ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) যুক্ত হয় ?

A. 1959

B. 1985

C. 1995

D. 1996

উত্তর: C

21. আসাম বাদে, ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় ?

A. মণিপুর

B. ত্রিপুরা

C. পশ্চিমবঙ্গ

D. অরুণাচলপ্রদেশ

উত্তর: D

22. ভারতে কত প্রকারের মৃত্তিকা পাওয়া যায় ?

A. 4

B. 6

C. 8

D. 9

উত্তর: B

23. ভারতের কোন রাজ্যের সিকিমের সঙ্গে সীমারেখা রয়েছে ?

A. আসাম

B. বিহার

C. অরুণাচল প্রদেশ

D. পশ্চিমবঙ্গ

উত্তর: D

24. নিম্নলিখিত কোন নদীর উপনদী চেনাব ?

A. গঙ্গা

B. সিন্ধু

C. ব্রহ্মপুত্র

D. কাবেরী

উত্তর: B

25. কয়লা উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কত ?

A. প্রথম

B. দ্বিতীয়

C. তৃতীয়

D. চতুর্থ

উত্তর: C

26. কোন শহরে অলকানন্দা ও ভাগীরথী নদী একত্রিত হয়ে গঙ্গা নদী হয়েছে -

A. হরিদ্বার

B. দেবপ্রয়াগ

C. ঋষিকেশ

D. রুদ্রপ্রয়াগ

উত্তর: B

27. নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয় ?

A. শোন

B. গোমতী

C. কোশি

D. মহানদী

উত্তর: D

28. কাজিরাঙা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. ওড়িশা

B. আসাম

C. সিকিম

D. পশ্চিমবঙ্গ

উত্তর: B

29. কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে ?

A. চীন

B. বাংলাদেশ

C. পাকিস্তান

D. মায়ানমার

উত্তর: B

30. ভারতের কোন রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে ?

A. জম্মু ও কাশ্মীর

B. রাজস্থান

C. পশ্চিমবঙ্গ

D. মিজোরাম

উত্তর: C

31. ইমফল - কোন রাজ্যের রাজধানী ?

A. মেঘালয়

B. মণিপুর

C. মিজোরাম

D. নাগাল্যান্ড

উত্তর: B

32. ভারতের বৃহত্তম দুর্গটি হলো ?

A. লাল কেল্লা

B. চিতোরগড় দুর্গ

C. গোয়ালিয়র

D. গোলকোন্ডা দুর্গ

উত্তর: B

33. নিম্নলিখিত কোন রাজ্যটি ভুটানের সঙ্গে সীমানা রাখে না ?

A. আসাম

B. সিকিম

C. বিহার

D. অরুণাচল প্রদেশ

উত্তর: C

34. নিচে উল্লেখিত কোন রাজ্যটির পাকিস্তানের সঙ্গে সীমানা নেই ?

A. গুজরাট

B. হরিয়ানা

C. পাঞ্জাব

D. রাজস্থান

উত্তর: B

35. যথাক্রমে আয়তন ও জনসংখ্যা হিসাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলি হলো - ?

A. সিকিম ও মণিপুর

B. গোয়া ও সিকিম

C. গোয়া ও মিজোরাম

D. গোয়া ও নাগাল্যান্ড

উত্তর: B

36. নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে নেপালের কোন সীমারেখা নেই ?

A. রাজস্থান

B. বিহার

C. উত্তরপ্রদেশ

D. পশ্চিমবঙ্গ

উত্তর: A

37. উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হলো ?

A. মালদা

B. রায়গঞ্জ

C. বালুরঘাট

D. সিউড়ি

উত্তর: B

38. কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় - ?

A. পাঞ্জাব

B. ওড়িশা

C. তামিলনাড়ু

D. কেরালা

উত্তর: D

39. নিম্নের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমারেখা রয়েছে?

A. গুজরাট

B. উত্তরাখন্ড

C. পাঞ্জাব

D. হরিয়ানা

উত্তর: B

40. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো?

A. উত্তরপ্রদেশ

B. রাজস্থান

C. গুজরাট

D. বিহার

উত্তর: B

 

প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ড থাকবে।

নোট: এই টেস্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে, যদি কোনও ভুল হয়, তবে কমেন্ট বক্সে আমাকে জানান।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Your Score:

Percentage:

Note : নোট: যদি এই টেস্ট সম্পর্কে কোনও সমস্যা বা পরামর্শ থাকে, তবে অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে প্রদান করুন।

এই পোস্ট বা কুইজ টেস্টটি আপনার বন্ধুদের সাথে WhatsApp, FACEBOOK, INSTAGRAM, TELEGRAM এ শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ